1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৌদ্ধ বসতিতে হামলা

৭ অক্টোবর ২০১২

রামুর বৌদ্ধ বসতি এবং বিহারে হামলাকারীরা পরিকল্পিতভাবেই কক্সবাজার শহর থেকে গিয়েছিল৷ আর ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়া হয় কক্সবাজারের একটি কম্পিউটারের দোকান থেকে৷

A temple burnt by Muslims is seen in Cox's Bazar September 30, 2012. Hundreds of Muslims in Bangladesh burned at least four Buddhist temples and 15 homes of Buddhists on Sunday after complaining that a Buddhist man had insulted Islam, police and residents said. REUTERS/Stringer (BANGLADESH - Tags: RELIGION CIVIL UNREST)
ছবি: Reuters

রামুতে বৌদ্ধ বসতিতে হামলার পর আটক করা হয় ট্রাকের হেলপার রমজান আলিকে৷ ট্রাকের ড্রাইভার না থাকায় সে ২৯শে সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহর থেকে ট্রাক চালিয়ে দুর্বৃত্তদের নিয়ে রামুর বৌদ্ধ পল্লীতে নিয়ে গিয়েছিল৷ রমজান আলি রবিবার বিকেলে কক্সবাজার ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে৷ সে জানিয়েছে হামলাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার তার ট্রাকে করেই কক্সবাজার শহরে ফিরে যায়৷ সে তাদের মধ্যে যাদের চেনে তাদের নাম জানিয়েছে আদালতকে৷ যা ডয়চে ভেলেকে জানান স্থানীয় সাংবাদিক আবু তাহের৷

এদিকে ফারুক আহমেদ নামে কক্সবাজারের একজন ব্যবসায়ীকে এই হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কক্সবাজারে তার কম্পিউটারের দোকান থেকে ফেসবুকে কোরানের অবমাননাকর ছবি ছড়ানো হয়েছিল বলে পুলিশের দাবি৷

সোমবার কক্সবাজারের আক্রান্ত বৌদ্ধ বসতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ