1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামাসকে শেষ ধাক্বা দিতে প্রস্তুত ইসরায়েল

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়২ জানুয়ারি ২০০৯

২০০৬- এর লেবানন যুদ্ধের পর এবার হামাসকে নির্মূল করতে বিপুল সেনাসমাবেশ ঘটাচ্ছে ইসরায়েল৷ পরিস্থিতি থমথমে৷

গাজায় হামলার প্রতিবাদে এক ইরানী তরুণীর হাতে শান্তির আহ্বানছবি: AP

সাতদিন ধরে গাজার ওপর ক্রমাগত হামলা চালাবার পর এবার প্যালেস্তিনীয় জঙ্গী সংগঠনটিকে শেষ ধাক্বা দিতে প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েল৷ গাজার ৩৭ মাইল সীমান্ত জুড়ে ঠিক কত সেনা এবং অস্ত্রশস্ত্র সমবেত করা হয়েছে, সেসব ইসরায়েলি সেনাবাহিনীর গোপন তথ্য৷ সে বিষয়ে বিশদ খবর পাওয়া যায় নি, তবে তেল আভিভের ওয়াকিবহাল মহল স্বীকার করে নিয়েছে, এই পরিকল্পনার সত্যতা৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট হামাসকে নির্মূল করার এই পরিকল্পনার নাম দিয়েছেন আয়রন ফিস্ট৷

ইসরায়েলী হামলার জবাবে হামাসের রকেট হামলাছবি: picture-alliance / dpa

গাজায় ৪২০ জনের বেশী নিহত, হামাসের শীর্ষনেতাদের একজন নিজার রায়ান সপরিবারে নিহত হয়েছেন বৃহস্পতিবার৷ ইসরায়েলি মিসাইল একের পর এক বিশ্ববিদ্যালয়, হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে, সাধারণ নাগরিক, শিশু, বৃদ্ধ, রমণী রেহাই পাচ্ছেন না কেউই৷ গাজার রক্তাক্ত পরিস্থিতিতে বিশ্বনেতৃত্ব, বিশেষ করে পাশ্চাত্য বিশ্ব তেমন কোন প্রতিক্রিয়া দেখায় নি এখনও৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইস শুক্রবার ওয়াশিংটনে বলেছেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে৷ কীভাবে তা কার্যকর হবে সেকথা রাইস বলেন নি৷ ওদিকে, মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ক্রমশই তীব্র হয়ে উঠছে৷ আর রকেট হামলার পাশাপাশি ইসরায়েলের ওপর এবার আত্মঘাতী হামলার পথ নেওয়ার হুমকি দিয়েছে হামাস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ