1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতাল থেকে কারাগারে লিমন

৪ মে ২০১১

লিমনকে হাসপাতাল থেকে তুলে নিয়ে আদালতে হাজির করল পুলিশ৷ আদালত লিমনকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর ছাড়াও লিমন ইস্যু নিয়ে তোলপাড় গণমাধ্যমে৷

epa01647135 Members of the Bangladeshi Rapid Action Battalion (RAB) officials take up position in the street during a gunfire exchange in the headquarters of Bangladesh Rifles in Dhaka, Bangladesh, 25 February 2009. Mutinous border guards opened fire inside their headquarters and took an unknown number of army officers hostage inside their headquarters officials said. Heavy gunfire broke out at the headquarters of the paramilitary Bangladesh Rifles (BDR) while unofficial sources saying there may be several dead and many were injured. Army troops, along with members of a special force called the Rapid Action Battalion, took up positions in the narrow residential lanes surrounding the building to quell the unrest. EPA/ABIR ABDULLAH +++(c) dpa - Report+++
ব়্যাব (ফাইল ফটো)ছবি: DPA

কারাগারে লিমন!

ঢাকা থেকে প্রকাশিত বুধবারের পত্রিপত্রিকায় মূল নজর অবশ্যই লাদেন৷ তবে এর বাইরে যে খবরটি শিরোনাম হচ্ছে, তা হলো লিমনকে নিয়ে পুলিশের দৌঁড়ঝাপ৷ দৈনিক প্রথম আলো এই বিষয়ে লিখেছে, ‘ব্যাথায় কাতর লিমন কারাগারে'৷ কিছুদিন আগে ঝালকাঠির বাসিন্দা লিমনের পায়ে গুলি করেছিল ব়্যাব৷ এতে তার বাম পা কেটে ফেলতে হয়েছে৷ ব়্যাবের দাবি, লিমন সন্ত্রাসী৷ আর গণমাধ্যম বলছে, সে নেহাত একজন শিক্ষার্থী৷ মঙ্গলবার সেই লিমনকে ঢাকার হাসপাতাল থেকে তুলে নিয়ে ঝালকাঠি'র আদালতে হাজির করা হয়৷ এরপর আদালতে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়৷ লিমন এবং তার পরিবারের দাবি, লিমনের চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে৷

গ্রামীণ ব্যাংক এবং অধ্যাপক ইউনূস

‘স্পষ্ট ধারণা ছাড়াই প্রতিবেদন দিয়েছে কমিটি', শিরোনাম করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ কয়েকদিন আগে গ্রামীণ ব্যাংক বিষয়ে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি৷ এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার গ্রামীণ ব্যাংক জানায়, এটি কোনো সরকারি ব্যাংক নয়৷ অধ্যাপক মুহাম্মদ ইউনূসও সরকারি কর্মচারি নন৷ গ্রামীণ ব্যাংকের বিধি লঙ্ঘনের যে অভিযোগ প্রতিবেদনে এসেছে, তাও তথ্যভিত্তিক নয়৷ এছাড়া অধ্যাপক ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ বিষয়ক শুনানি আবারো পিছিয়েছে৷ এই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ইউনূসের আবেদনের উপর শুনানি ফের মুলতবি৷

গণমাধ্যমে ওসামা বিন লাদেন নিহতের খবরছবি: AP

ওসামা বিন লাদেন

দৈনিক কালের কণ্ঠ এবং দৈনিক সমকাল উভয়ের মূল শিরোনাম লাদেন৷ দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘‘যেভাবে সাগরে বিলীন ওসামা বিন লাদেন''৷ লাদেনকে সাগরে সমাহিত করার যে খবর শোনা যাচ্ছে, তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে কালের কণ্ঠ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে পত্রিকাটির ভাষ্য হচ্ছে, ‘‘সৌদি আবরসহ কয়েকটি দেশের কাছে মৃতদেহ গ্রহণ করার প্রস্তাব দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত লাশ সাগরে সমাহিত করার সিদ্ধান্ত হয়৷'' একই বিষয়ে দৈনিক সমকালের মূল শিরোনাম, ‘বিপদে পাকিস্তান৷ তালেবানের হিটলিস্টে জারদারি, পাকিস্তানিদের জন্য মার্কিন ভিসা বন্ধ'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ