হামবুর্গের ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ
৪ মার্চ ২০২৫
অভিযুক্তদের মধ্যে বর্তমানে হামবুর্গ পুলিশে কর্মরত সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন। দুইজন পুলিশ কর্মকর্তা নিজেদের মধ্যে বার্তা বিনিময়ের সময় বর্ণবাদী শব্দব্যবহার, সহিংসতা ও নাৎসিবাদকে উৎসাহিত করেছেন- এমন অভিযোগ ওঠার পরপরই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।
তদন্তের স্বার্থে মঙ্গলবার পুলিশ শহরের নয়টি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় বিপুল সংখ্যক ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ১৫জন পুলিশ সদস্যের সবাই বিভিন্ন মাত্রায় বর্ণবাদী শব্দ ব্যবহার করে মেসেঞ্জারে বার্তা আদান -প্রদান করেছেন।
হামবুর্গ পুলিশের প্রধান ফাল্ক শ্নাবেল পুলিশ বাহিনীতে ‘‘এ ধরনের আচরণ একেবারেই সহ্য করা হবে না'' বলে হুঁশিয়ারি দেন। ফাল্ক শ্নাবেল বলেন, " আমরা গভীরভাবে এই অভিযোগের তদন্ত করবো এবং তার জন্য সব ধরনের বিভাগীয় শৃঙ্খলাবিধি অনুসারে পদক্ষেপ নেয়া হবে।"
টিমোথি জোন্স/এসএইচ