1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

হামাসের প্রতিক্রিয়া অবান্তর: নেতানিয়াহু

৮ ফেব্রুয়ারি ২০২৪

নেতানিয়াহু জানিয়েছেন, সংঘর্ষ-বিরতি নিয়ে হামাস যে প্রতিক্রিয়া দিয়েছে তা মানা সম্ভব নয়। কিছুদিনের মধ্যেই গাজায় ইসরায়েলের জয় হবে বলে জানিয়েছএন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হ্যান্ডশেক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন
সংঘর্ষ-বিরতি বিষয়ে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু ও ব্লিংকেনছবি: GPO/Anadolu/picture alliance

বুধবার তেল আভিভে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে সংঘর্ষ-বিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। নেতানিয়াহু এককথায় সেই প্রতিক্রিয়া উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ, হামাস যা চেয়েছে তা অবান্তর বলে দাবি করেছেন তিনি। বরং তিনি বলেছেন, গাজা স্ট্রিপে ইসরায়েলের সেনা যে অভিযান চালাচ্ছে, তা অনেকটাই এগিয়েছে। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ জয় নিশ্চিত।

উল্লেখয, এর আগে নেতানিয়াহু বলেছিলেন, গাজা থেকে হামাসকেসম্পূর্ণ উৎখাত করাই তার লক্ষ্য। হামাসের সমস্ত নেতাকে খতম করতেই অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনা। এদিন তার বক্তব্য সেদিকেই ইঙ্গিত করছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

নেতানিয়াহু হামাসের প্রতিক্রিয়া নাকচ করে দেওয়ার বেশ কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। বস্তুত, কাতার হয়ে তেল আভিভে ঢুকেছেন তিনি। এর আগে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, সংঘর্ষ-বিরতি নিয়ে আশাবাদী। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ইসরায়েল এদিন বিষয়টি নাকচ করে দিলেও আলোচনা চলবে। কোনো না কোনো পথ খুঁজে বার করা হবে। শুধু তা-ই নয়, গাজায় আরো বেশি সাহায্য পাঠানোর ব্যবস্থা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তার বক্তব্য, শুধু একটি পথে নয়, অন্য পথেও সাহায্য ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন কেবলমাত্র রাফা সীমান্ত দিয়েই গাজায় সাহায্য ঢুকছে। ব্লিংকেন এদিন আর কোন রাস্তার কথা বলেছেন, তা এখনো স্পষ্ট নয়।

ব্লিংকেন এদিন জানিয়েছেন, নেতানিয়াহুকে তিনি আবার জানিয়েছেন, গাজায় ইসরায়েলের অভিযানে খুব বেশি বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে। এই সংখ্যা কমানো অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি এ-ও বলেছেন যে, হামাস ইসরায়েলের উপর যে আক্রমণ চালিয়েছিল, তাতে ইসরায়েল হামাসকে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করেছে। অ্যামেরিকা তা সমর্থন করে।

নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গেও এদিন বৈঠক করেছেন ব্লিংকেন। সেখানেও তিনি বলেছেন, সংঘর্ষ-বিরতির খসড়া নিয়ে আরো অনেক কাজ করতে হবে। সবপক্ষকে একটি আপসের জায়গায় নিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত কোনোপক্ষই নিজেদের জায়গা থেকে সরতে রাজি হয়নি।

হামাসের সুড়ঙ্গে বন্দি

এদিকে ইসরায়েলের সেনা জানিয়েছে, হামাসের সুড়ঙ্গে ১২ জন পণবন্দিকে তারা দেখতে পেয়েছে। ইসরায়েলের সেনার বক্তব্য, দক্ষিণ গাজার ব্যস্ত শহর খান ইউনিসের ঠিক মাঝখানে ওই সুড়ঙ্গটি তৈরি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ ওই সুড়ঙ্গে অন্তত ১৬টি ঘর আছে। টয়লেট আছে, অফিস আছে এবং কয়েকটি লোহার দরজা লাগানো আছে। সম্প্রতি এক অভিযানে ওই সুড়ঙ্গটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে ঘরগুলি এখন ফাঁকা। ইসরায়েল ওই সুড়ঙ্গের একটি ভিডিও প্রকাশ করেছে। সেনার দাবি ১২ জন বন্দিকে ওই সুড়ঙ্গে রাখা হয়েছিল। এর মধ্যে দুইজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তারা ইসরায়েলে ফিরে গেছে। বাকি দশ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ