হারলেন আর্মস্ট্রং, কিন্তু জিতলেন ওপ্রা?
১৯ জানুয়ারি ২০১৩প্রখ্যাত মার্কিন গায়িকা হুইটনি হিউস্টনের অকালমৃত্যুর পর ওপ্রা হুইটনির টিনেজ কন্যার সঙ্গে যে সাক্ষাৎকারটি করেন, তা দেখেছিলেন ৩৫ লাখ মার্কিন দর্শক৷ ওদিকে ওপ্রা'র নিজস্ব চ্যানেল ওউন বা ওপ্রা উইনফ্রে নেটওয়ার্ক মূলত মহিলাদের জন্য একটি লাইফস্টাইল চ্যানেল বলা চলতে পারে৷ আর্মস্ট্রং'এর সাক্ষাৎকার দর্শকসংখ্যার বিচারে ওডাবলিউএন'এর সব আগের রেকর্ড ভঙ্গ করেছে৷ তার ওপরে আবার ওপ্রার চ্যানেলে এতো বেশি পুরুষ দর্শক আগে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি৷ সব মিলিয়ে আর্মস্ট্রং'এর কল্যাণে ওপ্রার চ্যানেলে দর্শকদের সংখ্যা সাধারণভাবে বাড়বে, বলে আশা করা হচ্ছে৷ সাক্ষাৎকারটি থেকে প্রচার ও বিজ্ঞাপন যা পাবার কথা ছিল, তা পাওয়া হয়ে গিয়েছে৷
আর্মস্ট্রং'এর সঙ্গে ওপ্রার সাক্ষাৎকারের একটি নতুনত্ব ছিল, ওপ্রা'কে এতোটা কঠিন ও অনমনীয় হতে এর আগে কখনো দেখা যায়নি, বলছেন বিশ্লেষকরা৷ ওপ্রা তাঁর হোমওয়ার্ক বিশেষ মনোযোগ সহকারে করেছিলেন এবং আর্মস্ট্রং'কে কোনো ভাসা-ভাসা উত্তর দিয়ে পার পেতে দেননি - যা কিনা বিশেষ প্রশংসা পেয়েছে৷ সব মিলিয়ে ভাষ্যকাররা একমত যে, ওপ্রা তাঁর টিভি টক শো ছাড়ার পর আবার যেন তাঁর স্টারডম কিছুটা ফিরে পেয়েছেন৷
আর্মস্ট্রং'এর স্টারডম?
ওদিকে প্যারামাউন্ট পিকচার্স এবং জে জে অ্যাব্রামস'এর ব্যাড রোবোট ফিল্ম প্রযোজনা কোম্পানি নাকি আর্মস্ট্রং'এর কাহিনি নিয়ে একটি ছবি তৈরী করতে চলেছে৷ ছবিটির ভিত্তি হবে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার রিপোর্টার জুলিয়েট মাসুর'এর ‘‘সাইকেল অফ লাইজ: দ্য ফল অফ ল্যান্স আর্মস্ট্রং'' বইটি, যা শীঘ্রই প্রকাশিত হচ্ছে৷ তবে ছবির অভিনেতা, পরিচালক ইত্যাদি এখনও কিছুই ঠিক করা হয়নি৷
তবে বই কিংবা ছবি, ল্যান্স আর্মস্ট্রং'এর কাহিনি এখন সবে শুরু হয়েছে, সেটা সকলেরই মনে রাখা দরকার৷ শপথ নিয়ে তাঁর পূর্ণ স্বীকারোক্তির প্রত্যাশায় রয়েছে বিভিন্ন ডোপিং বিরোধী প্রতিষ্ঠান ও সংগঠন৷ এছাড়া আর্মস্ট্রং স্বয়ং কামব্যাক কিডের মতো কখন, কিভাবে আবার পাদপ্রদীপের আলোকে কিংবা খোদ মল্লক্ষেত্রে প্রত্যাবর্তন করেন, তা'ই বা কে জানে?
এসি / এআই (রয়টার্স, এপি)