হারিকেন ওটিসের আঘাতে মেক্সিকোর উপকূলীয় শহর আকাপুলকো লণ্ডভণ্ড হয়ে গেছে৷ নির্বাচনের আগে বিরোধীরা এই পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে বলে সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ওবরাডোর৷
বিজ্ঞাপন
মেক্সিকো সরকার শনিবার জানিয়েছে যে, ওটিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ এ পৌঁছেছে৷ নিহতদের মধ্যে ২৯ জন পুরুষ এবং বাকিরা নারী৷ ক্ষতিগ্রস্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর আট হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে৷
ক্যাটাগরি পাঁচ মাত্রার সামুদ্রিক ঝড়টি গত বুধবার ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আকাপুলকোতে আঘাত হানে৷ সেসময় বন্যার পাশাপাশি অনেক বাড়ির ছাদ উড়ে যায় এবং যানবাহন পানিতে ডুবে যায়৷ স্থানীয়রা তাদের প্রিয়জনদের খোঁজ নিতে পারছেন না যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায়৷
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় শহরটির দুই লাখ ২০ হাজারের বেশি ঘরবাড়ি এবং ৮০ শতাংশ হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিদ্যুৎবিচ্ছিন্ন আছেন পাঁচ লাখ ১৩ হাজারের বেশি মানুষ৷
ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরি থেকে সুপারমুন: কিছু বাছাই ছবি
বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে সাউথ আফ্রিকা, বিশ্বের বিভিন্ন কোণের কিছু চমৎকার ছবি রইলো এই ছবিঘরে৷
ছবি: Josh Edelson/AFP
যেন কাদায় ছবি আঁকা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় হিলারি৷ আকাশ থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড পামস অঞ্চলের দৃশ্য৷ রাস্তায় জমা ঘোলাটে পানির পাশে কমলা রঙের ফুটপাথ৷ একেবারে যেন তুলির টানের মতো!
ছবি: Josh Edelson/AFP
সাবধান!
ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় পানজাত পিনাং পালন করা হয়৷ এই খেলাতে একটি উঁচু পোস্টের গায়ে তেল মাখানো হয়৷ পোস্টের চূড়ায় থাকে বিভিন্ন ধরনের পুরস্কারের ছবি, যা হাতে পাওয়াই এই খেলার মূল৷ পিছলে গিয়েও ওপরে উঠতে চাওয়ার এই খেলা চলে আসছে ১৭০০ সাল থেকে৷
ছবি: Chaideer Mahyuddin/AFP
‘আমি কিছু দেখিনি’
মার্কিন স্ট্রিট আর্টিস্ট কেএডাব্লিউএস বা ব্রায়ান কনেলি তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন ‘একমপ্লিস’, অর্থাৎ শাগরেদ৷ ইন্দোনেশিয়ার প্রামবানান মন্দিরের সামনে রাখা আছে এই শিল্পকর্মটি৷ বিশাল গোলাপি এই শিল্পকর্ম দেখলে মনে হবে কেউ চোখ বন্ধ করে শুয়ে আছে, চাইলেও নিজের চারপাশ দেখতে চাইছে না৷ এই শিল্পকর্ম কি আপনাদের কিছু মনে করাচ্ছে?
ছবি: Devi Rahman/AFP
ফ্রাংকফুর্টে বাঘ এলো
সুমাত্রান বাঘ বর্তমানে দুর্লভ একটি প্রজাতি৷ বিশেষজ্ঞদের মতে, এখন এই প্রজাতির মাত্র ৪০০টি বাঘ রয়েছে৷ জার্মানির ফ্রাংফুর্ট চিড়িয়াখানায় আনা হয়েছে এই প্রজাতির বেশ কয়েকটি বাঘ৷ এমনই দুই প্রাপ্তবয়স্ক সুমাত্রান বাঘ রাজা ও রিম্বার কোলে এসেছে ছোট সিন্তা৷ এভাবেই হয়তো বাঁচানো যাবে এই প্রজাতিকে, আশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷
ছবি: Boris Roessler/dpa/picture alliance
এটনার অগ্ন্যুৎপাত
ইটালিতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের পর এখন আগ্নেয়গিরি বিস্ফোরণ৷ সিসিলির কাটানিয়া বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয় যখন নিকটবর্তী আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকে ছাই বেরোতে দেখা যায়৷ এই আগ্নেয়গিরি ইউরোপের সবচেয়ে বড় ও সচল আগ্নেয়গিরি গুলির একটি৷
ছবি: Salvatore Allegra/AP/dpa/picture alliance
ঢেউয়ে আটক
সাউথ আফ্রিকায় সার্ফিং করতে যান অনেকেই, কিন্তু সেখানে সার্ফিং করা রোমাঞ্চকর হলেও ঝুঁকিপূর্ণ৷ একদিকে বরফশীতল পানি, বিশালাকারের ঢেউ, প্রচুর আগাছা৷ অন্যদিকে ক্ষুধার্ত হাঙর! এর মাঝেই চলতে থাকে সার্ফিং, যা করতে গিয়ে প্রায়ই পানিতে পড়ে আটকে যান সার্ফাররা৷ কেপ টাউনের এই হাউট বে অঞ্চলকে তাই সার্ফাররা নাম দিয়েছেন ‘ডাঞ্জান’ বা অন্ধকূপ৷
ছবি: Nic Bothma/REUTERS
চটের বাজারে
ভারতের পর বিশ্বে সবচেয়ে বেশি চট প্রস্তুতকারী দেশ, বাংলাদেশ৷ সেখানে সবচেয়ে বড় চটের বাজার বসে মানিকগঞ্জে৷ সেই বাজারে ৫০ কিলোর এক একটি বান্ডিল নিয়ে যাচ্ছেন এই চটকর্মীরা৷ ৩০ ডিগ্রির বেশি গরমেও মাথায় ও কাঁধে বড় বড় চটের বান্ডিল নিয়ে যাচ্ছেন তারা৷
ছবি: Mustasinur Rahman Alvi/IMAGO
যৌন হয়রানির প্রতিবাদে পুতুল
জার্মানির কোলন ক্যাথিড্রালের সামনে প্রতিবাদ৷ সাদা-বেগুনি ফিতেয় মোড়া পুতুল, আঙুল উঁচিয়ে প্রশ্ন করছে কোলন ক্যাথিড্রালকে৷ বর্তমানে, এই গির্জা সমালোচিত হচ্ছে তার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের কারণে৷ তাই এই প্রতিবাদ গির্জার অব্যবস্থাপনার বিরুদ্ধে৷
ছবি: Oliver Berg/dpa/picture alliance
আকাশে যখন ‘সুপারমুন’
চাঁদ সর্বক্ষণই পৃথিবীকে প্রদক্ষিণ করে কখনো কাছে আসে, আবার দূরে চলে যায়৷ যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখনই আমরা দেখতে পাই এমন ‘সুপার মুন’ বা বিশাল চাঁদ৷ আগস্ট মাসের ১ তারিখেই এই দৃশ্য দেখা গেছে৷ মাত্র সাড়ে তিন লাখ কিলোমিটার দূরে ছিল চাঁদ সেদিন৷ আবার এমন দৃশ্য দেখা যাবে ৩১ আগস্ট৷
ছবি: BORJA SUAREZ/REUTERS
9 ছবি1 | 9
হারিকেন ওটিসে ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৫০০ কোটি মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে৷ ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানো শুরু হয়েছে৷
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা ২৪ মিনিটের এক ভিডিওতে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন৷ তিনি সেখানে তার বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, হারিকেনের কারণে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে তারা৷ দেশটিতে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷
‘‘তারা শকুনের মতো ঘুরছে, মানুষের যন্ত্রণা নিয়ে তারা ভাবছে না, তারা আমাদের আঘাত করতে চায় কারণ সেখানে অনেক প্রাণহানি হয়েছে,'' বলেন তিনি৷ হারিকেন পরিস্থিতি মোকাবিলায় অতীতের অন্য যেকোনো সরকারের চেয়ে তার সরকার বেশি কাজ করছে, এমন দাবি করেন তিনি৷
গণমাধ্যম মৃতের সংখ্যা বাড়িয়ে বলছে বলেও দাবি করেন তিনি৷ নিরাপত্তামন্ত্রী রোজা আইসলা রদ্রিগেজ জানিয়েছেন, ঝড়ের পর থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন৷
কেউ কেউ অবশ্য বলছেন যে ঝড়ে ক্ষতিগ্রস্ত আকাপুলকোর মানুষের সহায়তায় পর্যাপ্ত উদ্যোগ নেয়নি সরকার৷ কারণ সেখানকার মানুষকে এখনো খাদ্য ও পানীয় জল পেতে সংগ্রাম করতে হচ্ছে৷
৩১ বছর বয়সি শিক্ষক কার্লোস দিয়াস বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘কোনো সহায়তা আসেনি৷ আমরা একা পড়ে আছি, সরকারের কোনো চিহ্ন কোথাও নেই৷''
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এখন অবধি আঘাত হানা ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল হারিকেন ওটিস৷ এটি ধারনার চেয়েও বেশি গতিতে আঘাত হানে৷