1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবলইসরায়েল

হামাসের আক্রমণে মৃত ইসরায়েলের ফুটবল তারকা

১০ অক্টোবর ২০২৩

জন্মদিনের অনুষ্ঠান পালন করছিলেন ইসরায়েলের ফুটবল তারকা লিয়র আসুলিন। তখনই হামাসের আক্রমণে মারা যান তিনি।

২০০৪ সালের ছবি। ইসরায়েল স্টেট কাপ জেতার পর আসুলিনের উচ্ছ্বাস।
ইসরায়েল স্টেট কাপ ফাইনালে দুই গোল দেয়ার পর কাপ জিতে লিয়র আসুলিন। ছবি: Uriel Sinai/Getty Images

 শনিবার গাজা স্ট্রিপের কাছে হামাস বাহিনী ঢুকে পড়ে গুলি চালাতে থাকে। তিনি তখন নেচার পার্টিতে ছিলেন। গুলি লেগে মারা যান আসুলিন।

তার ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, ''আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে।''

ইসরায়েলের সূত্র জানাচ্ছে, শনিবার রাতে এক হাজারের মতো হামাস সন্ত্রাসবাদী ইসরায়েলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশ মানুষকে মেরেছে। অনেক মানুষকে তারা পণবন্দি করে নিয়ে গেছে।

আসুলিনের কৃতিত্ব

২০০৪ সালে ইতিহাস তৈরি করেন আসুলিন। তার দল সাখনিন এফসি ইসরায়েলের একটি প্রধান প্রতিযোগিতা জেতে। ফাইনালে তিনি দুইটি গোল করেন।

গাজা থেকে একের পর এক রকেট আছড়ে পড়েছে ইসরায়েলে। ছবি: Gil Cohen-Magen/AFP

খেলা শেষের বাঁশি বাজার পর তিনি ইসরায়েলের পতাকা নিয়ে জয় পালন করেছিলেন। আর তার সহ-ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয়োৎসব করেছিলেন।

এরপর আসুলিন ইউরোপের ক্লাবগুলি থেকে অফার পান। ফ্রান্সের দুইটি ক্লাব তাকে তাদের দলে খেলার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তিনি যাননি। তিনি ইসরায়েলে থেকে গেছিলেন এবং একের পর এক ক্লাব বদল করেছেন।

২০১৭ সালে তিনি অবসর নেন। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে মাদক পাচারের অভিযোগে তার কারাদণ্ড হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি ছাড়া পান।

স্তেফান নেক্সলার/ফেলিক্স তামসুট/জিএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ