1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামবুর্গের নির্বাচনে এক নম্বর দল হলো এসপিডি

৩ মার্চ ২০২৫

জাতীয় নির্বাচনে খারাপ ফল করলেও হামবুর্গের নির্বাচনে ওলাফ শলৎসের এসপিডি সবচেয়ে বেশি ভোট পেল। দ্বিতীয় সিডিইউ।

হামবুর্গের ভোটের ছবি।
হামবুর্গের নির্বাচনে সবচেয়ে বড় দল হয়েছে এসপিডি।ছবি: Georg Wendt/dpa/picture alliance

রোববার হামবুর্গের নির্বাচনে ওলাফ শলৎসের এসপিডি ৩৩ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে। গতবারের তুলনায় তাদের ভোটের হার সাড়ে পাঁচ শতাংশের মতো কমলেও তারাই এক নম্বর দল হয়েছে।

দ্বিতীয় স্থানে আছে ফ্রিডরিশ ম্যার্ৎসের সিডিইউ। তারা পেয়েছে ২০ দশমিক তিন শতাংশ ভোট। গতবার তারা পেয়েছিল ১১ দশমিক দুই শতাংশ ভোট। ফলে তারা ভোটের পরিমাণ বাড়ালেও এসপিডি-র থেকে অনেকটাই পিছনে আছে। 

তিন নম্বরে আছে গ্রিন পার্টি। তারা গতবার পেয়েছিল ২৪ দশমিক দুই শতাংশ। এবার পেয়েছে ১৭ দশমিক নয় শতাংশ ভোট।

শলৎসের এসপিডি এক সপ্তাহ আগে জার্মানির জাতীয় নির্বাচনে তৃতীয় স্থান পেয়েছে। তাদের আগে চলে গেছে অতি-ডানপন্থি এএফডি। এক নম্বরে আছে সি়ডিইউ/সিএসইউ। শলৎস নিজে একসময় হামবুর্গের মেয়র ছিলেন।  এই জয়ে উৎফুল্ল শলৎস লন্ডনে ইউক্রেন নিয়ে সম্মেলনের ফাঁকে বলেছেন, হামবুর্গ ভালো মানুষদের হাতে থাকবে।

হামবুর্গে ১৯ লাখ মানুষ বাস করেন। দেশের সবচেয়ে বড় বন্দর এখানেই আছে। নির্বাচনী ফলাফল থেকে মনে হচ্ছে, আগামী পাঁচ বছরও এসপিডি ও গ্রিন জোট হামবুর্গ শাসন করবে।

সিডিইউ-র পক্ষ থেকে বলা হয়েছে, তারা গ্রিন, সিডিইউ-সহ অন্য দলগুলির সঙ্গে আলোচনা করবে।

এএফডির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই নির্বাচনে উল্লেখযগ্য সাফল্য পেয়েছে।  বামেদের ভোটও বেড়েছে। তারা ১১ দশমি্ক দুই শতাংশ ভোট পেয়েছে। বামেদের দাবি, তাদের ফল ভালো হচ্ছে।

জিএইচ/এসজি(ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ