1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাবি খুঁজে দেবে স্মার্টফোন

৪ আগস্ট ২০১৪

চাবি কোথায় রেখেছেন মনে নেই? ওয়ালেট বা পার্স খুঁজে পাচ্ছেন না? এমন সমস্যায় কিন্তু আমাদের সবাইকেই কম বেশি পড়তে হয়৷ এবার অবশ্য আপনার এসব সমস্যার সহজ সমাধান দেবে আপনারই মোবাইল৷

Hand greift nach Schlüssel
ছবি: Fotolia/Stocksnapper

তবে এজন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাকে৷ এই অ্যাপটির নাম ‘টাইল'৷ এর সাহায্যে ওয়ালেট, গাড়ি, এমনকি পোষা কুকুর বা বিড়ালটিকেও আপনি খুঁজে পাবেন৷ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন জিনিসগুলোতে একটি ছোট্ট ব্যাটারি সম্বলিত প্লাস্টিক ট্যাগ লাগাতে হবে৷ তাহলেই আপনার স্মার্টফোনটি ম্যাপের সাহায্যে আপনাকে জানিয়ে দেবে কোথায় আছে জিনিসটি৷ যতই জিনিসটির কাছে যাবেন আপনি, ঐ ট্যাগটি শব্দ করতে থাকবে৷

‘টাইল' এর প্রধান নির্বাহী নিক ইভানস বলেছেন, ‘‘হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এখনও কোনো প্রযুক্তি তৈরি হয়নি৷ তাই এটা নিয়ে আমরা এত উৎসাহী হয়েছিলাম৷ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে এই অ্যাপটি ৫০ থেকে ১০০ ফিট দূরত্বের মধ্যে হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে দেবে৷ এর বাইরে হলে রেঞ্জের মধ্যে সবশেষ সীমাটি দেখাবে৷

নেকলেস, ব্রেসলেট, চাবির চেন-এও এভাবে প্লাস্টিক ট্যাগ লাগিয়ে রাখতে পারবেন আপনি৷

জাপানের আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরনের একটি অ্যাপ ব্যবহার করা হয় যার নাম ‘চিপোলো'৷ ছোট শিশুরা নির্দিষ্ট সীমার বাইরে গেলে অ্যাপটি তা জানিয়ে দেয়৷ দুটি অ্যাপই বিনামূল্যে পাওয়া যাচ্ছে৷ তবে ওয়াটারপ্রুফ ট্যাগগুলো কিনতে হবে আপনাকে৷ প্রত্যেকটি টাইল ট্যাগের দাম পড়বে ১৯.৯৯ ডলার এবং চিপোলো ট্যাগের দাম ২৯.৯৯ ডলার৷

এপিবি/জেডএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ