1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলাকারীরা কি জামাত?

১৮ নভেম্বর ২০১৫

ইটালির আরেক নাগরিকের ওপর হামলা হলো৷ হামলাটা হলো একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দু’জনের ফাঁসির আদেশ বহাল রাখার দিনে৷ ইটালীয় নাগরিকের ওপর হামলার সঙ্গে এর যোগসূত্র দেখছেন অনেকে৷

Bangladesch Japaner Mord Kunio Hoshi
ছবি: picture-alliance/dpa/Stringer

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ বুধবার প্রায় কাছাকাছি সময়েই আসে আরেকটি খবর – দিনাজপুরে ইটালির এক নাগরিককে গুলি করেছে আহত করে দুর্বৃত্তরা৷ আহত ব্যক্তির নাম ডা. পিয়েরো৷

সকালে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন ডা. পিয়েরো৷ সাম্প্রতিক সময়ে এই নিয়ে চারজন বিদেশি হামলার শিকার হলেন৷ এর আগে এক জাপানি এবং এক ইটালীয় নাগরিককে হত্যা করে দুর্বৃত্তরা৷ এছাড়া একজন ধর্মযাজককে জবাই করার চেষ্টাও হয়েছে৷

ডা. পিয়েরোর ওপর হামলায় বিদেশিদের মাঝেও প্রতিক্রিয়া হয়েছে৷ টুইটারে ইটালির আরো এক নাগরিকের ওপর হামলার খবরটি উদ্বেগ নিয়েই শেয়ার করছেন তাঁরা৷

আগের প্রত্যেকটি ঘটনার মতো ডা. পিয়েরোর ওপর হামলার পেছনেও স্বাভাবিক কোনো কারণ অনুমান করা যাচ্ছে না৷ ৩৫ বছর ধরে যিনি সেবাকর্মে নিয়োজিত তাঁর ওপর হামলায় বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন অনেকে৷

তবে এস এম রাশেদ রনি নামের একজন মনে করেন, ‘‘রাজাকারদের রিভিউ শুনানির আগে/চলাকালীন কেন বিদেশিদের হত্যা কার্যক্রম চালানো হয় – সেই বিষয়টা কিন্তু খুব জটিল না, তবুও হত্যাকারীদের দুর্বুত্ত বলা হয়, কেন জামাত-শিবির বলা হয় না, সেটা মনে হয় সাংবাদিকদের উদারতা স্বরূপ কিছু ...৷''

বাংলাদেশের সাম্প্রতিক অনেক হত্যাকাণ্ডের সঙ্গেই যুদ্ধাপরাধের বিচারের আওতায় আসা ব্যক্তিদের স্বজন-সমর্থকদের সংশ্লিষ্টতা থাকতে পারে – এমন একটি বক্তব্য বিভিন্ন মহল থেকেই শোনা যাচ্ছে৷ কয়েকদিন আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও বলেছেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি ঠেকাতে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ