1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামবুর্গের হার, মেসির হ্যাটট্রিক

২২ অক্টোবর ২০১২

মৌসুমটা শুরু হয়েছিল জঘন্যভাবে৷ তারপর চার ম্যাচে ঘুরে দাঁড়ানোর যে ইঙ্গিত দিয়েছিল হামবুর্গ, তাতেও ছেদ পড়লো রোববার৷ স্টুর্টগার্টের কাছে হেরে গেছে তারা৷

Barcelona's Lionel Messi (L) is congratulated by team mate David Villa after scoring his second goal against Spartak Moscow during their Champions League Group G soccer match at Nou Camp stadium in Barcelona, September 19, 2012. REUTERS/Gustau Nacarino (SPAIN - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

আগের চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট তুলে নিয়ে মৌসুমের শুরুতে টানা চার ম্যাচ হারার হতাশা সমর্থকদের মন থেকে অনেকটাই মুছে দিয়েছিল হামবুর্গ৷ কিন্তু রোববার ভেদাদ ইবিসেভিচ দগদগে ঘায়ে দিয়েছেন খোঁচা৷ তার এক গোলেই হামবুর্গকে হারিয়ে দিয়েছে ভিএফবি স্টুটগার্ট৷

ম্যাচের সবে আধ ঘণ্টা পেরিয়েছে৷ ডানপ্রান্ত থেকে মার্টিন হানরিকের নীচু ক্রস খুঁজে নেয় ইবিসেভিচকে৷ বসনিয়ান ফরোয়ার্ড হামবুর্গের গোলরক্ষক রেনে অ্যাডলারকে ঠান্ডা মাথায় বোকা বানিয়ে বল জড়িয়ে দেন জালে৷ বাকি সময়ে বেশ কয়েকটা সুযোগ পেলেও গোল পরিশোধ করে আর ম্যাচে ফিরতে পারেনি হামবুর্গ৷ ফলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা এখন দশম স্থানে৷

এ ম্যাচ জিতলেও স্টুটগার্টের পয়েন্ট ৯, তারা তাই হামবুর্গের চেয়ে দু'ধাপ পেছনে, অর্থাৎ দ্বাদশ স্থানে৷ পয়েন্ট তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ৷ আগের দিন ফরচুনা ডুসেলডর্ফকে ৫-০ গোলের লজ্জায় ডুবিয়ে আট ম্যাচে অষ্টম জয় এবং সেই সুবাদে পুরো ২৪ পয়েন্ট ঘরে তুলেছে তারা৷

বুন্ডেসলিগায় হামবুর্গ বনাম স্টুটগার্টের খেলার একটি দৃশ্যছবি: picture-alliance/dpa

স্প্যনিশ লা লিগায় এখনো চলছে মেসি-ম্যাজিক৷ আর্জেন্টাইন সুপারস্টারের হ্যাটট্রিকে নাটাকীয় জয় পেয়েছে বার্সেলোনা৷ দেপোর্তিভো লা করুনার বিপক্ষে এক সময় বার্সা দশজনের দলে পরিণত হওয়ায় মৌসুমে প্রথম হারের শঙ্কা জেগেছিল৷ মেসির হ্যাটট্রিক সেই আশঙ্কাকে দূরে সরিয়ে ৫-৪ গোলের দুর্দান্ত এক জয় এনে দেয় দলকে৷ আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে কাতালান ক্লাবটি এখন লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে৷ রাদামেল ফ্যালকাওয়ের এক গোলে রিয়েল সোসিয়েদাদকে হারানোয় অ্যাথলেটিকো মাদ্রিদেরও ২২ পয়েন্ট৷ তবে গোল ব্যাবধানে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে৷

ক্রিস্টিয়ানো রোনাল্দোর রিয়াল মাদ্রিদ এখনো শীর্ষে ফেরার জন্য লড়ছে৷ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা একই দিনে সেল্টা ভিগোকে হারায় ২-০ গোলে৷ তাতেও অবশ্য শুরুর ধাক্কা সামলে ওঠা যায়নি৷ মাত্র ১৪ পয়েন্ট নিয়ে তাঁরা এখন মালাগারও পেছনে, চতুর্থ স্থানে৷ মেসির হ্যাটট্রিকের দিনে রিয়ালের হয়ে মাত্র একটি গোল করতে পেরেছেন ক্রিস্টিয়ানো রোনাল্দো৷ সেই গোলটিও এসেছে পেনাল্টি থেকে!

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ