1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে হিজবুল্লাহ সম্পৃক্ততায় বন্ধ ইসলামিক সেন্টার

২৪ জুলাই ২০২৪

ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগে কয়েক মাস ধরে তদন্ত চলছিল ইসলামিক সেন্টার হামবুর্গ- এর বিরুদ্ধে। জার্মানি হিজবুল্লাহকে সন্ত্রাসি গোষ্ঠী হিসাবে তালিকাবদ্ধ করেছে।

জার্মানির হামবুর্গে অবস্থিত ব্লু মসজিদ
জার্মানির হামবুর্গের ব্লু মসজিদের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছেছবি: Daniel Bockwoldt/dpa/picture alliance

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বুধবার জানিয়েছেন, চরমপন্থা প্রচারের জন্য নিষিদ্ধ হচ্ছে ইসলামিক সেন্টার হামবুর্গ (আইজেএইচ)। সেন্টারটি পরিচালিত বিখ্যাত ব্লু মসজিদেও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

ফেজার বলেন, "একটি পার্থক্য স্পষ্ট করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ- আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কাজ করছি না।" তিনি বলেন, জার্মান রাষ্ট্র এবং নারীদের অধিকারকে ক্ষুণ্ন করার দায়ে এই গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত চলছে৷

ইমাম আলী মসজিদ স্থানীয়ভাবে ব্লু মসজিদ নামে পরিচিত। জার্মানির প্রাচীনতম মসজিদগুলির মধ্যে এটি একটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই নিষেধাজ্ঞার বিষয়ে জানতে জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- এ এই নিষেধাজ্ঞাকে ‘ইসলামবিদ্বেষের উদাহরণ' এবং মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া ইরানের ওপর নির্ভর করছে।

হামবুর্গের ইসলামিক সেন্টার কী?

আইজেডএইচ সংস্থাটিকে জার্মানিতে ইরানি শাসনের প্রতীক হিসাবে মনে করেন অনেকে। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা মনে করে কিছু মসজিদ এবং সমিতির ওপর এই সংস্থার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে৷

ইহুদিবিদ্বেষ ছড়ানোর জন্যও আইজেডএইচ এর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফেজার। গত বছরের নভেম্বরে এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে, এবং সে কারণেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী৷

একটি বিবৃতিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "জার্মানি জুড়ে হামবুর্গ ইসলামিক সেন্টার এবং এর অধিভুক্ত সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে। কারণ এটি একটি ইসলামি চরমপন্থি সংগঠন যা সংবিধান বিরোধী লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।"

হামবুর্গের অনেক বাসিন্দাই দীর্ঘদিন ধরে আইজেডএইচ এর বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়ে আসছেন।

সংগঠনটিক অধীনে থাকা ব্রেমেন, বাভারিয়া, মেকলেনবুর্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়া হেসে, লোয়ার সাক্সনি, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া এবং বার্লিনের ফেডারেল রাজ্যগুলোতে অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও তদন্ত করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩টি স্থাপনায় তল্লাশি চালানো হচ্ছে এবং চারটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

এডিকে/ এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ