1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

হারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডা

৩০ সেপ্টেম্বর ২০২২

বহু মানুষ এখনো নিখোঁজ। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ার আশঙ্কা। বিশেষ বৈঠকে জো বাইডেন।

ফ্লোরিডা
ছবি: Wilfredo Lee/AP Photo/picture alliance

হারিকেনের তাণ্ডবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্লোরিডা। বহু জায়গায় এখনো জল। আক্রান্ত মানুষের কাছে পৌঁছানোই সম্ভব হয়নি এখনো। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ফ্লোরিডার বিধ্বস্ত এলাকায় যেতে পারেন তিনি।

হারিকেনের ‘চোখ’-এর মধ্য দিয়ে যাওয়া বিমানের দৃশ্য

01:01

This browser does not support the video element.

আবহাওয়া দপ্তরজানিয়েছে, হারিকেন আরো উত্তর দিকে সরে গেছে। ফলে ওই অঞ্চলেও বিপর্যয় হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সামলানোর জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে বসেছিলেন বাইডেন। গোটা পরিস্থিতির খবরাখবর নিয়েছেন তিনি। তারপরেই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। তবে কবে যাবেন, তা বলেননি বাইডেন। পুয়ের্টো রিকোতেও যাওয়ার কথা বলেছেন তিনি। সেখানেও গত সপ্তাহে ভয়াবহ হারিকেন হয়েছে।

ফ্লোরিডার বিষয়ে বাইডেন বলেছেন, এমন ভয়াবহ ঝড় ফ্লোরিডার ইতিহাসে এই প্রথম। মৃতের সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৭০ কিলোমিটার বেগে হারিকেন ইয়ান এবার নর্থ ক্যারোলিনার দিকে এগোচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ