1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমান অধিকারবাংলাদেশ

হিংসার আগুনে ধূসর পাহাড়ি জনপদ

ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক তানজীর মেহেদী৷
তানজীর মেহেদী
২৭ সেপ্টেম্বর ২০২৪

শরতের সকালটা হয়তো অন্যরকম হতে পারতো, নীল আকাশে ভাসতে পারতো সাদা সাদা মেঘ! কিন্তু ২০ সেপ্টেম্বর সকালটা ছিল আগুনের, সহিংসতার, সাম্প্রদায়িকতার৷ সবুজে ঘেরা স্নিগ্ধ রাঙামাটি যতটা আগুনে পুড়েছিল, তারও বেশি পুড়েছে ঘৃণায়৷

ঘৃণা ছড়ানোর চর্চা অব্যাহত থাকলে পাহাড়ের শান্তি ফেরানো কঠিনই হবেছবি: DW

কাঁধে কাঁধ মিলিয়ে যারা হেঁটে বেড়ান শহরের পথে পথে, অলিতে-গলিতে, জমাটি আড্ডায় চায়ের কাপে মেরেছেন হাতি-ঘোড়া, তারাই সেদিন দাঁড়িয়েছিলেন একে অপরের প্রতিপক্ষ হয়ে৷ যার একদিকে রয়েছেন বাঙালি, অন্যপক্ষে পাহাড়ি৷

৫ আগস্ট থেকে বাংলাদেশে শুরু হয়েছে ‘মব জাস্টিস'৷ গত প্রায় দুই মাসে মব জাস্টিসের শিকার হয়ে বাংলাদেশে অনেকেই প্রাণ হারিয়েছেন৷ ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির অভিযোগে এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যা করা হয়৷ এ ঘটনার জেরে পরদিন দীঘিনালায় পাহাড়ি-বাঙালিদের মধ্যে শুরু হয় সহিংসতা৷ তারপর আবার তিন জনের প্রাণহানি৷ তার রেশ এসে লাগে রাঙামাটিতেও৷

সেদিন জার্মানির বন শহরে যখন আমার ঘুম ভাঙে, তখন বাংলাদেশের ঘড়িতে দুপুর একটা৷ মায়ের সঙ্গে কথা বলতে গিয়েই জানতে পারি পুড়ছিল শহর, ঝরছিল রক্ত৷ তার কণ্ঠে স্পষ্টতই আতঙ্কের ছাপ, অজানা শঙ্কা৷ আগুন দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেও৷ সেখান থেকে আমাদের বাড়ির দূরত্ব পায়ে হেঁটে ৩০ থেকে ৪০ সেকেন্ড৷ একে একে বিভিন্ন স্থাপনায়, ধর্মীয় উপাসনালয়ে, মানুষের বাড়ি-ঘরে আগুন দেয়া আর দোকানপাট ভাঙচুরের খবর পেতে থাকি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটিতে তখন ১৪৪ ধারা জারি করা হয়৷

অথচ রাঙামাটি তো এমন ছিল না, এমন রাঙামাটির কথা শুনিনি আগেও৷ শৈশব-কৈশোরে রঙিন দিনগুলো আমার পাহাড়ি শহরটাতেই কেটেছে৷ বর্ষবরণ কিংবা বর্ষবিদায়ের আয়োজন, বৈসুক-সাংগ্রাই-বিঝু, ঈদ, দুর্গাপূজা, কঠিন চিবর দান কিংবা অন্য যে কোনো ধর্মীয় বা সামাজিক উৎসবে পাহাড়ি-বাঙালির মধ্যে সবসময় ছিল সম্প্রীতি৷ একসঙ্গে খেয়েছি, গেয়েছি, নেচেছি, আনন্দে মেতেছি৷

আমাদের বাড়িতে পাহাড়িদের আনাগোনায় কোনো বাধা ছিল না, তাদের দিক থেকে আমিও সেই বাধা কোনোদিন পাইনি৷ ধর্মীয় আর সংস্কৃতিগত দিক থেকে আমাদের খাদ্যাভ্যাসে কিছুটা ভিন্নতা আছে, কিন্তু বন্ধুত্বে, নিমন্ত্রণে এসব কখনও আমাদের মাঝে দূরত্ব হয়ে দাঁড়ায়নি৷

স্কুলের দিনগুলোতে আমরা পাশাপাশি বসে ক্লাস করেছি৷ খেলার মাঠে একসঙ্গে খেলেছি৷ কলেজের দুরন্ত দিনগুলোও কেটেছে সহাবস্থানে৷ কোনোদিন আমরা একে অপরের প্রতিপক্ষ ভাবিনি৷ তেমন কোনো প্রেক্ষাপট অন্তত আমাদের সামনে আসেনি৷

রাজনীতি আর অধিকার আদায়ের লড়াইয়ে সহিংসতার ঘটনা এর আগেও ঘটেছে৷ যদি ভুল না হয় সেটিও প্রায় এক যুগ আগে, অন্তত রাঙামাটি শহরে৷ কিন্তু রাঙামাটির এমন বীভৎস রূপ সেভাবে আর চোখে পড়েনি কখনও৷ কিন্তু এবারকার রাঙামাটি ছিল অচেনা, অন্যরকম৷ তবে কি সম্প্রীতির আড়ালে আসলে ঘৃণার চাষাবাদ ছিল?

সহিংসতা পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া পরিণত হয়েছিল গুজবের কারখানায়৷ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ১১টি গুজব শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার (সূত্র: প্রথম আলো, ২১ সেপ্টেম্বর ২০২৪)৷ সেই গুজব ঘৃণাকে উসকে দিয়েছে আরো তীব্রভাবে৷

দীর্ঘ সংগ্রাম, সংঘাতের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সই হওয়ার পর থেকে অনেকাংশে শান্তির সুবাতাস বইতে শুরু করে গোটা জনপদজুড়ে৷ তবে চুক্তি বাস্তবায়নের দুই দশক পেরিয়ে যাওয়ার পরও সবকটি ধারা বাস্তবায়ন না হওয়ার ক্ষোভ তো পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে রয়ে গেছে৷ গত ২৫ বছর ধরে সেই দাবি আদায়ে তাদের সংগ্রাম অব্যাহত আছে৷

কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে৷ মব জাস্টিস এর শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ হারিয়েছেন মানসিকভাবে অসুস্থ তরুণ তোফাজ্জল৷ কিন্তু এরপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করা হয়নি, বা পুড়িয়ে দেয়া হয়নি৷ মব জাস্টিস-এর ভয়ঙ্কর ঘটনার আরো উদাহরণ আছে এই অন্তবর্তীকালিন সরকারের সময়ে৷ প্রশ্নটা সেখানেই৷

খাগড়াছড়ির দীঘিনালায় মামুনকে গণপিটুনি দিয়ে হত্যার পর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ছিল৷ এবং সেটাই স্বাভাবিক প্রক্রিয়া৷ কিন্তু সেখানে তা না হয়ে, ঘটনাটি রূপ নিয়েছে জাতিগত সংঘাতে৷ কেন এমন হলো, এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এই সমস্যার সমাধান৷ মব জাস্টিসের ঘটনা থেকে জাতিগত বিদ্বেষ ছড়িয়ে যে পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে, তার পেছনে কারা আছে?

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সবসময় প্রশ্ন রয়েছে৷ রয়েছে পক্ষ-বিপক্ষ বিভিন্ন মত৷ সেনাবাহিনীর বিপক্ষে বরাবরই প্রশ্ন তুলে আসছেন পাহাড়িরা৷ দেশের মূলধারা রাজনৈতিক দলগুলোও সেখানে কম-বেশি সক্রিয়৷ তাদেরও নিজস্ব এজেন্ডা রয়েছে৷ বলা হয়, খুব কৌশলে তৈরি করা বিভেদের রাজনীতি দিয়ে সেখানে অন্তর্কোন্দল তৈরি করে রাখা হয় সবসময়৷

শান্তি চুক্তির পর পাহাড়িদের মধ্যেও পক্ষে-বিপক্ষ মত দেখা দেয়৷ তাতে জনসংহতি সমিতি ভেঙে গড়ে ওঠে আরেকটি দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)৷ সংগঠনটির নেতা প্রসিত বিকাশ খীসা জাতীয় নির্বাচনে অংশ নিয়েও পাহাড়ি রাজনীতিতে তার শক্তিমত্তা জানিয়েছিলেন৷ যা ছিল শান্তি চুক্তির প্রতি চ্যালেঞ্জ৷ এই দুই সংগঠনে আবার ভাঙন আসে৷ ফলে সব মিলিয়ে পাহাড়িদের প্রধানত চারটি সংগঠন সক্রিয় রয়েছে পাহাড়ি জনপদে৷

শান্তি চুক্তির বিরোধিতা করে পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিরাও গড়ে তোলেন সম অধিকার আন্দোলন নামে একটি সংগঠন৷ পাহাড়িরা যখন পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, এই সংগঠনটি করছে তার বিরোধিতা৷ তারা বলছেন, চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে পার্বত্য জনপদে বসবাসরত বাঙালিদের নিয়ন্ত্রণ পাহাড়িদের হাতে চলে যাবে৷

বাঙালিদের মধ্যেও আবার দুটি ভাগ আছে৷ স্থায়ী বা আদি বাঙালি আর সেটেলার বাঙালি৷ আবার সেটেলার বাঙালিরাও নিজস্ব রাজনৈতিক পরিচয়ে বিভক্ত৷ আর সাম্প্রতিক সহিংসতার মধ্য দিয়ে একটি বিষয় সামনে এসেছে নতুন করে৷ আর তা হলো, কোনো কোনো ক্ষেত্রে পাহাড়ে বাঙালির কাছে বাঙালি, পাহাড়ির কাছে পাহাড়িও নিরাপদ নন৷ দুটি দিকেই এমন কিছু উগ্রপন্থি মানুষেরা রয়েছেন, যারা সত্য ও নিরপেক্ষ বয়ানকে গ্রহণ করতে পারেন না, বরং ছড়িয়ে দেন ঘৃণা৷

তবে পাহাড়ের সমস্যাগুলো নিয়ে সমতলের মানুষেরা অনেক সময় নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন৷ কখনও সেসব বক্তব্য পাহাড়ের পাহাড়ি কিংবা বাঙালিদের বেশ আঘাত করে৷ কারণ পাহাড়ের পুরো বিষয় পর্যালোচনা না করে একপেশে মতামত ঘৃণাকে আরো উসকে দেয়৷ আর কৌশলী হয়ে ঘৃণা ছড়ানোর এই চর্চা যদি অব্যাহত থাকে তাহলে পাহাড়ের শান্তি ফেরানো কঠিনই হবে

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ