1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার আশঙ্কায় সতর্ক বেলজিয়াম

২৩ নভেম্বর ২০১৫

তল্লাশি আপাতত বন্ধ৷ তবে বেলজিয়াম এখনো হামলার আশঙ্কায় সতর্কাবস্থায়৷ রবিবারের তল্লাশিতে রাজধানী ব্রাসেলস থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তল্লাশি বন্ধ হলেও ব্রাসেলসে এখনো ৪ নম্বর সতর্কতা সংকেত জারি আছে৷

Belgien höchste Terrorwarnstufe in Brüssel - Touristen Selfie Manneken Pis
ছবি: Getty Images/AFP/E. Dunand

সন্ত্রাসী হামলা অতি সন্নিকটে হলেই ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়৷ সুতরাং বোঝাই যায়, এই সংকেত প্রত্যাহার না করে কর্তৃপক্ষ ইঙ্গিত দিচ্ছে যে বিপদের আশঙ্কা মোটেই কাটেনি৷ অথচ সে আশঙ্কা দূর করার জন্যই ব্রাসেলসের ১৯টি বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ৷

তল্লাশিতে কোনো অস্ত্র বা বিস্ফোরক না পেলেও ১৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷

প্যারিসের মতো ব্রাসেলসেও ব্যাপক সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই বেলজিয়ামের রাজধানী শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়৷ রাজধানী ছাড়া সারা দেশে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত৷

প্যারিসে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর হামলায় ১৩০ জন নিহত হয়৷ সেই হামলার সঙ্গে জড়িত সন্দেহে যাদের খোঁজা হচ্ছে বেলজিয়ামের নাগরিক সালাহ আব্দেসালাম তাদের একজন৷ কিন্তু ব্রাসেলসে এত তল্লাশি চালিয়েও এখনো আব্দেসালামের সন্ধান পায়নি পুলিশ৷

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল এর আগে সংবাদমাধ্যমকে জানান, ব্রাসেলসে প্যারিসের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে৷ শহরের ১২ লক্ষ মানুষকে নিরাপদ রাখতে সোমবারও স্কুল, বিশ্ববিদ্যালয় এবং মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

এদিকে প্রতিরক্ষামন্ত্রী স্টিভেন ফনডেপুটের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের গতিবিধি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপাতত জানাচ্ছে না ব্রাসেলসবাসী৷ প্রতিরক্ষামন্ত্রী #BrusselsLockdown-এর মাধ্যমে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন, ‘‘পুলিশ চায় জনগণ যেন তাদের যাতায়াত সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু না লেখে৷ দয়া করে তাদের সহযোগিতা করুন৷'' ব্রাসেলসের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে৷ তবে সাড়া দেয়ার নমুনাটা বড় অদ্ভুত৷ সবাই শুধু সতর্ক বিড়ালের ছবি আর ভিডিও শেয়ার করছেন টুইটারে!

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ