বিশ্বকাপ হাতে নিয়ে হাসিমুখে বাঁধনছেঁড়া উচ্ছ্বাসে ভেসে যাওয়া আর হলো না। বরং ফাইনালের পর চোখের জল ফেললে রোহিত শর্মা।
বিজ্ঞাপন
ম্যাচের পর রোহিত শর্মা জানালেন, ''আমি এই দল নিয়ে গর্বিত। আমরা আজ ভালো খেলতে পারিনি। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকে যেভাবে খেলেছি, তার জন্য গর্ববোধ হয়। আজ আমরা খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। কোনো সন্দেহ নেই আমরা চেষ্টা করেছি। তবে যা করতে চেয়েছিলাম, তা পারিনি।''
রোহিত বলেছেন, ''আগে ব্যাট করে ২০-৩০ রান বেশি করলে ফলাফল অন্য হতে পারত। কোহলি এবং কে এল যখন ব্যাট করছিল, তখনো আশাবাদী ছিলাম। আমি তখনো ভেবেছিলাম ২৭৫-২৮০ উঠে যাবে। কিন্তু লম্বা জুটি হলো না। অস্ট্রেলিয়া ব্যাট করার সময় লম্বা জুটি গড়তে পারল।''
রোহিত বলেছেন, ''আমরা অস্ট্রেলিয়াকে শুরুতে ধাক্কা দিতে চেয়েছিলাম। পেরেওছিলাম। কিন্তু সাফল্য ধরে রাখতে পারিনি। মনে হয়, ফ্লাডলাইটের আলোয় ব্যাট করা সহজ হয়ে গিয়েছিল। হেড-লাবুশেন জুটি আমাদের আশা শেষ করে দিল।''
দ্রাবিড় যা বললেন
বিশ্বকাপে ফাইনালে হারের পর কি আর রাহুল দ্রাবিড়কে কোচ হিসাবে দেখা যাবে? ম্যাচ হারার পর দ্রাবিড় জানিয়ে দিলেন, ''ভবিষ্যতে কী করব এখনই বলতে পারছি না। আমার যাবতীয় মনোযোগ ছিল এই বিশ্বকাপকে ঘিরে। সবে ফাইনাল শেষ হলো। এখনো পরে কী করব তা নিয়ে ভাবার সময় পাইনি।''
দ্রাবিড় জানিয়েছেন, ''এই দলের কোচ হিসাবে থাকতে পেরে আমি গর্বিত। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সকলে নিজেদের একশ শতাংশ দিয়েছে। আমার খুব ভালো লেগেছে তাদের সঙ্গে থাকতে পেরে, সকলের সঙ্গে কাজ করতে পেরে।''
ক্রিকেট বিশ্বকাপের কিছু অসাধারণ মুহূর্ত
এবারের বিশ্বকাপে রেকর্ডের ছড়াছড়িই শুধু নয়, এই আসর সাক্ষী হয়েছে একের পর এক রোমাঞ্চকর মুহূর্তের৷ তেমনই কিছু মুহূর্ত ও ঘটনা নিয়ে এই ছবিঘর৷
ছবি: ANUSHREE FADNAVIS/REUTERS
কোহলির ৫০
১৫ নভেম্বর ২০২৩৷ বল হাতে দৌঁড়ে আসছেন কিউই পেসার ফারগুসন৷ ওপারে ব্যাট হাতে ক্যারিয়ারের সবচেয়ে বড় মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তিনি৷ ছোটবেলায় যে মাইলফলককে দূরে তারার মতো জ্বলতে দেখেছেন, সেই লিটল মাস্টারও গ্যালারিতে৷ বলটি লং লেগ ও ডিপ মিডউইকেটের মাঝে ঠেলে দিয়ে দৌঁড়৷ সে দৌঁড়ে ভিরাট কোহলি ছাড়িয়ে গেলেন নায়ক শচীন টেন্ডুলকারকে৷ নায়ককে সম্মান জানাতে ভোলেননি ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি করা একমাত্র এই ব্যাটসম্যান৷
ছবি: ADNAN ABIDI/REUTERS
শামির সাত উইকেট
নিউজিল্যান্ডের বিপক্ষে যে সেমিফাইনালে কোহলির এই কীর্তি, একই ম্যাচে বল হাতে কিউই শিবিরকে ধসিয়ে জয়ের মূল নায়ক বনে গেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামী৷ তার সেদিনের সাত উইকেট এই বিশ্বকাপের সেরা বোলিং স্পেল৷ হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণে দলে সুযোগ পেয়ে এবারের বিশ্বকাপে তিনবার গড়লেন পাঁচ উইকেট তুলে নেবার কীর্তি৷ এই মুহূর্তে বিশ্বকাপে পাঁচ উইকেট শিকারিদের শীর্ষে (চারবার) এই বোলিং মায়েস্ত্রো৷
ছবি: PUNIT PARANJPE/AFP/Getty Images
অবিশ্বাস্য ম্যাক্সওয়েল
প্রথমে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি (৪০ বলে) করেও মন ভরেনি তার৷ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে কিছু একটা নিশ্চিত ভর করেছিল তার ওপর৷ এ বিশ্বকাপের সর্বোচ্চ রানের ইনিংসটির (অপরাজিত ২০১ রান) অর্ধেকই করলেন এক পায়ের ফুটওয়ার্কে৷ ২৯১ রান তাড়া করতে যেখানে পুরো অস্ট্রেলিয়া ব্যাটিং ধসে পড়ল, সেখানে আফগানিস্তানের সেমিফাইনালের স্বপ্ন একাই ধূলিসাৎ করলেন ম্যাক্সওয়েল৷
ছবি: Rajanish Kakade/AP/picture alliance
বিশ্বকাপের প্রথম ‘টাইমড আউট’
ক্রিকেট ইতিহাসে প্রথমবার কেউ ‘টাইমড আউট’ হলেন৷ শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ নিয়ম অনুযায়ী আগের ব্যাটসম্যান আউট হবার দুই মিনিটের মধ্যে বল ফেস করার জন্য প্রস্তুত না হওয়ায় আউটের আপিল করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব৷ নিয়মে থাকায় আম্পায়ার আউট দেন৷ সেদিন বাংলাদেশের জয় ছাপিয়ে সারাবিশ্বের ক্রিকেট অঙ্গনে ঝড় ওঠে এই আপিল ও সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে৷
ছবি: ANUSHREE FADNAVIS/REUTERS
আফগানিস্তানের জয়রথ
বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হারার পর যেন একরকম জয়ের ভূত চাপে আফগানিস্তানের কাঁধে৷ গুরবাজ-রহমতউল্লাহ-রশিদ খানরা রীতিমত কাঁপন ধরান বড় বড় দলগুলোর শিবিরে৷ প্রথমে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তারপর পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গে জয় তুলে সেমিফাইনালে যেতে বড় দলগুলোর কাঁধে কাঁধ রেখে লড়েন তারা৷ অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসটি না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত৷
ছবি: SAMUEL RAJKUMAR/REUTERS
পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া
হায়াদ্রাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কার গ্রুপ ম্যাচটিও ছিল বিশেষ কিছু৷ এ ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতে পাকিস্তান৷ শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯তম ওভারেই জয় নিশ্চিত করেন বাবর-রিজওয়ানরা৷ এই ম্যাচে দুই দলের চার খেলোয়াড় সেঞ্চুরি করেন, যেটিও একটি রেকর্ড৷
ছবি: Noah Seelam/AFP
নেদারল্যান্ডসের আফ্রিকা বধ
নেদারল্যান্ডস ছোট দল হিসেবে এলেও কাউকে ছেড়ে কথা বলেনি৷ তাদের প্রথম চমক ভয়ংকরদর্শন এক সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে৷ ধর্মশালায় প্রথমে ব্যাট করে ২৪৬ রানের টার্গেট দেয় ডাচরা৷ জবাবে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২০৭ রানে৷
ছবি: Money Sharma/AFP/Getty Images
ব্রিটিশদের ভরাডুবি
বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষের হার দিয়ে৷ এরপর বাংলাদেশের সঙ্গে জিতলেও একের পর এক পরাজয় দলটিকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করায়৷ এমনকি আলোচিত হয় অধিনায়কত্ব ও দলের ভেতর নানা সমস্যা নিয়েও৷
ছবি: Gareth Copley/Getty Images
রোহিতও সেরা
ভিরাট ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হলেও বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রোহিত শর্মা৷ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৬৩ বলে সেঞ্চুরি করেন তিনি৷ এ নিয়ে বিশ্বকাপে তার সেঞ্চুরির সংখ্যা সর্বোচ্চ ৭টি৷
ছবি: Money Sharma/AFP/Getty Images
মাহমুদুল্লাহর সেঞ্চুরি
দলে নেয়া হবে কি হবে না তা ছিল না নিশ্চিত৷ বোর্ড প্রেসিডেন্টের কথাতেও তা বোঝা যায়নি৷ শেষ পর্যন্ত অভিজ্ঞতাকে দাম দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে টানা হয়৷ তার মান রাখেন মাহমুদুল্লাহ৷ বিশ্বকাপে যেখানে বাংলাদেশের টপঅর্ডাররা খাবি খাচ্ছিলেন, সেখানে তিনি একটি সেঞ্চুরিসহ দলের জন্য সর্বোচ্চ ৩২৮ রান করেন৷ সাউথ আফ্রিকার বিপক্ষে তার ১১১ বলে ১১১ রানের ইনিংসটি সবার প্রশংসা কুড়িয়েছে৷
ভারত হেরে যাওয়ার পর দর্শকাসনে বসে কান্না সামলাতে দেখা গেল বিরাট কোহলির অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে। ম্যাচ শেষ হওয়ার পর মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন বিরাটকে।
আমেদাবাদে মাঠে বসে খেলা দেখেছেন কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি, রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, অশ্বিনের স্ত্রী প্রীতি, রোহিত শর্মার স্ত্রী রিতিকা।