1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাবক্যাপ থেকে শিল্পকর্ম

হেনড্রিক ভেলিং/এসি১ এপ্রিল ২০১৬

গাড়ির চাকা; সেই চাকার রিম; সেই রিম ঢাকবার জন্য হাবক্যাপ, তা-ও আবার প্লাস্টিকের – অ্যালুমিনিয়ামের নয়৷ তা থেকে শিল্পকর্ম সৃষ্টি করার কথা ভাবতে পারেন? ব্রিটিশ শিল্পী টোলেমি এলরিংটন সে-কথা শুধু ভাবেননি, করেও দেখিয়েছেন৷

হাবক্যাপ থেকে শিল্প সৃষ্টি করছেন এক শিল্পী
ছবি: DW

হাবক্যাপ থেকে শিল্পকর্ম

02:31

This browser does not support the video element.

গাড়ির চাকার হাবক্যাপ থেকে ভাস্কর্য: মাছ কিংবা পাখি কিংবা ব্যাঙ৷ ব্রিটিশ শিল্পী টোলেমি এলরিংটন জীবজন্তুর মূর্তি তৈরি করতে ভালোবাসেন৷ তাঁর কথায়, ‘‘লোকে ভাবে হাবক্যাপ মানে হাবক্যাপ, কিন্তু আসলে তা নানা ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি৷ হাবক্যাপ নানা আকারের হয়, তা দিয়ে অনেক কিছু করা যায়, খেলা করা যায়৷ আসলে আমি সেটাই করছি: আমি যখন কাজ করি, তখন আমি কিন্তু খেলাই করছি৷''

নিজের স্টুডিও-তে প্লাস্টিকের হাবক্যাপগুলো নানা আকারে কেটে তারপর কাজ শুরু করেন এলরিংটন৷ আশির দশকে আর্ট আর ডিজাইন নিয়ে পড়াশুনো করেছিলেন৷ আজ স্বাধীনভাবে কাজ করেন৷ খুব কঠিন কোনো ভাস্কর্য হলে আগে থেকে স্কেচ করে নেন, কিংবা ফটো দেখে দেখে কাজ করেন৷ তবে হাবক্যাপটা কিভাবে তৈরি, প্রধানত তা থেকেই তিনি আইডিয়া পান৷ হাবক্যাপের আকৃতিই তাঁর শিল্পের প্রেরণা যোগায়৷

১৫ বছর ধরে টোলেমি এলরিংটন তাঁর এই আজব শিল্পকর্ম করে আসছেন৷ কোনো কোনো মূর্তি একদিনেই শেষ হয়ে যায়, কোনো কোনোটাতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যায়৷ ব্রিটিশ এই শিল্পী জানান, ‘‘সৃজনীমূলক কাজের সবচেয়ে বড় কথা হলো, তা ছবিই আঁকুন আর মূর্তিই গড়ুন, ঠিকমত দেখতে পারা৷ চোখ আর মাথাকে একসঙ্গে কাজ করতে হবে, যা-তে মাথায় যে সব আকৃতি রয়েছে, সেগুলো বাস্তব আকার নিতে পারে৷''

এ পর্যন্ত বেশ কয়েক'শ জীবজন্তু গড়েছেন এলরিংটন৷ গড়ে হাজার ইউরো মূল্য দিয়ে এই সব শিল্পকর্ম কেনেন সৌখিন খদ্দেররা৷ আবার যে সব মূর্তিতে কাজ বেশি, সেগুলোর দাম চল্লিশ হাজার ইউরো অবধি হতে পারে৷ এলরিংটন বলেন, ‘‘আমার মাথায় আইডিয়াটা আসে কারণ আমরা একটা রাস্তার বাঁকের কাছে থাকতাম৷ রাস্তার ধারে গাড়ি থেকে ছটকে যাওয়া হাবক্যাপগুলো পড়ে থাকত৷ সেগুলোকে কেউ তুলে ময়লা ফেলার ধাপাতেও নিয়ে যেত না৷ কাজেই আমি সেগুলো কুড়িয়ে আনতে শুরু করি৷ পরে দেখেছি, হাবক্যাপগুলোর মধ্যে কয়েকটার ডিজাইন সত্যিই বেশ সুন্দর৷''

আজ ৫০ বছর বয়সেও এলরিংটন তাঁর শিল্পের মালমশলা রাস্তাতেই খুঁজে পান...৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ