1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কী বলছে ইরানী ও পশ্চিমা গণমাধ্যম

৮ জানুয়ারি ২০২০

ইরানে হামলার পর বিশ্বের গণমাধ্যমগুলো এক ধরনের ধোঁয়াশার মধ্যে পড়েছে৷ এই হামলায় আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিভিন্ন দেশের গণমাধ্যম বিভিন্ন তথ্য দিচ্ছে৷

Iran Feier nach Raketenangriff auf US-Militärbasen im Irak
ছবি: Reuters/WANA/N. Tabatabaee

বুধবার ইরাকের সময় অনুযায়ী রাত একটা ৪৫ থেকে দুইটা ৪৫ মিনিট এর মধ্যে ইরান এই হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী৷

ইরানের তেহরান টাইমস এই সংবাদটি প্রকাশ করেছে ইরানিয়ান রিভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে৷ সেখানে বলা হয়েছে, মিসাইল হামলায় ৮০ জনের বেশি মার্কিন সৈন্য নিহত হয়েছে৷ গণমাধ্যমটির খবরে রিভল্যুশনারি গার্ডের বিবৃতি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‘মাঠে আমাদের সূত্রের নির্ভরযোগ্য প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে ৮০ মার্কিন সৈন্য নিহত এবং আরও ২০০ আহত হয়েছে৷ তাদেরকে তাৎক্ষণিকভাবে বিমানঘাঁটি থেকে হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে৷ '' হামলাটি ঘটেছে পশ্চিম ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে৷

তেহরান টাইমস বলছে, ঘাঁটিটির ২০ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই হামলা চালানো হয়৷ এতে হতাহতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন এবং হেলিকপ্টার ধ্বংস হয়৷ বাগদাদে কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে৷ হোয়াইট হাউস যদি আরেকটি ভুল করে তাহলে যুক্তরাষ্ট্রের ১০৪ টি গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালাতে পারে ইরান, উল্লেখ করা হয়েছে তাদের প্রতিবেদনে৷

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস অনলাইনে শিরোনাম করেছে, ইরাকে মার্কিন বাহিনীর উপর এক ডজনের বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরান৷ তারা প্রতিবেদনে বলেছে, মোট দুইটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে৷ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্র দিয়ে জানিয়েছে সেখানে কোনো মার্কিন সৈন্য হতাহত হয়নি৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের টুইটও উল্লেখ করেছে তারা৷ তিনি বলেছেন, ‘‘ইরান আত্মরক্ষার্থে সমুচিত প্রতিশোধ নিয়েছে৷ আমরা কোনো যুদ্ধ চাই না কিন্তু যেকোন আক্রমণ আমরা প্রতিরোধ করব৷''

সিএনএন তাদের ওয়েবসাইটে এই বিষয়ক খবরের আপডেট দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত৷ হামলার কারণে কোন হতাহত হয়নি বলে মার্কিন আর ইরাকি সূত্র দিয়ে দাবি করেছে তারাও৷ মার্কিন সামরিক সূত্র তাদেরকে জানিয়েছে, মিসাইল হামলা শুরুর বেশ আগেই সৈন্যদের নিরাপদে আশ্রয় সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল৷

বিবিসি তাদের সংবাদ শিরোনাম করেছে, ব্যালাস্টিক মিসাইল হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী৷ কোন হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি৷

আপডেট খবর প্রকাশ করছে কাতারভিত্তিক আলজাজিরাও৷ হামলার খবরটি পেন্টাগন নিশ্চিত করেছে বলে উল্লেখ করেছে তারা৷ তাদের মূল খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াও রয়েছে৷ নেতানিয়াহু বলেন, ইসরায়েলে কেউ যদি হামলা চালায় তাহলে তার শক্তিশালী জবাব দেয়া হবে৷ দেশটি ট্রাম্পের সিদ্ধান্তের পাশে থাকবে বলেও জানান তিনি৷

সৌদি গেজেটের অনলাইনে ইরানের হামলা নিয়ে এখনও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি৷ শীর্ষে রয়েছে দেশটির কাউন্সিল অব মিনিস্টার্সের সাপ্তাহিক বৈঠকের এক খবর৷ যেখানে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ড প্রতিহত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ