1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

অস্ত্রোপচারের পর ভেন্টিলেটরে সালমান রুশদি

১৩ আগস্ট ২০২২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার শিকার ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদি বর্তমানে ভেন্টিলেটরে আছেন এবং কথা বলতে পারছেন না৷ তার এক চোখের দৃষ্টি হারানোর আশঙ্কা আছে৷

Chautauqua | Attentäter Hadi Matar | Angriff auf Salman Rushdie
ছবি: AP

'দ্য স্যাটানিক ভার্সেস' উপন্যাসটি লেখার জন্য বহু বছর ধরে প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন রুশদি৷ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মঞ্চে হামলার শিকার হন তিনি৷

চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করার সময় একজন দৌড়ে এসে সালমান রুশদিকে ঘুষি ও ছুরিকাঘাত করতে থাকে৷ রুশদি মেঝেতে পড়ে যান৷ ইনস্টিটিউশনের বিবৃতিতে বলা হয়েছে, ''আমরা আজ যে সহিংস ঘটনা দেখলাম তা ঘৃণার বহিঃপ্রকাশ৷" 

 

হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রুশদিকেছবি: AFP

ধর্ম অবমাননার অভিযোগে ১৯৮৮ সাল থেকে ইরানে সালমান রুশদির উপন্যাস 'দ্য স্যাটানিক ভার্সেস' নিষিদ্ধ করা হয়৷ এ ঘটনার এক বছর পর ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদির মৃত্যুদণ্ডের হুকুম দিয়ে ফতোয়া জারি করেন৷ রুশদিকে হত্যা করতে পারলে ৩০ লাখ ডলারের বেশি পুরস্কারও ঘোষণা করা হয়৷ ইরানের হত্যা ফতোয়ার পর বহুবছর আত্মগোপনে ছিলেন রুশদি৷

এক চোখের দৃষ্টি হারাতে পারেন

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রুশদি একটি চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন৷ সালমান রুশদির লেখা বই ‘দ্য স্যানাটিক ভার্সেস' প্রকাশের পরপরই অনেক মুসলিমদের ক্ষোভের মুখে পড়ে৷ ওই উপন্যাসে ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদের  (রা.) অবমাননা করা হয়েছে বলে মনে করেন তারা৷  সত্তরোর্ধ্ব রুশদির জন্য পুলিশি সুরক্ষার ব্যবস্থা করেছিল ব্রিটিশ সরকার৷

এই ইনস্টিটিউটেই হামলা চালানো হয়ছবি: Lindsay DeDario/REUTERS

সালমান রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘সালমান রুশদির অবস্থা তেমন একটা ভালো না, তিনি এক চোখের দৃষ্টি হারাতে পারেন৷ তার বেশ কয়েকটি স্নায়ু কেটে ফেলা হয়েছে৷ ছুরিকাঘাতে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তিনি এখনো কথা বলতে পারছেন না৷''

হামলাকারী আটক

অ্যামেরিকান ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক কার্ল লেভান ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন৷ তিনি জানান, রুশদি বসেছিলেন এবং হামলাকারী উপর্যুপরি তার উপর ছুরি চালায়৷ পরে ওই ব্যক্তি আটক করে পুলিশ৷         

সন্দেহভাজন হামলাকারীর নাম হাদি মাতার বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ৷ ২৪ বছর বয়সি এই ব্যক্তির বাড়ি নিউ জার্সির ফেয়ারফিল্ডে৷ তিনি রুশদির ঘাড় এবং তলপেটে ছুরি চালান৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি হত্যার উদ্দেশ্যেই ছুরি চালাচ্ছিল৷

    

ছবি: Mk Chaudhry/epa/dpa/picture alliance

তবে হামলাকারী কি উদ্দেশে এই হামলা চালিয়েছে তা পরিষ্কার না৷ উপস্থাপক রালফ হেনরি রেজির মুখে আঘাত করা হয়৷ তবে তার আঘাত গুরুতর না হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে৷  ১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন' বইটির জন্য বুকার পুরস্কার পান রুশদি৷

সালমান রুশদিছবি: Alexandre Marchi/MAXPPP/dpa/picture alliance

বিশ্বজুড়ে নিন্দা 

বিশ্বনেতারা রুশদির উপর এই হামলার নিন্দা জানিয়েছেন৷ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ রুশদির লড়াইকে বিশ্বের লড়াই বলে অভিহিত করেছেন৷ নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন , বাইডেন-হ্যারিস প্রশাসন তার দ্রুত আরোগ্য কামনা করেছে৷

লেখিকা জেকে রাউলিং এবং স্টিফেন কিং এই ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন৷ পেন অ্যামেরিকা বলেছে, ‘‘নৃশংস এই হামলায় আমরা স্তব্ধ এবং আতঙ্কিত৷''

১৯৪৭ সালে ভারতের মুম্বইতে জন্ম সালমান রুশদির৷

এপিবি/এফএস (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ