1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হাসিনা অনন্য জায়গায় স্থান করে নিয়েছেন’

১ এপ্রিল ২০২২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ছাপিয়ে অনন্য জায়গায় স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন৷ ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশোতে একথা বলেন তিনি৷

ছবি: DW

শেখ হাসিনা কি দলের থেকে বড় হয়ে উঠছেন? সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘হাসিনা যা বিশ্বাস করেন তাই বলেন৷ হৃদয় থেকে কথা বলেন৷ সত্যের উপর ভিত্তি করে চলতে চান৷ তিনি বলেন তরুণ প্রজন্মকে দায় তুলে নিতে৷ দেশের জন্য, জাতির জন্য তাকে প্রয়োজন৷''

স্বপন বলেন, ‘‘হাসিনা সবকিছু ছাপিয়ে অনন্য জায়গায় স্থান করে নিয়েছেন৷ যেভাবে দেশকে পরিচালনা করেছেন, জঙ্গি মুক্ত করেছেন, দেশকে চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তার বিকল্প নেতৃত্ব নেই৷''

যদিও এই বিকল্প নেতৃত্ব গড়ে না ওঠার দায় জাতীয় সংসদের এই হুইপ নিজেদের ঘাড়েই নিয়েছেন৷ তিনি বলেন, ‘‘হাসিনা যোগ্য নেতৃত্বের জায়গা দেন৷ গণতন্ত্রের মাধ্যমে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেন সবসময়৷ তিনি বলেন আমার মুখের দিকে তাকিয়ে নেতা হতে পারবে না৷ ভুল করলে শাসন করব৷'' 

ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য তিনি কি প্রস্তুত নন? ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বলেন, ‘‘আমরা তৈরি হতে পারছি না৷ আমাদের ব্যর্থতা৷ দলে উত্তরাধিকারী নেই৷''

এই প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘নেতৃত্ব তৈরির সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগে৷ দুর্ভাগ্যজনকভাবে তারা বাণিজ্য, ব্যবসায় ব্যস্ত৷ রাজনীতিবিদ আসলে কী করবেন, নৈতিক জায়গাটা ঠিক করা মুশকিল৷ সাংসদ বা মন্ত্রী হওয়া সম্ভব৷ তবে রাজনীতিবিদ হতে সময় এবং শিক্ষা লাগে৷''

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকারের ডাক দিয়েছেন৷ পার্থ মনে করেন, তারেকের এই বক্তব্য গুরুত্বপূর্ণ৷ আগামী নির্বাচনে আওয়ামী লীগের স্বর অনেকটা নরম হয়েছে বলেও মনে করেন তিনি৷ এই প্রসঙ্গে বাংলাদেশের একটি নিরাপত্তা বাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন পার্থ৷

বিজেপি চেয়ারম্যানের কথায়, ‘‘মানবাধিকার প্রসঙ্গে আওয়ামী লীগ সমস্যায় পড়েছে৷ ‘ডেথ স্কোয়াডের' ফলে ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ বিএনপি এখন ঠিক কাজ করছে৷''

গত নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে তিনি জানান, জাতীয় সরকারের ডাকের ফলে আলাপের দরজা খুলেছে৷ 

যদিও আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বক্তব্য, ‘‘হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন প্রতিজ্ঞা করেছেন৷ নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে৷ গণতন্ত্রের মানসকন্যা হাসিনা৷''

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর সম্পদের হিসেব দেবেন বললেও বাস্তবে তা করেননি বলে খালেদের মন্তব্যের উত্তরে আওয়ামী লীগ নেতা স্বপন বলেন, ‘‘সম্পদ শুধু রাজনীতিবিদদের বেড়েছে এমন না৷ নিম্নবিত্তের সম্পদ বেড়েছে৷ আওয়ামী লীগের সবাই ধোয়া তুলসি পাতা এমন না৷ দুর্নীতি নিয়ে গবেষণার প্রয়োজন৷''

পাশাপাশি দুর্নীতির অভিযোগ আনলেও জাতীয় নির্বাচনের জোট প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি বিজেপি চেয়ারম্যান পার্থ৷ তিনি বলেন, ‘‘সময় এলে বলে দেবো কার সঙ্গে জোট করা হবে৷ বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গিয়ে টাকা নিয়ে কোটিপতি হয়ে গেছে৷''

তার স্পষ্ট কটাক্ষ, ‘‘আওয়ামী লীগ ছোট হয়ে আসছে৷ মুজিব কোট সবাইকে মানায় না৷''

তারেক রহমান প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘বিএনপিতে তারেক ছাড়াও আরো অনেকে আছেন৷ বিএনপি যা করেছে তার জন্য ক্ষমতায় নেই৷ বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায়৷ তাই ক্ষমতায় থাকা দলকে বার বার প্রশ্ন করতে হবে৷ আবারো বাচ্চুর প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন তিনি৷

আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক উত্তরে বলেন, ‘‘টাকা পাচার হয়েছে বিভিন্ন নামে, কিন্তু কারা করছে, আমলা না ব্যবসায়ী না রাজনৈতিক নেতারা, সেটা দেখতে হবে৷ দুষ্কৃতীরা আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করে না৷ সব দলের লোক পাচারে জড়িত৷''

আরকেসি/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ