1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

হার স্বীকার হ্যারিসের, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হবে

৭ নভেম্বর ২০২৪

হার স্বীকার করে নিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বললেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হবে।

ওয়াশিংটনে সমর্থকদের কাছে ভাষণ দিচ্ছেন হ্যারিস।
হারের পর কমলা হ্যারিস জানালেন, তিনি লড়াই থেকে সরে আসছেন না।।ছবি: Kevin Lamarque/REUTERS

কমলা হ্যারিস বলেছেন, ''২০২০ সালে ভোটে হারার পরেও তা মেনে নিতে চাননি ডনাল্ড ট্রাম্প। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতার হস্তান্তর করব।''

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। ওয়াশিংটনে ডেমোক্র্যাট সমর্থকদের কাছে হ্যারিস বলেন, ''আমি নির্বাচনে হার স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমি আমার সমর্থকদের এটাও জানাতে চাই, আমি লড়াই থেকে সরে আসছি না। বিশ্বকে বাসযোগ্য করার লড়াই আমি চালিয়ে যাব।'' 

তিনি জানিয়েছেন, ''আমি যেরকম ভেবেছিলাম, ফল সেরকম হয়নি। কিন্তু আমি এটাও বলতে চাই, যতক্ষণ আমরা লড়াই করব, ততক্ষণ অ্যামেরিকার প্রতিশ্রুতির আলো উজ্জ্বল থাকবে।''

হ্যারিসের প্রশংসায় বাইডেন

কমলা হ্যারিসের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ''আজ অ্যামেরিকা যে কমলা হ্যারিসকে দেখেছে, তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি ও প্রশংসা করি।  তিনি আমার অসাধারণ পার্টনার ছিলেন। সরকারি জনসেবক হিসাবে তিনি ছিলেন সাহসী ও দক্ষ।''

তিনি হ্যারিসের প্রচারের ভরপুর প্রশংসা করে বলেছেন, তিনি দেশকে স্পষ্ট দিশা দিতে চেয়েছিলেন। তিনি অ্যামেরিকানদের জন্য আরো সুযোগ তৈরি করতে চেয়েছিলেন।

বাইডেন বলেছেন, কমলা হ্যারিসকে রানিং মেট বেছে নেয়াটা ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। কমলার জীবনের কাহিনি হলো অ্যামেরিকার কাহিনি। তিনি শেষপর্যন্ত জয়ী হবেনই।

ট্রাম্পকে জেলেনস্কির ফোন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোন করেছিলেন ট্রাম্পকে। পরে জেলেনস্কি জানান, তিনি ঐতিহাসিক জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন

জেলেনস্কি বলেছেন, ''আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর এবং আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি।  বিশ্বে শান্তির জন্য শক্তিশালী মার্কিন নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ।''

ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনকে সমস্যার সমাধান করতে হবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী যা বলেছেন

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, তিনি ট্রাম্পকে ফোন করেছিলেন। ভবিষ্যতের জন্য তাদের খুব বড় পরিকল্পনা আছে। 

ট্রাম্পের মতো অরবানও ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়ার বিরোধী।

 অভিনন্দন জানালেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বলে চীনা মিডিয়া জানিয়েছে।  শি জিনপিং চীন ও অ্যামেরিকার মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন।

চীনের মিডিয়া সিসিটিভি জানিয়েছে, শি জিনপিং বলেছেন, ইতিহাস সাক্ষী, সহযোগিতার ফলে দুই দেশই লাভবান হয়, সংঘাতের ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়।

আগেরবার ক্ষমতায় থাকার সময় ট্রাম্প চীনা জিনিসের উপর শুল্ক বসিয়েছিলেন। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য-যুদ্ধ শুরু হয়েছিল। কোভিডের সময়ও ট্রাম্প চীনা ভাইরাস নিয়ে সোচ্চার ছিলেন।

তবে হোয়াইট হাউসে থাকার সময় ট্রাম্প বলেছিলেন, শি তার খুব ভালো বন্ধু।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ