1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামাস-ফাতাহ আলোচনায় অগ্রগতি

দেবারতি গুহ৮ ফেব্রুয়ারি ২০০৭

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার প্রতিপক্ষীয় হামাস নেতারা জাতীয় ঐক্য সরকার গঠনের আলাপ-আলোচনা আজও চালিয়ে যাচ্ছেন৷ জাতীয় ঐক্য সরকার গঠিত হলে, মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদগুলিতে নির্দলীয় প্রার্থীদের মনোনয়োনের সীদ্ধান্ত নিয়েছেন তারা৷ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আ

বাঁ দিক থেকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা খালেদ মাশাল
বাঁ দিক থেকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা খালেদ মাশালছবি: AP

ব্বাস এবং তার প্রতিপক্ষীয় হামাস নেতারা জাতীয় ঐক্য সরকার গঠনের আলাপ-আলোচনা আজও চালিয়ে যাচ্ছেন৷ জাতীয় ঐক্য সরকার গঠিত হলে, মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদগুলিতে নির্দলীয় প্রার্থীদের মনোনয়োনের সীদ্ধান্ত নিয়েছেন তারা৷

সৌদি আরবের মক্কাশরীফের এই শীর্ষ বৈঠকে ইতিমধ্যেই জাতীয় ঐক্য সরকার গঠনের উদ্দেশ্যে অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কারা হবেন -- তা নির্দিষ্ট করতে সক্ষম হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী, হামাস ও ফাতাহ৷

পররাষ্ট্রমন্ত্রীর পদের জন্য সাবেক সংস্কৃতিমন্ত্রী জ়িয়াদ আবু আমর-এর নাম স্থির করা হয়৷ সালেম ফাইয়াদ, যিনি আগে অর্থমন্ত্রী ছিলেন , তাঁকেই জাতীয় ঐক্য সরকারের অর্থমন্ত্রী হিসেবে রাখার কথা ভেবেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেতারা৷

স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও নির্দলীয় এক প্রার্থী মনোনয়োনের সীদ্ধান্ত নেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, নির্বাসিত হামাস নেতা খালেদ মাশাল এবং প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া৷ তবে প্রার্থীর নাম নিয়ে এখন-ও কোন ঐক্যমতে পৌঁছোতে পারেনি প্রতিদ্বন্দ্বী এই দুই গোষ্ঠী৷ সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্রদূত জামাল আল-শোবাকি জানান ফাতাহ গোষ্ঠী কট্টরপন্থী হামাস-কে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে প্রার্থী ঠিক করার আবেদন করেছে৷

গত বছর সংসদীয় নির্বাচনে উগ্রপন্থী হামাস দলের জয়ের পর অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী -- এই তিনটি পদই ছিল হামাস গোষ্ঠীর হাতে৷

হামাস নেতৃবৃন্দ জানিয়েছে যে জাতীয় ঐক্য সরকারের মন্ত্রীসভায় ফাতাহ গোষ্ঠী ৫-টি এবং হামাস গোষ্ঠী শ্রম ও আইন সহ মন্ত্রীসভার মোট ৮-টি দপ্তর অধিকার করবে৷

হামাস গোষ্ঠীর পলিটবুরোর সদস্য এবং নির্বাসিত হামাস নেতা খালেদ মাশালের সহকর্মী মোহাম্মদ নাসাল জানান,

দুটি গোষ্ঠীই একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে আগ্রহী৷ তার জন্যই আমরা পবিত্র মক্কা নগরীতে এই বৈঠকে মিলিত হয়েছি৷ আল্লা যদি চান, আলোচনার শেষে আমরা নিশ্চয় ঐক্যমতে পৌঁছোতে পারবো৷

শীর্ষ বৈঠকের আয়োজক সৌদি বাদশাহ আবদুল্লাহ গৃহযুদ্ধ এড়াতে হামাস ও ফাতাহ গোষ্ঠীকে যৌক্তিক সমাধান-সূত্র খুঁজে বার করার আহ্বান জানিয়েছিলেন৷ এই সমাধান-সূত্র লুকিয়ে আছে জাতীয় ঐক্য সরকার গঠনের এই প্রচেষ্টার মধ্যে৷

জাতীয় ঐক্য সরকার গঠিত হলে হামাসের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব কমবে এবং ফিলিস্তিনি এলাকার উপর থেকে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমা-বিশ্ব৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ