1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারলেন আর্মস্ট্রং, কিন্তু জিতলেন ওপ্রা?

১৯ জানুয়ারি ২০১৩

আজকের দুনিয়ায় সবই এন্টারটেইনমেন্ট৷ ওপ্রা উইনফ্রে’র সঙ্গে আর্মস্ট্রং’এর অনুষ্ঠানটি দেখেছেন ৩২ লাখ মার্কিনি দর্শক৷ বহির্বিশ্বের দর্শক, পুনঃপ্রচার ইত্যাদি ধরলে আরো বেশি৷

Oprah Winfrey acknowledges the audience after she came to the stage for an interview with Ball State University alumnus David Letterman, host of CBS's "Late Show," at Ball State University in Muncie, Ind., Monday, Nov. 26, 2012. The conversation is part of the David Letterman Distinguished Professional Lecture and Workshop Series. (Foto:Michael Conroy/AP/dapd)
ছবি: AP

প্রখ্যাত মার্কিন গায়িকা হুইটনি হিউস্টনের অকালমৃত্যুর পর ওপ্রা হুইটনির টিনেজ কন্যার সঙ্গে যে সাক্ষাৎকারটি করেন, তা দেখেছিলেন ৩৫ লাখ মার্কিন দর্শক৷ ওদিকে ওপ্রা'র নিজস্ব চ্যানেল ওউন বা ওপ্রা উইনফ্রে নেটওয়ার্ক মূলত মহিলাদের জন্য একটি লাইফস্টাইল চ্যানেল বলা চলতে পারে৷ আর্মস্ট্রং'এর সাক্ষাৎকার দর্শকসংখ্যার বিচারে ওডাবলিউএন'এর সব আগের রেকর্ড ভঙ্গ করেছে৷ তার ওপরে আবার ওপ্রার চ্যানেলে এতো বেশি পুরুষ দর্শক আগে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি৷ সব মিলিয়ে আর্মস্ট্রং'এর কল্যাণে ওপ্রার চ্যানেলে দর্শকদের সংখ্যা সাধারণভাবে বাড়বে, বলে আশা করা হচ্ছে৷ সাক্ষাৎকারটি থেকে প্রচার ও বিজ্ঞাপন যা পাবার কথা ছিল, তা পাওয়া হয়ে গিয়েছে৷

ওপ্রা উইনফ্রে’র সঙ্গে ল্যান্স আর্মস্ট্রং’এর স্বীকারোক্তির অনুষ্ঠানটি দেখেছেন ৩২ লাখ মার্কিনি দর্শকছবি: dapd

আর্মস্ট্রং'এর সঙ্গে ওপ্রার সাক্ষাৎকারের একটি নতুনত্ব ছিল, ওপ্রা'কে এতোটা কঠিন ও অনমনীয় হতে এর আগে কখনো দেখা যায়নি, বলছেন বিশ্লেষকরা৷ ওপ্রা তাঁর হোমওয়ার্ক বিশেষ মনোযোগ সহকারে করেছিলেন এবং আর্মস্ট্রং'কে কোনো ভাসা-ভাসা উত্তর দিয়ে পার পেতে দেননি - যা কিনা বিশেষ প্রশংসা পেয়েছে৷ সব মিলিয়ে ভাষ্যকাররা একমত যে, ওপ্রা তাঁর টিভি টক শো ছাড়ার পর আবার যেন তাঁর স্টারডম কিছুটা ফিরে পেয়েছেন৷

আর্মস্ট্রং'এর স্টারডম?

ওদিকে প্যারামাউন্ট পিকচার্স এবং জে জে অ্যাব্রামস'এর ব্যাড রোবোট ফিল্ম প্রযোজনা কোম্পানি নাকি আর্মস্ট্রং'এর কাহিনি নিয়ে একটি ছবি তৈরী করতে চলেছে৷ ছবিটির ভিত্তি হবে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার রিপোর্টার জুলিয়েট মাসুর'এর ‘‘সাইকেল অফ লাইজ: দ্য ফল অফ ল্যান্স আর্মস্ট্রং'' বইটি, যা শীঘ্রই প্রকাশিত হচ্ছে৷ তবে ছবির অভিনেতা, পরিচালক ইত্যাদি এখনও কিছুই ঠিক করা হয়নি৷

তবে বই কিংবা ছবি, ল্যান্স আর্মস্ট্রং'এর কাহিনি এখন সবে শুরু হয়েছে, সেটা সকলেরই মনে রাখা দরকার৷ শপথ নিয়ে তাঁর পূর্ণ স্বীকারোক্তির প্রত্যাশায় রয়েছে বিভিন্ন ডোপিং বিরোধী প্রতিষ্ঠান ও সংগঠন৷ এছাড়া আর্মস্ট্রং স্বয়ং কামব্যাক কিডের মতো কখন, কিভাবে আবার পাদপ্রদীপের আলোকে কিংবা খোদ মল্লক্ষেত্রে প্রত্যাবর্তন করেন, তা'ই বা কে জানে?

এসি / এআই (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ