1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হাসিনা কলকাতায় গেলে তিস্তা নিয়ে সমাধান মিলতে পারে’

৯ নভেম্বর ২০১১

সার্ক সম্মেলনে তিস্তা নিয়ে হাসিনা-মনমোহন বৈঠকের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন উৎসবেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো আলোচনা করবেন শেখ হাসিনা৷ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলকের বিশ্লেষণ৷

বাংলাদেশ সফরে ড. মনমোহন সিং, সঙ্গে শেখ হাসিনাছবি: dapd

গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বাংলাদেশ সফর এবং তিস্তা চুক্তি নিয়ে আলোচনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার ফলে ব্যর্থ হয়ে যায়৷ এরপর থেকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা রয়েছে৷ মালদ্বীপে আসন্ন সার্ক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে এ প্রসঙ্গ উঠবে বলে ধারণা করা হচ্ছে৷ শেখ হাসিনা নিজেও এ বিষয়ে জানিয়েছেন যে মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মনমোহন সিং-এর সঙ্গে বৈঠকে বেশ কিছু প্রসঙ্গ উঠে আসবে৷ বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রকও এই বৈঠকটির বিষয়ে যথেষ্ট আশাবাদী৷

এরপরেও যে সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছেন বাংলাদেশের মানুষ, তা'হল আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শেখ হাসিনার কলকাতা সফর৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাসিনাকে আমন্ত্রণ জানানোর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনার একটি সম্ভাবনার কথা বারবার বলছে পশ্চিমবঙ্গের মিডিয়া৷ যদিও শেখ হাসিনার দপ্তর সূত্রে এ বিষয়ে এখনও কোন সঠিক দিনক্ষণ জানানো হয়নি, বা জানানো হয়নি হাসিনা এই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা৷ এ বিষয়ে সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রশাসক হিসেবে তাঁর রাজ্যের স্বার্থ দেখতে চাইবেন, সেটি স্বাভাবিক৷ তবে তারপরেও সরাসরি শেখ হাসিনার সঙ্গে তাঁর আলোচনার পরে এই চুক্তির জট খোলার সম্ভাবনা রয়েই যাচ্ছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ