1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাহাকার, কান্নায় বাতাস ভারী গাজায়

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়২৮ ডিসেম্বর ২০০৮

পরিস্থিতি ক্রমশই আরও সঙ্গীন আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে গাজায়৷ নিহতের সংখ্যা ২৩০ ছাড়িয়েছে ইসরায়েলি বিমানহামলায়৷

বিমানহামলায় নিহত একব্যক্তিকে নিয়ে যাচ্ছেন পরিজনরা, শনিবার গাজায়ছবি: AP

আর্তনাদ, যন্ত্রণা আর মৃত্যুর হাহাকার ছড়িয়ে পড়েছে গাজাসিটিতে৷ নেই বিদ্যুত, খাদ্য, চিকিত্সা পরিষেবা৷ শহরের কেন্দ্রস্থলে হামাসের নিরাপত্তা বলয়ই ছিল ইসরায়েলি বিমানবাহিনীর প্রান লক্ষ্য৷ শনিবার সকাল থেকে একের পর এক বিমানহামলায় গাজাসিটির পুলিশপ্রধান সহ শ দেড়েক মানুষ নিহত হন, যাঁদের অধিকাংশ সাধারণ নাগরিক৷ দফায় দফায় প্যালেস্টিনিয়দের সঙ্গে অসম সংঘর্ষ বাধে ইসরায়েলি বাহিনীর৷ তীব্র প্রতিক্রিয়ায় মুখর হয়ে ওঠে আরব দুনিয়া৷ প্রতিবাদ দেখিয়ে পথে নামেন বিভিন্ন দেশের মানুষ৷ আরব লীগ নেতা ওমর মুসা আজ লিবিয়ায় এক জরুরী সভার ডাক দিয়েছেন, যেখানে জময়ায়েত হবেন আরব নেতারা, আলোচনা হবে গাজা পরিস্থিতি নিয়ে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য লিবিয়ার মাধ্যমে আন্তর্জাতিক মহলের কাছে কঠোর প্রতিবাদ পৌঁছে দিতে চায় আরবলীগ৷

যথারীতি পাশ্চাত্ত্যবিশ্বের কিছুটা সমর্থন পাচ্ছে ইসরায়েল৷ হামাসকে সতর্ক করেছে আমেরিকা, ব্রিটেন এবং জার্মানি৷ কিন্তু ইসরায়েলকে সাবধানে পা ফেলতে পরামর্শ দিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টাইমায়ার বলেছেন, গাজার সাধারণ মানুষের ওপর সামরিক আঘাত গ্রহণযোগ্য নয়, ইসরায়েল যেন সতর্ক থাকে৷

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক শনিবার বারবার প্রশ্নের মুখে পড়েন, কেন সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে গাজায় ? জবাবে বারাক বলেন,
প্যালেস্টাইনের সাধারণ মানুষ আমাদের শত্রু নয়৷ যেসব জঙ্গী ইসরায়েলের বিরুদ্ধে রকেট আর মর্টার হামলা চালাচ্ছে, তারা আমাদের শত্রু৷ হামাস অস্ত্রবিরতি চুক্তির কোন শর্ত মানে নি৷ ক্রমাগত রকেট হামলা চালিয়ে গেছে৷ আমরা তাই বাধ্য হয়েছি জবাব দিতে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ