1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

২১ এপ্রিল ২০১৫

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহরে হামলার ঘটনাটি কে কীভাবে দেখছেন জানুন ব্লগওয়াচে৷

Unruhen in Bangladesch 05.01.2015
ছবি: picture-alliance/epa/A. Abdullah

আহমেদি হুসেইন কিছু ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ হওয়া এই ছবিগুলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে চালানো হামলার৷

আন্তর্জাতিক গণমাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে৷

হামলার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের খবর শেয়ার করেছেন আব্দুল গাফ্ফার আজিজ৷

সাবরিনা আরজুমান্দ লিখেছেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার উপর আওয়ামী লীগ কর্মীদের হামলা, গুলি৷ ক্ষমতাসীন দলের অস্বীকার৷''

হামিদুল্লাহ বাবু খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ভিডিও প্রতিবেদন শেয়ার করেছেন বেসরকারি চ্যানেল সময় টিভি থেকে৷

ফেসবুক পাতায় মোঃ আলী আরমান (https://www.facebook.com/arman65480?fref=nf) লিখেছেন, ‘‘বেগম খালেদা জিয়া এ দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী... তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের একটি অন্যতম প্রধান দ্বায়িত্ব.... সেখানে খোলা ময়দানে সবার সম্মুখে যেভাবে তিনি আক্রমণের শিকার হলেন তা অভদ্রোচিত ও নির্মম৷''

আহম্মাদ ফয়েজ (https://www.facebook.com/ahammad.foyez?fref=nf) অবশ্য অন্য প্রশ্ন তুলেছেন৷ তিনি লিখেছেন, ‘‘যদি এভাবে বলি..... ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনাকে আড়াল করতেই খালেদার গাড়ি বহরে হামলা৷ খুব কি ভুল হবে? তবে প্রশ্ন আসে স্বার্থটা কার?''

এই ঘটনায় মুস্তফা হোসেনের (https://www.facebook.com/mustafa.hussain.969?fref=nf) মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছে৷ ১. নিরাপত্তারক্ষাকারীদের হাতের নাগালে আসার পরও তারা একজনকেও ধরেনি কিংবা ধরতে পারেনি কেন? ২. কয়েকশ কর্মী ইচ্ছা করলে হামলাকারী সবাইকেই ধরতে পারতো৷ কেন ধরেনি? এবং ৩. পুলিশ ইচ্ছা করলে হামলাকারীদের দু'একজনকে হাতেনাতে ধরতে পারত৷ তাহলে কি হামলাকারীরা সরকারি দলের ছিল? বিষয়টি সরকারকেই প্রমাণ করতে হবে বলেও মনে করেন তিনি৷

এদিকে, শরিফুল হাসান মনে করছেন খালেদা জিয়া সফল৷ কারণ ‘‘...খালেদা জিয়া জানতেন তিনি নির্বাচনি প্রচারণায় এলে সরকারি দল বাধা দেবে৷ টিভির ফুটেজে পুলিশির উপস্থিততে গাড়িবহরে হামলার যে দৃশ্য জাতি দেখেছে তাতে এটা বলতে পারি সরকারি দলের এই পাগলামির সুফল খালেদা জিয়াই পাবেন৷ ৯১ দিন অবরোধ করে বিএনপির ভোট যা কমেছিল আজকের ঘটনার পর সেই ভোট বাড়বে৷''

গাড়িবহরে হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য প্রসঙ্গে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন শওগাত আলী সাগর৷ তিনি লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করেই বলেছেন, জনগণের উত্তেজনাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না৷ সজীব ওয়াজেদ জয় নিশ্চয় রাষ্ট্রের আইন উত্তেজিত জনগণ নিজ হাতে তুলে নিক- সেই বার্তা দিচ্ছেন না৷ প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা বিনা উসকানিতে গুলি করেছে৷ খোদ প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেন, তখন তা তথ্য উপাত্তের ভিত্তিতেই দেবেন- সেটাই স্বাভাবিক৷ কিন্তু প্রধানমন্ত্রীর হাতে তথ্যপ্রমাণ থাকার পরও খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হচ্ছে না কেন?''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পানা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ