1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাম্মামের বহিষ্কার এশিয়ার ফুটবলের জন্য লজ্জা

২৪ জুলাই ২০১১

ফিফা থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার পর সব ধরণের ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে মোহাম্মদ বিন হাম্মামকে৷ তাঁর এই বহিষ্কার কেবল কাতার নয়, গোটা এশিয়ার ফুটবল সমর্থকদেরও লজ্জার মুখে ফেলেছে৷

সাংবাদিকদের সামনে হাম্মাম (ফাইল ছবি)ছবি: AP

অবশ্য এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি মুখে সেই লজ্জার কথা স্বীকার করছে না৷ বরং তারা এএফসির বর্তমান প্রেসিডেন্টের এই অবস্থায় গভীর দুঃখই প্রকাশ করেছে৷ এএফসি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঝাং জিলং এক বার্তায় সহানুভূতি জানিয়েছেন হাম্মামের প্রতি৷ তিনি বলেন, এই বিষয়ে এএফসির বলার কিছু নেই৷ এটা এশিয়ার ফুটবলের জন্য একটি কঠিন সময় কারণ এই মুহূর্তে আমরা অনেক সমস্যার মুখোমুখি, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পাতানো ম্যাচ৷ ঝাং জিলং জানিয়েছেন, তারা ফিফার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন৷ তবে হাম্মাম এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন সেটিও তারা মনে করিয়ে দিয়েছেন৷

ব্লাটার ও হাম্মাম একসঙ্গেছবি: picture alliance / dpa

উল্লেখ্য, শনিবার ফিফা তদন্ত শেষে মোহাম্মদ বিন হাম্মামকে আজীবনের জন্য বহিষ্কার করে৷ অভিযোগ প্রেসিডেন্ট নির্বাচনের আগে হাম্মাম ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করেছিলেন৷ হাম্মাম ছাড়াও ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের দুই কর্মকর্তা ডেবি মিঙ্গুয়েল এবং জ্যাসন সিলভেস্টারকে এক বছরের জন্য বহিষ্কার করেছে ফিফা৷ হাম্মামের সঙ্গে আরও একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল৷ তিনি হলেন ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার৷ কিন্তু অভিযোগের কয়েকদিন পর তিনি পদত্যাগ করায় এই যাত্রায় রক্ষা পেয়ে গেছেন৷

হাম্মামের বহিষ্কারের পর অবশ্য এখন কাতারে বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে৷ আগামী ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জন্য স্বাগতিক দেশ কাতার৷ কিন্তু এমন কথাও শোনা যাচ্ছে, এই জন্যও নাকি হাম্মাম ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন৷ ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ঘুষের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এখন সেই গুজব আরও জোরালো হচ্ছে৷ ফলে আবারও এশিয়াতে ফুটবল বিশ্বকাপ আয়োজনের আশা দূরাশা হওয়ার সম্ভাবনায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ