1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

হামাসের রকেট হামলা: জবাব দিতে প্রস্তুত ইসরায়েল

৭ অক্টোবর ২০২৩

গাজা উপত্যকা থেকে হামাস হাজার হাজার রকেট নিক্ষেপের পর ইসরায়েল ‘যুদ্ধের কবলে' পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহু৷

Israel | Durchbruch  militänter Palästinenser am Gaza-Streifen Grenzzaun
ইসরায়েলের একটি ট্যাংকে আগুন ধরিয়ে দেয় হামাসের সদস্যরাছবি: Mohammed Fayq Abu Mostafa/REUTERS

গাজা উপত্যকা থেকে শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়েছে৷ ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রকেট হামলায় অন্তত ৪০জন নিহত হয়েছেন৷ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী হামাসকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী৷ গাজা উপত্যকার আশেপাশের বাসিন্দাদের তাদের নিজ বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে৷

তেল আবিবের সামরিক সদর দপ্তর থেকে একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘‘আমরা যুদ্ধের কবলে পড়েছি৷’’

ইসরায়েলবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘এবং আমরা জিতবই৷’’

দেশটির সংবাদপত্র টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে প্রথম রকেট ছোড়ার প্রায় পাঁচ ঘণ্টা পর কথা বলেছেন প্রেসিডেন্ট নেতানিয়াহু৷ ভিডিও বার্তায় ইসরায়েলের প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই৷''

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে হামাস প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ‘অনুপ্রবেশ' করেছে৷

সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেন, ‘‘এটি একটি সম্মিলিত অভিযান ছিল৷ প্যারাগ্লাইডার, সমুদ্র এবং স্থলপথে এ আক্রমণ করা হয়েছে৷’’

তিনি আরো বলেন, ‘‘এই মুহূর্তে আমরা যুদ্ধ করছি৷ আমরা গাজা উপত্যকার আশেপাশের কিছু জায়গায় যুদ্ধ করছি৷ আমাদের সেনারা এখন ভূমিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন৷’’

এদিকে, হামলার জবাব দিতে হাজারো ইসরায়েলি সেনাকে প্রস্তুত করা হচ্ছে৷ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা ‘অপারেশন সোর্ডস অফ আয়রন' নামে ‘ইসরায়েলি নাগরিকদের রক্ষায় বড়সড় অভিযান' শুরু করেছে৷

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ‘‘ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে৷

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-প্ল্যাটফর্মে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘আইডিএফ সেনারা প্রতিটি স্থানে শত্রুর সঙ্গে যুদ্ধ করছে৷ আমি ইসরায়েলের সব নাগরিককে নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণের আহ্বান জানাচ্ছি৷''

ইসরায়েল এই যুদ্ধে জয়ী হবে বলেও আশাবাদী তিনি৷

অন্যদিকে, রকেট হামলার কথা স্বীকার করেছে হামাস৷ সংগঠনটির সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছেন, পাঁচ হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে৷

সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ডেইফকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়ে তাদের (ইসরায়েল) বলতে চাই, যথেষ্ট হয়েছে৷''

সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেটগুলো ছুড়েছে তারা৷

শনিবার ইসরায়েলি ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় দেশটির আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জার্মানি৷ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ফ্রান্স ও চেক প্রজাতন্ত্র৷

সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক লিখেছেন, ‘‘আমি ইসরায়েলের বিরুদ্ধে গাজা থেকে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই৷ নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা এবং রকেট এখনই বন্ধ করতে হবে৷ আমরা ইসরায়েলের সঙ্গে পূর্ণ সংহতি এবং আন্তর্জাতিক আইনের অধীনে সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারে দাঁড়িয়েছি৷’’

টিএম/আরআর (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ