1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারানো সন্তান খুঁজতে ওয়েবসাইট

২৫ মে ২০১৩

চীনের এক তরুণ লুয়ো গাঙ৷ ১৯৯০ সালে সেচুয়ান প্রদেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ফুজিয়ানে৷ তখন তার বয়স ছিল পাঁচ৷ ২৩ বছর পর গাঙ আবার ফিরে পেয়েছে তার পরিবারকে৷ এতে সহায়তা করেছে একটি ওয়েবসাইট৷

ছবি: Getty Images

চীনা ভাষার এই ওয়েবসাইটের নামের ইংরেজি করলে দাঁড়ায় ‘বেবি কাম হোম৷' ব্যাংকের সাবেক এক কেরানি ৫১ বছরের ঝাং বাওইয়ান এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা৷ সঙ্গে রয়েছে তার স্বামী, যিনি কম্পিউটার বিষয়ের একজন শিক্ষক৷

যেভাবে কাজ হয়

লুয়ো গাঙ ঐ ওয়েবসাইটে তাঁর ছোটবেলার কিছু স্মৃতি বর্ণনা করেছিল৷ এছাড়া নিজ এলাকা সম্পর্কে তার যতটুকু মনে ছিল সেটাও জানিয়েছিল৷ গাঙ এর দেয়া এসব তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটের স্বেচ্ছাসেবকরা পুরনো মানচিত্র ঘেঁটে, আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে গাঙ এর বাবা মা'কে খুঁজে বের করে৷

এভাবে হারিয়ে যাওয়া কেউ নিজেই নিজের ছবি দিয়ে বাবা'মাকে খুঁজে পেতে পারে৷ অথবা বাবা মা'ও তাদের হারিয়ে যাওয়া সন্তানের ছবি ওয়েবসাইটে আপলোড করতে পারে৷ সঙ্গে দিতে পারে বিভিন্ন তথ্য৷ এরপর এসব বাবা-মা'ই একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সন্তান খুঁজে পেতে পারে৷

এখন পর্যন্ত প্রায় ছয়শো পরিবার তাদের সন্তানে খুঁজে পেয়েছেছবি: AP

সফলতা

২০০৭ সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইট প্রায় ৬০০ পরিবারকে একত্র করতে সফল হয়েছে৷ পুরো চীনে এই ওয়েবসাইটের হয়ে কাজ করছে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক৷ প্রতিষ্ঠাতা ঝাং বাওইয়ান বলেন, ১৯৯৯২ সালে একবার তার সন্তান কয়েক ঘণ্টার জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল৷ সেই সময় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন সন্তান হারানোর যন্ত্রণা৷ ঐ ঘটনাটা তাঁকে এই ওয়েবসাইট চালু করতে উৎসাহিত করে বলে জানিয়েছেন তিনি৷ যদিও এই কাজের জন্য তাঁকে চাকরি ছাড়তে হয়েছে৷ তবুও অনেক বাবা-মা'র মুখে হাসি ফোটাতে পেরে গর্বিত তিনি৷ ইদানিং সরকারও তাঁর ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছে বলে জানান বাওইয়ান৷

প্রয়োজনীয়তা

এক সন্তান নীতির কারণে এবং বাবা'মার কাছে ছেলে সন্তান বেশি মূল্যবান হওয়ায় প্রতিবছর অনেক শিশু এক প্রদেশ থেকে আরেক প্রদেশে পাচার হয়ে যায়৷ এক হিসেবে সংখ্যাটা প্রতি বছর প্রায় ২০ হাজার বলে জানা গেছে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ