1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ম ও হাস্যরস

মার্ক ল্যুপকে-শোয়ারৎস/এসি১০ জুলাই ২০১৩

ধর্ম মানুষের কাছে একটা গুরুগম্ভীর, আন্তরিক বিষয়৷ কিন্তু ধর্ম – মানে গির্জা ও তার যাজকদের নিয়ে কি রসিকতা চলে? হ্যাঁ চলে, বলেছেন হামবুর্গের ঈশ্বরতত্ত্ববিদ হিনরিশ ভেস্টফাল৷

ছবি: picture-alliance/dpa

‘‘এটা শুনেছেন? দু'জন ক্যাথলিক যাজক পরস্পরের সঙ্গে আলাপ করছেন৷ একজন বলছেন: যাজকদের বিয়ে না করার এই নিয়মটা, আমরা কি সে নিয়ম উঠে যাওয়া দেখে যেতে পারব? অন্যজন বলছেন: আমরা হয়ত নয়, কিন্তু আমাদের ছেলে-মেয়েরা!'' অর্থাৎ ক্যাথলিক যাজকদের চিরকুমার থাকার বিধি থাকা সত্ত্বেও কিছু কিছু যাজকের যে পদস্খলন হয়ে থাকে, তারই প্রতি কটাক্ষ এ বক্তব্য৷

কিছু মানুষ এহেন রসিকতা শুনে হাসবেন, কিছু মানুষ প্রশ্ন করবেন: ধর্ম বা যাজকদের নিয়ে এ ধরনের রসিকতা রুচি কিংবা রীতিসম্মত কিনা৷ হামবুর্গের ঈশ্বরতত্তববিদ ও সাংবাদিক হিনরিশ সি জি ভেস্টফাল বলেন, কেন নয়? তাঁর ‘‘হাইটার বিস হাইলিগ'', অর্থাৎ ‘‘হাস্যকর থেকে পবিত্র'' বইটি এই ধরনের রসিকতারই একটা সংকলন৷

মধ্যযুগে ইস্টারের সময় অট্টহাস্যের একটা প্রথা ছিলছবি: Rolf Rehm

খ্রিষ্টীয় ধর্মযাজককে হাসিখুশি থাকতে হবে, বলেছিলেন ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত ইংরেজ ব্যাপটিস্ট যাজক চার্লস স্পার্জন৷ হাস্যরস ও ব্যঙ্গ-রসিকতা জীবনসংগ্রামকে হালকা ও সহনীয় করে তোলে, এমনকি মৃত্যুর মতো নির্মম সত্যকে মেনে নেওয়াটাও সহজ করে তোলে৷ উদাহরণস্বরূপ: ‘‘যাজক ভাইগেল্ট খবরের কাগজে নিজের মুত্যুসংবাদ দেখে অবাক! সাথে সাথে ঊর্ধ্বতন বিশপকে ফোন করে সে খবর দিয়েছেন৷ শুনে বিশপও অবাক: ‘সে কি? আপনি তাহলে কোথা থেকে ফোন করছেন?'

গির্জায় হাসিঠাট্টা

গির্জায় হাসিঠাট্টা কোনোকালে চলত না বললে ভুল করা হবে, কেননা মধ্যযুগেও ইস্টারের সময় অট্টহাস্যের একটা প্রথা ছিল৷ ইস্টার, মানে যীশুখ্রিষ্টের কবর থেকে পুনরুত্থান৷ সেটা একটা আনন্দের ঘটনা৷ কাজেই ইস্টারের প্রার্থনার পর যাজক যখন ঘোষণা করতেন: প্রভু যীশু কবর থেকে উঠেছেন, তখন সমবেত ভক্তরা মিলে হেসে উঠত, হেসে তাদের ত্রাণকর্তাকে স্বাগত জানাত৷

সেই হাসির মধ্যে শয়তানের প্রতি ব্যঙ্গও ছিল৷ গির্জার যাজক নিজেই নানা ধরনের ব্যঙ্গ-রসিকতা করে ভক্তজনের মনোরঞ্জন করতেন৷ পরে সেই মনোরঞ্জন অতিরঞ্জনে পর্যবসিত হবার উপক্রম দেখে গির্জার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঐ ‘‘ইস্টারের হাসি'' বন্ধ করে দেন৷ তবে সেই ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন কেন, ঊর্ধ্বতম কর্তৃপক্ষই মাঝে-মধ্যে মনের আবেগ-অনুভূতি প্রকাশ করার জন্য হাস্যরসের দ্বারস্থ হন৷

বর্তমান পোপের সঙ্গে জার্মান চ্যান্সেলরছবি: Reuters

২০১৩ সালের মার্চ মাসের ঘটনা৷ সদ্যনির্বাচিত পোপ ফ্রান্সিস নাকি তিনি পোপ নির্বাচিত হবার পর পরই নির্বাচনী সভার কার্ডিনালদের বলেছিলেন: ‘‘তোমরা যা করলে, তার জন্য ঈশ্বর তোমাদের ক্ষমা করুন!'' স্বয়ং প্রভু যীশু, তাঁকে যারা ক্রুশবিদ্ধ করেছে, তাদের জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিলেন৷ কার্ডিনালদেরও যে রসবোধ আছে, তার প্রমাণ, তারা এই রসিকতায় হাসতে ভোলেননি৷

হাসি-ঠাট্টার অর্থ অবিশ্বাস নয়

যারা ভক্ত, যারা বিশ্বাসী, তারই তো আবার দ্বিধাদ্বন্দ্বে ভোগে, নিজেরাই নিজেদের আশ্বস্ত করে৷ কাজেই স্বধর্ম নিয়ে ঠাট্টা-রসিকতা করার অধিকারটা তাদের থাকে৷ ইউরোপের ক্যাথলিকরা ম্যাডোনা অর্থাৎ মা মেরির বিভিন্ন গির্জায় যায় তীর্থযাত্রায়৷ অনেক সময় তারা পায়ে হেঁটে যায়৷ তীর্থের ম্যাডোনাদের সম্পর্কে ভক্তদের বিশ্বাস: পীঠস্থানের মেরিমূর্তি নাকি দুরারোগ্য অসুখবিসুখ, এমনকি পঙ্গুত্বও সারাতে পারেন৷

‘‘মা মেরির একটি পীঠস্থানে এক যুবক তীর্থযাত্রীদের ভিড়ের মধ্য দিয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে: ‘এবার আমাকে দৌড়তে হবে!' এক খ্রিষ্টীয় যাজিকা যুবকটিকে অনেক আশা করে জিগ্যেস করছেন: ‘তুমি কি পঙ্গু ছিলে? মা মেরি কি তোমাকে ভালো করে দিয়েছেন?' ‘না', বলছে ছেলেটি৷ ‘আমার সাইকেলটা চুরি গেছে!''

ছবি: Vincenzo pinto/AFP/Getty Images

শুধু ক্যাথলিকরাই নয়, প্রোটেস্টান্টরাও এই ‘ধর্মীয়' রসিকতায় কিছু কম যায় না৷ ‘‘প্রোটেস্টান্ট গির্জার চালানো এক কিন্ডারগার্টেনে এক শিক্ষিকা কচিকাঁচাদের গল্প শোনাচ্ছেন: ‘তার রঙ বাদামি৷ তার লোমে ভরা পুরুষ্টু লেজ আছে৷ আর সে গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াচ্ছে৷ বলো দেখি, আসলে সে কি?' বার্লিনের এক অতিপরিপক্ক শিশু জবাব দিচ্ছে: ‘এমনিতে তো কাঠবিড়ালি হওয়ার কথা৷ কিন্তু আপনাদের কিন্ডারগার্টেনের যে কাণ্ডকারখানা, তা-তে ওটা নিশ্চয় খোকা যীশু৷'''

গির্জার প্রতিষ্ঠানগুলোয় ধর্মশিক্ষার নামে যে মাঝেমধ্যে বাড়াবাড়ি করা হয়, সেটাই দেখিয়ে দেওয়া হচ্ছে আরকি! অপরদিকে যাজক-যাজিকাদের যে রসবোধ কম, সেটা মানতে রাজি নন হিনরিশ ভেস্টফাল৷ তাঁর কাছে নাকি প্রায়ই গির্জার সতীর্থদের ফোন আসে: ‘ওহে, অমুক বিষয়ে তোমার ভাঁড়ারে কোনো ভালো রসিকতা আছে নাকি?''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ