1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার আশঙ্কায় সতর্ক বেলজিয়াম

২৩ নভেম্বর ২০১৫

তল্লাশি আপাতত বন্ধ৷ তবে বেলজিয়াম এখনো হামলার আশঙ্কায় সতর্কাবস্থায়৷ রবিবারের তল্লাশিতে রাজধানী ব্রাসেলস থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তল্লাশি বন্ধ হলেও ব্রাসেলসে এখনো ৪ নম্বর সতর্কতা সংকেত জারি আছে৷

Belgien höchste Terrorwarnstufe in Brüssel - Touristen Selfie Manneken Pis
ছবি: Getty Images/AFP/E. Dunand

সন্ত্রাসী হামলা অতি সন্নিকটে হলেই ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়৷ সুতরাং বোঝাই যায়, এই সংকেত প্রত্যাহার না করে কর্তৃপক্ষ ইঙ্গিত দিচ্ছে যে বিপদের আশঙ্কা মোটেই কাটেনি৷ অথচ সে আশঙ্কা দূর করার জন্যই ব্রাসেলসের ১৯টি বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ৷

তল্লাশিতে কোনো অস্ত্র বা বিস্ফোরক না পেলেও ১৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷

প্যারিসের মতো ব্রাসেলসেও ব্যাপক সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই বেলজিয়ামের রাজধানী শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়৷ রাজধানী ছাড়া সারা দেশে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত৷

প্যারিসে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর হামলায় ১৩০ জন নিহত হয়৷ সেই হামলার সঙ্গে জড়িত সন্দেহে যাদের খোঁজা হচ্ছে বেলজিয়ামের নাগরিক সালাহ আব্দেসালাম তাদের একজন৷ কিন্তু ব্রাসেলসে এত তল্লাশি চালিয়েও এখনো আব্দেসালামের সন্ধান পায়নি পুলিশ৷

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল এর আগে সংবাদমাধ্যমকে জানান, ব্রাসেলসে প্যারিসের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে৷ শহরের ১২ লক্ষ মানুষকে নিরাপদ রাখতে সোমবারও স্কুল, বিশ্ববিদ্যালয় এবং মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

এদিকে প্রতিরক্ষামন্ত্রী স্টিভেন ফনডেপুটের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের গতিবিধি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপাতত জানাচ্ছে না ব্রাসেলসবাসী৷ প্রতিরক্ষামন্ত্রী #BrusselsLockdown-এর মাধ্যমে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন, ‘‘পুলিশ চায় জনগণ যেন তাদের যাতায়াত সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু না লেখে৷ দয়া করে তাদের সহযোগিতা করুন৷'' ব্রাসেলসের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে৷ তবে সাড়া দেয়ার নমুনাটা বড় অদ্ভুত৷ সবাই শুধু সতর্ক বিড়ালের ছবি আর ভিডিও শেয়ার করছেন টুইটারে!

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ