রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির সঙ্গে বার্লিনের হাসপাতালে দেখা করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ম্যার্কেলের মুখমাত্র একে ব্যক্তিগত সাক্ষাৎ বলে আখ্যায়িত করেছেন৷
বিজ্ঞাপন
বার্লিনের শারিটে হাসপাতালে ৩২দিন চিকিৎসা নেয়ার পর গত সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পান নাভালনি৷ ২০ আগস্ট রাশিয়ায় এক অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে দুই দিন কোমায় ছিলেন নাভালনি৷ এরপর তাকে চিকিৎসা দিতে বার্লিনে নিয়ে আসা হয়৷ ৩২ দিনের মধ্যে ২৪ দিন নাভালনিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকতে হয়েছিল৷
জার্মান চিকিৎসকরা নাভালনির শরীরে নোভিচক এজেন্টের উপস্থিতির প্রমাণ পেয়েছেন৷ এরপর ফ্রান্স ও সুইডেনের চিকিৎসকরাও একই প্রমাণ পান৷ তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে৷
আরো পরীক্ষার জন্য নাভালনির নমুনা ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশিন অফ কেমিক্যাল উইপন’-এ পাঠানো হয়েছে৷
সেরা যে হাসপাতালে চিকিৎসা নেন ভিন্নমতাবলম্বীরা
রাশিয়ার এক ভিন্নমতাবলম্বীকে, যার শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে মনে হচ্ছে, চিকিৎসা দিতে গিয়ে আবারো আন্তর্জাতিক নাটকের কেন্দ্রে পরিণত হয়েছে বার্লিন শারিটে হাসপাতাল৷ ইউরোপের অন্যতম সেরা এই হাসপাতালে অতীতেও বহু কিছু ঘটেছে৷
ছবি: picture-alliance/Bildagentur-online/Joko
জার্মানির সেরা হাসপাতাল
বার্লিন শারিটে হাসপাতালটি চালু করা হয় ১৭১০ সালে, প্লেগ রোগীদের জন্য৷ একশ বছর পর সেটি একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়৷ আর তখন থেকে হাসপাতালটিতে অসংখ্য রোগী এবং গবেষকের স্থান হয়েছে৷ চিকিৎসা ও দেহতত্ত্ব বিষয়ে নোবেল জয়ী জার্মানদের অর্ধেকর বেশি এই হাসপাতালে চাকুরি করেছেন৷
ছবি: picture-alliance/Bildagentur-online/Joko
নাৎসি জমানায় সম্মানহানি
নাৎসি জমানায় এই হাসপাতালের অনেক চিকিৎসক ঔষধ বিষয়ক অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন৷ সেসময় আত্মহত্যা করা ইহুদি ভুক্তভোগী এবং মৃত্যুদণ্ড কার্যকর করা ২০ জুলাইয়ের প্রতিবাদী যোদ্ধাদের মরদেহের ময়নাতদন্তের দায়িত্ব ছিল এই হাসপাতালের৷ আর পূর্ব বার্লিনে অবস্থিত হওয়ায় বিশ্বযুদ্ধের পর হাসপাতালটি তৎকালীন জিডিআর-এর আওতায় চলে যায়৷
ছবি: picture-alliance/K. H. Spremberg
অস্থায়ী ইবোলা হাব
২০১৫ সালে আফ্রিকায় ইবোলা ছড়িয়ে পড়লে বার্লিন শারিটে হাসপাতাল ইউরোপের এসংক্রান্ত চিকিৎসাকেন্দ্রে পরিনত হয়৷ সেসময় সিয়েরা লিওনে কাজ করা এক দক্ষিণ কোরীয় চিকিৎসক ইবোলায় আক্রান্ত হলে তাকে দক্ষিণ কোরিয়ার অনুরোধে শারিটে হাসপাতালে চিকিৎসা করা হয়৷ কোরীয় কর্তৃপক্ষ সেই ব্যক্তির পরিচয় গোপন রাখতে বার্লিনে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল৷
ছবি: picture-alliance/dpa/T. Brakemeier
করোনা সংকটে মুখ্য ভূমিকায় শারিটে
শারিটে হচ্ছে জার্মানির প্রথম হাসপাতাল যেখানে ২০২০ সালের মার্চে স্থানীয়ভাবে সংক্রমিত এক করোনা রোগী ধরা পড়ে৷ সেসময় থেকে হাসপাতালটি আলোচনায় রয়েছে কেননা এটির ভাইরোলোজি ইন্সটিটিউটের প্রধান হচ্ছেন ক্রিস্টিয়ান ড্রসডেন, যিনি করোনা প্রতিরোধে জার্মানির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷
ছবি: picture-alliance/dpa/C. Gateau
উল্লেখযোগ্য রাজনৈতিক রোগী
আন্তর্জাতিভাবে আলোচিত বিভিন্ন রাজনৈতিক রোগীকে চিকিৎসা প্রদান করেও হাসপাতালটি নানা সময় সংবাদ শিরোনামে স্থান করে নিয়েছে৷ ২০১৪ সালের মার্চে ইউক্রেনের বিরোধী দলীয় নেত্রী এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী ইউলিয়া টেমোশেঙ্কো এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa
বিষাক্রান্ত রুশ অ্যাক্টিভিস্ট
রাশিয়ার আলোচিত ব্যান্ড পুসি রায়টের সহযোগী এবং সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সমালোচক হিসেবে পরিচিত অ্যাক্টিভিস্ট পাইওটের ভেরজিলভকে ২০১৮ সালে মস্কো থেকে বার্লিন উড়িয়ে আনা হয়৷ মস্কোতে তার শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে ধারনা করা হয়েছিল৷ তাকে চিকিৎসা করানোর পর রুশ অ্যাক্টিভিস্টদের মাঝে শারিটে হাসপাতাল বাড়তি গুরুত্ব পেতে শুরু করে৷
ছবি: picture-alliance/dpa
সাম্প্রতিক বড় রাজনৈতিক রোগী নাভালনি
পুটিন সমালোচক এবং সুপরিচিত রুশ ভিন্নমতাবলম্বী অ্যালিক্সি নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে সন্দেহ করার পর রাশিয়ার একটি হাসপাতাল থেকে বার্লিনের শারিটে হাসপাতালে উড়িয়ে আনা হয়৷ একটি এনজিও’র সহায়তায় তাকে বিশেষ বিমানে দ্রুত জার্মানি নিয়ে আসা হয়৷ আর এই প্রক্রিয়ায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও সহায়তা করেছেন৷
ছবি: Reuters/C. Mang
7 ছবি1 | 7
জার্মান ম্যাগাজিন ‘ডেয়ার স্পিগেল’ রবিবার সন্ধ্যায় নাভালনির সঙ্গে ম্যার্কেলের দেখা করার সংবাদ প্রথম প্রকাশ করে৷ তারা একে ‘গোপন’ সাক্ষাৎ বলে আখ্যায়িত করে৷ এরপর নাভালনি নিজে টুইট করে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন৷ তবে তিনি মনে করেন, একে ‘গোপন’ বলা উচিত নয়৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘একটা মিটিং হয়েছিল, তবে একে গোপন বলা উচিত নয়৷ বরং এটা একটা ব্যক্তিগত সাক্ষাৎ ছিল, পরিবারের সঙ্গে আলোচনা ছিল৷ হাসপাতালে আমার সঙ্গে দেখা করায় চ্যান্সেলর ম্যার্কেলের কাছে আমি কৃতজ্ঞ৷’’
নাভালনির টুইটের পর ম্যার্কেলের মুখমাত্র স্টেফেন সাইবার্টও সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন৷ সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘চ্যান্সেলর ও জনাব নাভালনির মধ্যে এটা ব্যক্তিগত সাক্ষাৎ ছিল৷ এটা এমন এক ব্যক্তির সঙ্গে বৈঠক, যিনি নার্ভ এজেন্ট হামলার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যাকে জার্মানিতে চিকিৎসা দেয়া হয়েছে৷’’
সাক্ষাৎটি গত সপ্তাহে হয় বলে জানান সাইবার্ট৷ তবে ঠিক কোনদিন, তা জানাতে চাননি৷ এছাড়া ভবিষ্যতেও দুজনের মধ্যে বৈঠকের সম্ভাবনা আছে কিনা সে বিষয়েও কিছু বলতে চাননি ম্যার্কেলের মুখপাত্র৷
হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুনর্বাসনের জন্য নাভালনিকে এখনও আরো কিছুদিন জার্মানিতে থাকতে হবে৷
নাভালনির শরীরে যে নোভিচক এজেন্ট পাওয়া গেছে তা ২০১৮ সালে ইংল্যান্ডে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের শরীরেও পাওয়া গিয়েছিল৷
নাভালনিকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ম্যার্কেল৷ তিনিসহ অন্যান্য বিশ্বনেতারা রাশিয়ার কাছে এই ঘটনার তদন্ত দাবি করেছেন৷