1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র আল্টিমেটাম

৮ এপ্রিল ২০১২

বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বলেছেন ১০ই জুনের মধ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনা হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে৷

ছবি: Reuters

বিএনপির কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভা হয়েছিলো গত বছরের ২৩শে এপ্রিল৷ রোববারে সভায় কার্যনির্বাহী কমিটির ৩৮৬ জন সদস্যসহ স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতা মিলে মোট ৪২০ জন যোগ দিয়েছেন৷ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সভার উদ্বোধনী বক্তৃতায় দেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী ১০ই জুনের মধ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছেন৷ তিনি বলেন, এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনলে ১১ই জুনের মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা হতে পারে৷ তিনি দলের নেতা-কর্মীদের সেই আন্দোলনের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হতে বলেছেন৷

খালেদা জিয়া বলেন যতই দিন যাচ্ছে বিরোধীদলের গতিশীল রাজনীতির প্রয়োজনীয়তা দেশের মানুষ বেশি করে অনুভব করছে৷ সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ করেন খালেদা৷ তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর চলছে সরকারের হামলা-মামলা৷

বিরোধী নেত্রী তার দলের নেতা-কর্মীদের ঐক্যকে আরো সুদৃঢ় করে আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন৷ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাস পর পর কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার নিয়ম৷ তবে ২০০৯ সালে দলের ৫ম কাউন্সিল হওয়ার পর ২০১০ সালের ৩১শে জুলাই কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়৷ এরপর গত বছরের ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হয় ২য় সভা৷ আর রোববার অনুষ্ঠিত হল ৩য় সভা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ