এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হারিকেন ফ্লোরেন্সের খবর প্রচারের সময় টিভিতে এক আবহাওয়াবিদ নাটকীয়ভাবে দুলছেন৷ অথচ পেছনে স্বাভাবিকভাবেই হেটে যাচ্ছেন সাধারণ মানুষ৷
বিজ্ঞাপন
ভিডিওটি এতটাই হাসির খোরাক হয়েছে যে, এ নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা৷ আবহাওয়া বিষয়ক দ্য ওয়েদার চ্যানেলের হয়ে হারিকেন ফ্লোরেন্সের খবর দিচ্ছিলেন মাইক সাইডেল নামের ঐ সাংবাদিক ও আবহাওয়াবিদ৷ নর্থ ক্যারোলাইনার উইলমিংটন থেকে টিভিতে লাইভ দিচ্ছিলেন তিনি৷
ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি বাতাসের তোড়ে দাঁড়াতেই পারছেন না৷ খুব কষ্ট করে দুলতে দুলতে খবর দিচ্ছেন৷ এ পর্যন্ত ঠিকই ছিল৷ হঠাৎ দেখা গেল, তাঁর পেছনে দু'জন লোক খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন৷ বিষয়টি যেমন ব্যাপক হাসির খোরাকের জন্ম দিয়েছে, তেমনি সমালোচনাও করেছেন অনেকে৷ নিন্দুকেরা বলছেন, যতটা ভয়াবহ এই ঘূর্ণিঝড়, মাইক তার চেয়ে বেশি দেখাতে চাইছেন৷
ভিডিওটি শুক্রবার একজন টুইটারে পোস্ট দিলে, তা একদিনেই ১ কোটি ৪০ লাখ বার দেখা হয়ে যায়৷ অনেকে টুইটারে এমন আরো মজার মজার ভিডিও পোস্ট করতে থাকেন৷
জেনিফার নামের এক টুইটার ব্যবহারকারী ওপরের ভিডিওটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘সাংবাদিকদের নাটক করার দরকার নেই৷ সত্য খবরটি দিলেই তো হয়৷''
জেডএ/এসিবি
হারিকেন হার্ভে: সহায়তায় যোগ দিচ্ছেন সেলিব্রিটিরাও
অভিনেতা, সংগীতশিল্পী, অ্যাথলিট, এমনকি মার্কিন প্রেসিডেন্টও হার্ভেতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মিলিয়ন মিলিয়ন ডলার দান করেছেন৷ ওয়াশিংটনের সাথে বিরোধ সত্ত্বেও বিভিন্ন দেশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/E. Gay
ফুটবল তারকা জে জে ওয়াট
হিউস্টন টেক্সানস ফুটবল দলের তারকা খেলোয়াড় ওয়াট ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনলাইনে কার্যক্রম চালান৷ কয়েকদিনের মধ্যে অন্য তারকা এবং ভক্তদের মাধ্যমে উঠে এসেছে ১২ মিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ১০৮ কোটি টাকা)৷ এই অর্থের পুরোটাই সরাসরি হিউস্টনের জনগণের কাছে যাবে৷ সহায়তার টাকায় এরই মধ্যে কয়েকটি ট্রাক ভর্তি পানি ও খাবার পৌঁছে গেছে দুর্গত এলাকায়৷
ছবি: picture-alliance/Zumapress
সুপারস্টার বিয়ন্সে
হিউস্টনের জন্ম ও বেড়ে ওঠা বিয়ন্সের৷ ফলে অন্যদের চেয়ে একটু বেশি টান থাকাটাই স্বাভাবিক৷ হিউস্টনে কাজ করা দুই দাতব্য প্রতিষ্ঠানে সহায়তায় নিজের অফিশিয়াল ওয়েবসাইটে ভক্তদের অনুরোধ জানিয়েছেন তিনি৷ এছাড়া নিজের প্রতিষ্ঠা করা মানবসেবা প্রতিষ্ঠান বিগুড থেকে ঘটনাস্থলে সহায়তার জন্য একটি দলও পাঠানো হয়েছে৷ নিজে অর্থ সহায়তা করলেও তার পরিমাণ আপাতত গোপনই রাখতে চাচ্ছেন বিয়ন্সে৷
ছবি: picture-alliance/AP Photo/E. Gay
ডোনাল্ড ট্রাম্প
টেক্সাস এবং লুইসিয়ানায় দুর্গত এলাকায় সহায়তা হিসেবে এক মিলিয়ন ডলার (প্রায় ৯ কোটি টাকা) দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ অবশ্য এ অর্থ ট্রাম্পের নিজের পকেট থেকে আসবে নাকি তাঁর ফাউন্ডেশন থেকে, সে বিষয়ে কিছু জানানো হয়নি হোয়াইট হাউজের পক্ষ থেকে৷
ছবি: Reuters/C. Barria
সান্দা বুলক
অস্কারজয়ী এই অভিনেত্রী অ্যামেরিকান রেড ক্রসকে এক মিলিয়ন ডলার দান করার ঘোষণা দিয়েছেন৷ পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, ‘‘আট ফুট পানির নীচে কোনো রাজনীতি নেই৷ এখন আট ফুট পানির নীচে মানুষ৷’’
দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশনও ঘোষণা দিয়েছে এক মিলিয়ন ডলার দেয়ার৷ এই অর্থ দেয়া হবে ইউনাইটেড ওয়ে হার্ভে রিকোভারি ফান্ডে৷ নব্যপ্রতিষ্ঠিত এই সংগঠন বলছে, অনুদানের শতভাগই দেয়া হবে ত্রাণ ও পুনর্গঠনে৷ হার্ভের আঘাত সামলে উঠতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে৷
ছবি: Getty Images/J. Philips
অ্যালেন ডিজেনেরাস
এই কমেডিয়ান ও টিভি ব্যক্তিত্ব ২৫ হাজার ডলার (প্রায় সাড়ে ২২ লাখ টাকা) অ্যামেরিকান রেড ক্রস ও এসপিসিএ টেক্সাসকে দেয়ার ঘোষণা দিয়েছেন৷ এসপিসিএ টেক্সাস গৃহপালিত পশুপাখির জন্য ত্রাণ সরবরাহ করছে৷ পাশাপাশি চেইনশপ ওয়াল মার্টের সঙ্গে যুক্ত হয়ে জে জে ওয়াটের ফান্ডে এক মিলিয়ন ডলার সংগ্রহও করে দিয়েছেন অ্যালেন৷
ছবি: Getty Images/K. Winter
মাইলি সাইরাস
অ্যালেন ডিজেনেরাসের টিভি শোতে গিয়ে সাইরাস ঘোষণা দিয়েছেন যে তিনি সহায়তা তহবিলে ৫ লাখ ডলার (প্রায় সাড়ে চার কোটি টাকা) দান করবেন৷ চোখে জল ধরে রেখে তিনি দর্শকদের বলেন, ‘‘যতটুকু পারি সাহায্য করতে পেরে আমার খুশি লাগছে৷ আমি আশা করি সবাই এটা বুঝতে পারবে৷’’
ছবি: Getty Images/K. Winter
কারদাশিয়ান পরিবার
কিম কারদাশিয়ান ওয়েস্ট এবং তাঁর দুই বোন ক্লোয়ি ও কোর্টনি অ্যামেরিকান রেড ক্রস এবং সেলভেশন আর্মিকে ৫ লাখ ডলার (সাড়ে চার কোটি টাকা) দান করার ঘোষণা দিয়েছেন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অসংখ্য ভক্তদেরও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/Invision/O. Vega
ডোয়েইন জনসন
মার্কিন কমেডিয়ান কেভিন হার্ট বন্ধু তারকাদের এগিয়ে আসার আহ্বান জানানোর পর ‘দ্য রক’ খ্যাত জনসন ২৫ হাজার ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ভক্তদেরও দ্রুত এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি৷
ছবি: imago/UPI Photo
মেক্সিকো ও ক্যানাডা
শুধু যে তারকারাই এগিয়ে আসছেন, তা নয়৷ সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী ক্যানাডা ও মেক্সিকোও৷ নাফটা চুক্তি নিয়ে বিরোধের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো এবং ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ ‘‘আমরা প্রতিবেশী, আমরা বন্ধু৷ এবং বন্ধুরা সবসময় সাহায্য করে’’, বলেন মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী৷
ছবি: picture alliance/AP Photo/J. Bottoni
ভেনেজুয়েলা
ভেনেজুয়েলাতে অবরোধ আরোপ এবং সেনা অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু তারপরও পাঁচ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি৷ ‘‘আমরা সবসময় মার্কিন জনগণের পাশেই থাকবো’’, বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী৷