1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদার্থবিদ্যায় নোবেল

৮ অক্টোবর ২০১৩

পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন হিগস-বোসন কণা তত্ত্বের প্রবক্তা ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস এবং বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রঁসোয়া অঁগল্যার৷ ২০১২-তে এঁরাই এই কণার অস্তিত্ব খুঁজে পান৷

ছবি: picture-alliance/AP Photo

দীর্ঘ অর্ধ শতাব্দীর চেষ্টার পর অবশেষে গত বছর হিগস-বোসন কণার অস্তিত্ব খুঁজে পান এই দুই বিজ্ঞানী৷ এরপর জেনেভায় ‘লার্জ হেডরন কোলাইডার'-এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কণা ভেঙে বিভক্ত করতে সমর্থ হন তাঁরা এবং সেসময়ই এই কণার জন্ম হয়৷ পদার্থবিদ্যায় এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত৷

রয়াল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স তাদের বিবৃতিতে বলেছে, পুরস্কৃত তত্ত্বটি পার্টিক্যাল সায়েন্সে একটি আদর্শ মডেল উপস্থাপন করেছে, যার মাধ্যমে বোঝা যায় বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে৷ আদর্শ এই মডেল অনুযায়ী, ফুল থেকে মানুষ পর্যন্ত, নক্ষত্র থেকে গ্রহ পর্যন্ত – সব কিছুই আণবিক পদার্থ দিয়ে তৈরি৷

বিবৃতিতে আরো বলা হয়, হিগস-বোসন পদার্থবিদ্যার শেষ আদর্শ মডেল, যেখানে বিশ্বের মৌলিক মেক-আপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে৷ মহাজাগতিক রশ্মি থেকে ‘বিগ ব্যাং' সৃষ্টির কারণে কেউ কেউ একে ঈশ্বরকণা বলেও সম্বোধন করে থাকেন৷

হিগস-বোসন কণা নিয়ে ১৯৬৪ সালে ছয়জন বিজ্ঞানী প্রথম তাঁদের গবেষণাকাজ প্রকাশ করেন৷ ‘লার্জ হেডরন কোলাইডার' বা এলএইচসি-তে হিগস কণার অস্বিত্ব খুঁজতে কাজ করেন হাজারো মানুষ৷ কিন্তু নোবেল পুরস্কারটি তিনজনের বেশি মানুষের মধ্যে দেয়ার নিয়ম না থাকায় ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস এবং বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রঁসোয়া অঁগল্যার পেলেন এটি৷

৮০ বছর বয়সি অঁগল্যার এবং তাঁর সহকর্মী রবার্ট ব্রট, যিনি ২০১১ সালে মারা যান, এঁরা দু'জনে এ কণার বিষয়ে সিদ্ধান্তে আসার আগেই ৮৪ বছর বয়সি হিগস এই কণিকার অস্তিত্ব খুঁজে পান৷ সে যাই হোক, এবার সম্মানা বাবদ একটি মেডেল, ডিপ্লোমা এবং ৮০ লাখ সুইডিশ ক্রাউন পাবেন এই দুই পদার্থবিদ৷

অনেকেই মনে করেন, হিগস-বোসন কণার বোসন শব্দটি বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বসুর নামে হয়েছে৷ সার্নের গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত সুবীর সরকার ডয়চে ভেলেকে জানান, পার্টিক্যাল সায়েন্সে সত্যেন বসুর অবদান অনস্বীকার্য৷ এছাড়া, পরমাণুর চেয়ে ক্ষুদ্র ‘বোসন' জাতের কণা সত্যেন বসুর সংখ্যাতত্ত্ব মেনে চলে৷ কিন্তু এই কণা আবিষ্কারে সত্যেন বসুর কোনো অবদান নেই৷

এপিবি/ডিজি (এপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ