1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাবি খুঁজে দেবে স্মার্টফোন

৪ আগস্ট ২০১৪

চাবি কোথায় রেখেছেন মনে নেই? ওয়ালেট বা পার্স খুঁজে পাচ্ছেন না? এমন সমস্যায় কিন্তু আমাদের সবাইকেই কম বেশি পড়তে হয়৷ এবার অবশ্য আপনার এসব সমস্যার সহজ সমাধান দেবে আপনারই মোবাইল৷

Hand greift nach Schlüssel
ছবি: Fotolia/Stocksnapper

তবে এজন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাকে৷ এই অ্যাপটির নাম ‘টাইল'৷ এর সাহায্যে ওয়ালেট, গাড়ি, এমনকি পোষা কুকুর বা বিড়ালটিকেও আপনি খুঁজে পাবেন৷ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন জিনিসগুলোতে একটি ছোট্ট ব্যাটারি সম্বলিত প্লাস্টিক ট্যাগ লাগাতে হবে৷ তাহলেই আপনার স্মার্টফোনটি ম্যাপের সাহায্যে আপনাকে জানিয়ে দেবে কোথায় আছে জিনিসটি৷ যতই জিনিসটির কাছে যাবেন আপনি, ঐ ট্যাগটি শব্দ করতে থাকবে৷

‘টাইল' এর প্রধান নির্বাহী নিক ইভানস বলেছেন, ‘‘হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এখনও কোনো প্রযুক্তি তৈরি হয়নি৷ তাই এটা নিয়ে আমরা এত উৎসাহী হয়েছিলাম৷ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে এই অ্যাপটি ৫০ থেকে ১০০ ফিট দূরত্বের মধ্যে হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে দেবে৷ এর বাইরে হলে রেঞ্জের মধ্যে সবশেষ সীমাটি দেখাবে৷

নেকলেস, ব্রেসলেট, চাবির চেন-এও এভাবে প্লাস্টিক ট্যাগ লাগিয়ে রাখতে পারবেন আপনি৷

জাপানের আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরনের একটি অ্যাপ ব্যবহার করা হয় যার নাম ‘চিপোলো'৷ ছোট শিশুরা নির্দিষ্ট সীমার বাইরে গেলে অ্যাপটি তা জানিয়ে দেয়৷ দুটি অ্যাপই বিনামূল্যে পাওয়া যাচ্ছে৷ তবে ওয়াটারপ্রুফ ট্যাগগুলো কিনতে হবে আপনাকে৷ প্রত্যেকটি টাইল ট্যাগের দাম পড়বে ১৯.৯৯ ডলার এবং চিপোলো ট্যাগের দাম ২৯.৯৯ ডলার৷

এপিবি/জেডএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ