1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

হামাস ব্রিগেড কম্য়ান্ডার নিহত, দাবি ইসরায়েলের

১৫ জুলাই ২০২৪

খান ইউনুসের ব্রিগেড কম্য়ান্ডার রাফা সালামা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। একই জায়গায় হামাসের সেনা-প্রধান ছিলেন বলে জানা গেছে।

গাজার ক্য়াম্পে ইসরায়েলের হামলা
ঘটনায় অন্তত ৭০ জনের মৃত্য়ু হয়েছেছবি: Gaza Health Ministry Abed Rahim Khatib/Anadolu/picture alliance

রোববার ইসরায়েলের সেনা দাবি করেছে, গাজায় একটি আক্রমণে হামাসের খান ইউনুসের ব্রিগেড কম্য়ান্ডার রাফা সালামা নিহত হয়েছেন। গাজার আল মাওয়াসি ক্য়াম্পে বিমান আক্রমণ চালিয়েছিল ইসরায়েলের সেনা। তাতেই ওই ব্য়ক্তির মৃত্য়ু হয়েছে। ঘটনায় আরো বহু ফিলিস্তিনির মৃত্য়ু হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলের দাবি, ওই ক্য়াম্পে সেফ হাউসে ছিলেন হামাসের সেনা-প্রধান। তবে তিনিও নিহত হয়েছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের দাবি, রাফার মৃত্য়ুতে অনেকটাই দুর্বল হয়ে পড়লো হামাসের যোদ্ধারা।

রাফা হামাস সেনাপ্রধানের অন্য়তম বিশ্বাসযোগ্য নেতা ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে যে অভিযান চালিয়েছিল, যাতে অন্তত ১২০০ মানুষের মৃত্য়ু হয়েছিল, তার অন্যতম পরিকল্পনা ছিল রাফার, দাবি ইসরায়েলের সেনার।

হামাস এখনো পর্যন্ত রাফার মৃত্য়ুর খবর স্বীকার করেনি। হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, সেনা-প্রধান সে সময় ওই জায়গায় ছিলেন না। তবে রাফার বিষয়ে কোনো মন্তব্য় করেননি তিনি। হামাসের পাল্টা অভিযোগ, ওই ক্য়াম্পে বোমাবর্ষণ করার ফলে অসংখ্য সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে। ওই ঘটনা ধামাচাপা দিতেই কম্যান্ডারের মৃত্যুর খবর ছড়ানোর চেষ্টা করছে ইসরায়েল। তবে ইসরায়েল খুব স্পষ্টভাবেই জানিয়েছে, আক্রমণে রাফার মৃত্য়ু হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ