1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ’র তালিকায় হামাস সন্ত্রাসী

২৬ জুলাই ২০১৭

ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিস (ইসিজে) প্যালেস্টাইনের জঙ্গি দল হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়ার আবেদন খারিজ করে দিয়েছে এবং বিষয়টি ট্রাইব্যুনাল থেকে আবার নিম্ন আদালতে ফেরত পাঠিয়েছে৷

Europäischer Gerichtshof in Luxemburg
ছবি: Reuters/F. Lenoir

হামাসকে কেন সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়া হবে না, এই মর্মে এর আগে ২০১৪ সালে ইইউ-র দ্বিতীয় সর্বোচ্চ আদালত একটি রুল জারি করে৷ বুধবার ট্রাইব্যুনাল সেই রুলিংটিকেই খারিজ করেছে৷

২০০১ সালে ইইউ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং ইউরোপে দলটির সম্পদ ও যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে৷ ২০০৭ সালে হামাস প্যালেস্টাইনের গাজা দখল করে এবং এখন অবধি গাজা তাদের নিয়ন্ত্রণে

ছবি: picture-alliance/dpa/ZUMA Wire/APA Images/M. Asad

হামাসকে সন্ত্রাসীর তালিকায় রাখার যথেষ্ট তথ্য প্রমাণ নেই, এই যুক্তিতে তিন বছর আগে ইইউ-র জেনারেল কোর্ট হামাসকে কালো তালিকা থেকে সরিয়ে নিতে রুল জারি করেন৷

বিচারকদের মতে, হামাসের যেসব কার্যকলাপের জন্য তাদের বিরুদ্ধে আগের সিদ্ধান্তটি নেয়া হয়েছিল তার সূত্র গণমাধ্যম ও ইন্টারনেট৷ কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি৷

আদালতের এই রুলটি স্বভাবতই তখন রুষ্ট হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল৷ ২৮ সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন তখন লুক্সেমবুর্গে অবস্থিত এই ব্লকের সর্বোচ্চ আদালত ইউরোপীয়ন কোর্ট অফ জাস্টিসে সিদ্ধান্তের বিপক্ষে আপীল করে৷

Gaza power crisis deepens

03:23

This browser does not support the video element.

সিদ্ধান্তটি খারিজ করে সর্বোচ্চ আদালতের বিচারকরা ‘নিম্ন আদালতের এই নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত ঠিক হয়নি' বলে মন্তব্য করেন৷ তাঁদের মতে, কোন সংগঠনকে কালোতালিকাভুক্ত করা হবে, সে সিদ্ধান্ত একটি দায়িত্বশীল কর্তৃপক্ষকেই নিতে হবে৷ কিন্তু তা খারিজের জন্য তেমন কোনো নিয়ম নেই৷

সর্বোচ্চ আদালত রায়টি নিম্ন আদালতে পাঠিয়ে দিয়েছেন৷ একই দিনে, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম (এলটিটিই)-কে ইইউ-র সন্ত্রাসী সংগঠনের কালো তালিকা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দিয়েছে আদালত৷

জেডএ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ