1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হার চুরির দণ্ড ভোগের পর লিন্ডসে লোহানের মুক্তি

৩০ জুন ২০১১

একের পর এক নানা ঘটন আর অঘটন ঘটিয়ে গত চার বছর ধরে আদালত, বিচারক, কারাগার নয়তো সংশোধনাগারের আশেপাশেই ঘুরছেন মার্কিন তারকা লিন্ডসে লোহান৷ এবার গলার হার চুরির অপরাধে ৩৫ দিন গৃহবন্দিত্ব শেষে মুক্তি পেলেন বুধবার৷

Lindsay Lohan, nominated for best female performance for her work in "Mean Girls," arrives for the MTV Movie Awards on Saturday, June 4, 2005, in Los Angeles. (AP Photo/Chris Pizzello)
এমটিভি মুভি পদক বিতরণ অনুষ্ঠানে লিন্ডসে লোহানছবি: AP

‘মিন গার্লস' খ্যাত সেই শিশু তারকা দু'দিন পরেই ২৫ বছরে পা দেবেন৷ ২রা জুলাই ২৫তম জন্মবার্ষিকী এই জনপ্রিয় তারকার৷ কিন্তু গত চারটি বছর ধরে অঘটন আর অপরাধের জালে আটকে আছেন লোহান৷ অতিরিক্ত মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালানো দিয়েই তাঁর অঘটনের শুরু৷ একবার নয়, ২০০৭ সালেই দুই দুইবার এই অপরাধে ধরা পড়েন তিনি৷ সেই যে শুরু হয়েছে আইন-আদালতের আশপাশে ঘোরা, তা এখনও চলছে৷

গত চার বছরের মধ্যে প্রায় আট মাসই কেটেছে হয় কারাগারে, না হয় সংশোধনাগারে, নয়তো গৃহবন্দিত্বের দশায়৷ বেশ কয়েক দফা বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে৷ আবার কারাগারে সদাচারণের কারণে আগেভাগেই মুক্তিও পেয়েছেন৷ পাঠানো হয়েছে সংশোধনাগারে৷ আবার নির্ধারিত সময়ের জন্য শর্তসাপেক্ষে প্রোবেশন তথা অবেক্ষণ দশাতেও রাখা হয়েছে তাঁকে বেশ কিছু সময়৷ কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে, কিছুদিন হয়তো ভালো থাকেন, তারপরেই আবার একটা কোন অঘটন ঘটিয়ে বসেন লোহান৷ নিষেধ থাকা সত্ত্বেও কয়েকবার তাঁর রক্তে মাদকের অস্তিত্বও ধরা পড়ে৷

ছবি: AP

তবে শেষমেষ তাঁর দণ্ড হয়েছিল লস অ্যাঞ্জেলেসের একটি স্বর্ণের দোকান থেকে আড়াই হাজার ডলার মূল্যের একটি গলার হার চুরির দায়ে৷ মামলার বিবরণী থেকে জানা গেছে, দোকানের মধ্যে হারটি দেখতে দেখতে নিজের গলায় পরে নেন তিনি৷ তারপর চুপিসারে বের হয়ে আসেন সেই হার গলায় দিয়ে৷ হয়তো ছোট-খাটো চোর হলে বিষয়টি এতোটা আলোচনায় আসতো না৷ কিন্তু লোহান বলেই কথা৷

এরপর গত মে মাসে তাঁকে ১২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়৷ তবে শেষ পর্যন্ত বেশ কিছু কারণে তা সীমিত হয়ে গৃহবন্দিত্বে দাঁড়িয়েছিল৷ এতোদিন তাঁর পায়ে পরিয়ে রাখা হয়েছিল একটি ইলেক্ট্রনিক কড়া৷ সেটি খুলে দেওয়া হয়েছে বুধবার৷ ফলে আবারও মুক্তির সুখ পেলেন লোহান৷ জানা গেছে, হলিউড তারকা জন ট্রাভোল্টা এবং আল প্যাচিনোর সাথে একটি নতুন ছবিতে এ বছরেই অভিনয় শুরু করতে যাচ্ছেন এই আলোচিত মডেল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ