1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামাস ফিলিস্তিনি প্রশাসনে যোগ দিতে প্রস্তুত

আবদুস সাত্তার৬ এপ্রিল ২০০৪

হামাস ইসলামী গোষ্ঠী আরাফাতের ফিলিস্তিনী কর্তৃপক্ষে যোগ দিতে প্রস্তুত৷ তবে তার শর্তে৷

ছবি: AP


উগ্রপন্থী ইসলামী আন্দোলন হামাস ফিলিস্তিনী কর্তৃপক্ষে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনী নেতা ইয়াসের আরাফাত যে আহবান জানিয়েছেন তারা সাড়া দিতে প্রস্তুত৷ তবে এই শর্তে যে তারা তাতে শুধু প্রতিকী ভূমিকা পালন করবে না৷

ফিলিস্তিনী নেতা ইয়াসের আরাফাত -যাঁর ফাতা আন্দোলনের রয়েছে ফিলিস্তিনী কর্তৃপক্ষে বিশেষ প্রভাব , জার্মান ম্যাগাজিন ফোকুসে চলতি সপ্তাহে এক সাক্ষাত্কারে বলেন যে , তিনি সরকারী রাজনৈতিক কাঠামোয় হামাসকে যুক্ত করতে আগ্রহী৷

প্যালেস্টাইনী কর্তৃপক্ষ-পিএতে হামাসকে যুক্ত করতে তিনি আগ্রহী কিনা - এ মর্মে এক প্রশ্নের জবাবে আরাফাত বলেন , হ্যাঁ , তারা গোড়া থেকেই তাতে ছিল -যদিও পরে হামাস তা থেকে দূরে সরে যায়৷ তবে হামাস ও আরাফাত সমর্থকদের মধ্যে সম্পর্ক তেমন ভাল নয়৷

হামাস গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে ইসরাইল সম্প্রতি হত্যা করার পর হামাসের নতুন নেতা হয়েছেন আব্দুল আজিজ রান্টিসি৷ তাঁকে বেশ কয়েকবার ফিলিস্তিনী কর্তৃপক্ষ জেলে বন্দী করে রাখে৷

ফিলিস্তিনী মুক্তি সংস্থা -পিএলওতে যোগ দিতে হামাস অস্বীকার করে৷ পিএলওতেও রয়েছে ফাতার বিশেষ প্রভাব৷ তবে প্যালেস্টাইনী কর্তৃপক্ষে হামাস গোষ্ঠীর যোগ দেওয়ার ইচ্ছার ফলে গাজা এলাকায় ইসরাইলী সৈন্য প্রত্যাহারের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে৷

ফাতা এবং প্যালেস্টাইনী কর্তৃপক্ষ ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন প্যালেস্টাইনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগ্রহী৷ কিন্তু হামাস এখনও চায় ইহুদী রাষ্ট্রের বিলুপ্তি৷

হামাস এবং কিছু ক্ষুদ্র ইসলামী জেহাদ গোষ্ঠী গাজা ভূ-খন্ড থেকে ইসরাইলী সেনাবাহিনীর প্রত্যাহারের পর সেখানকার প্রশাসন কেমন হবে সে সম্পর্কিত এক আলাচনায় সম্প্রতি যোগ দেয়৷ উল্লেখ্য যে , গাজায় হামাস অত্যন্ত জনপ্রিয়৷


আরাফাতের উর্ধতন উপদেস্টা নাবিল আবু রুদেইনা গতকাল ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বলেন যে , আমরা সকল গোষ্টীর একটি একক কর্তৃপক্ষে অংশ গ্রহনের পক্ষে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ