1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারের পরও ইতিবাচক দিক খুঁজে পেলেন পাক অধিনায়ক

২২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে পরপর দুইটি ম্যাচ হারলো পাকিস্তান। দ্বিতীয় হারের পর পাক অধিনায়ক কিছু ইতিবাচক দিকের কথা বললেন।

সালমান আঘা ব্যাট করছেন। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে।
পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন, তাদের খেলায় অনেক ইতিবাচক দিক ছিল। ছবি: Surjeet Yadav/ANI

প্রথম ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। রোববারও টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর শুভেচ্ছা বিনিময়ও হয়নি। তবে পাকিস্তানের অধিনায়ক সালমান  ম্যাচের পর কথা বলেছেন। 

তিনি বলেছেন, ''ফখর জামান, ফারহানরা ভালো ব্যাট করেছে. হ্যারিস যেভাবে বল করেছে, তাতে আমাদের যথেষ্ট ইতিবাচক দিক ছিল। আমাদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্য শহরে অন্য পরিবেশ ও পরিস্থিতিতে ম্যাচ হবে।'' 

সালমানের বক্তব্য, ''আমরা শুরুটা খুবই ভালো করেছিলাম। আমাদের আরো ১০-১৫ রান করা উচিত ছিল। কিন্তু পাওয়ার প্লেতে ওরা ম্যাচটা নিজেদের দিকে নিয়ে গেলো। তারপরেও ১৭০-১৮০ এই পিচে লড়াই করার মতো স্কোর। কিন্তু ওরা পাওয়ার প্লেতে ভালো ব্যাট করেছে।'' 

সূর্ষকুমারের বক্তব্য

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করে বলেন, ''ভারত-পাকিস্তান ম্যাচকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা এবার বন্ধ হোক।'' 

এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ''উপসাগরীয় দেশে খেলা ম্যাচ থেকে দুই দেশের মানের  ফারাক কি সামনে এনে দিচ্ছে? সূর্যকুমার হেসে বলেন, ''ভারত ও পাকিস্তানের ম্যাচকে প্রতিদ্বন্দত্বিতামূলক বলা এবার বন্ধ হোক। টি-টোয়েন্টিতে ১৫টা ম্যাচের মধ্যে ভারত ১২টাতে জিতেছে।'' 

ওই সাংবাদিক বলেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা নয়, মানের কথা বলছেন। সূর্যর জবাব ছিল, ''মান আর প্রতিদ্বন্দ্বিতা একই কথা। যদি দুই টিম ১৫ ম্যাচ খেললো, ফলাফল হলো ৮-৭ বা ৭-৮ তাহলে সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই।'' 

সূর্যকুমার বলেছেন, ''ভারতীয় ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলেছে। অভিষেক ও শুভমন গিল নয় দশমিক পাঁচ ওভারে ১০৫ রান করেছে। ভারতের বোলাররা পাকিস্তানের বোলারদের থেকে ভালো বল করেছে। তবে ভারত অনেক ক্যাট ফসকেছে। এটা ম্যাটের অঙ্গ।'' 

অভিষেক যা বললেন

ম্যাচের পর ৩৯ বলে ৭৪ রান করা অভিষেক শর্মা বলেছেন, ''পাকিস্তানের বোলাররা কোনো কারণ ছাড়াই আমাদের দিকে আসছিল, তর্ক করছিল। আমরা মাঠে তার জবাব দিতে চেয়েছি। আমরা দলকে জেতাতে পেরেছি।''

শুভমন গিলের সঙ্গে মিলে ১০৫ রানের জুটি গড়ে তোলেন অভিষেক। তিনি বলেছেন, ''দুজনে ছোটবেলা থেকে একসঙ্গে খেলেছি। একে অন্যের সঙ্গ পছন্দ করি। শুভমন খুব ভালো খেলছিল। আমরা চেয়েছিলাম, ভালো কিছু করতে।'' 

জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ