1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার পরিকল্পনা বাতিল করলো উত্তর কোরিয়া?

১৫ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের উদ্দেশ্যে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনার কথা জানিয়েছিল উত্তর কোরিয়া৷ এবার সেই পরিকল্পনা বাস্তবায়নে দেরি হওয়ার কথা জানালো দেশটি৷

China Nordkorea Grenze Flaggen
ছবি: Getty Images/K. Frayer

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরও দেখতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ৷ এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, কিম জং উন সোমবার সেনা কর্মকর্তাদের গুয়াম হামলার পরিকল্পনা পরিদর্শন করেন৷ তিনি তাঁদের পরিকল্পনার প্রশংসা করেন৷ তবে এটি বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরও কয়েকদিন পর্যবেক্ষণ করতে চান বলে জানিয়েছেন কিম জং উন৷ ‘‘তিনি (উন) বলেছেন, ইয়াংকিরা যদি কোরীয় উপত্যকা ও তার নিকটবর্তী এলাকায় তাদের মারাত্মক বিপজ্জনক কার্যক্রম বলবৎ রেখে উত্তর কোরিয়ার ধৈর্য্যের পরীক্ষা নেয় তাহলে, অতীতে যে পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে'', লিখেছে কেসিএনএ৷

প্রতিবেদনের সঙ্গে একটি ছবি প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে কিম জং উন ব্যাটন দিয়ে একটি মানচিত্র দেখাচ্ছেন যেখানে একটি ফ্লাইটের পথ দেখানো হচ্ছে৷ এতে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র জাপান পেরিয়ে গুয়ামের দিকে যাচ্ছে৷ এর আগেও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়ে এই ধরনের ছবি প্রকাশ করেছেন৷ কিন্তু কখনও তা বাস্তবায়ন করেনি৷

আশংকা কমছে না

আপাতত পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসলেও হামলার হুমকি থেকেই যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ কারণ আগামী সপ্তাহেই কোরীয় উপত্যকায় যৌথ সামরিক অনুশীলন শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র৷ এই বিষয়টি উত্তর কোরিয়াকে রাগান্বিত করে তুলবে বলে মনে করছেন তাঁরা৷ চীনের সরকারি দৈনিক গ্লোবাল টাইমসের একটি সম্পাদকীয় বলছে, এই যৌথ অনুশীলন অবশ্যই পিয়ংইয়ংকে আরও উত্তেজিত করে তুলবে৷ ফলে দেশটি আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে৷

এর আগে চীন উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে যৌথ অনুশীলন বন্ধ করার আহ্বান জানিয়েছে৷ পাশাপাশি  উত্তর কোরিয়াকে তাদের পরমাণু কার্যক্রম বন্ধেরও আহ্বান জানিয়েছে৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাটিস সোমবার বলেছিলেন, উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে কয়েক মুহূর্তের মধ্যে তা জানতে পারবে যুক্তরাষ্ট্র৷ ক্ষেপণাস্ত্রটি যদি গুয়ামের দিকে আঘাত হানতে পারে বলে মনে করা হয় তাহলে তা ‘নামিয়ে দেয়া' হবে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ