1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজাব উড়িয়ে জেলে

২ ফেব্রুয়ারি ২০১৮

নতুন আন্দোলন শুরু করেছেন ইরানের মহিলারা৷ লাঠির মাথায় হিজাব বেঁধে পতাকার মতো ওড়াচ্ছেন তাঁরা৷ নারী স্বাধীনতার দাবিতেই এই আন্দোলন৷ পুলিশ সম্প্রতি এমন ২৯ জনকে গ্রেফতার করেছে৷

ছবি: picture-alliance/E.Noroozi

ইরান সরকারের অন্যতম ভাবনার বিষয় এখন ‘হ্যাশট্যাগ হোয়াইটওয়েডনেসডেজ’৷ সম্প্রতি যে হ্যাশট্যাগের জন্য ২৯জন মহিলাকে গ্রেফতার করেছে ইরান প্রশাসন৷ অভিযোগ, লাঠির মাথায় নিজেদের হিজাব বেঁধে তাঁরা ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিলেন৷ কিন্তু ১৯৭৯ সাল পরবর্তী ইরানে ইসলামিক আইনের শাসন৷ সেখানে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক৷ আইনে স্পষ্ট বলা আছে, মেয়েদের মাথা এমনভাবে ঢাকতে হবে যাতে চুল দেখা না যায়৷ আর পরতে হবে ঢোলা বোরকা, যা পা পর্যন্ত ঢেকে রাখবে৷ এর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ করছেন ইরানের মহিলারা৷ সেই প্রতিবাদের সূত্রেই হিজাব উড়িয়েছিলেন ২৯ জন মহিলা৷ পুলিশও তাঁদের গ্রেফতার করে৷

ঘটনার সূত্রপাত গত বছর৷ ইরানের বিখ্যাত সাংবাদিক মিসাহ আলিনেজাদ প্রথম ‘হ্যাশট্যাগ হোয়াইটওয়েডনেসডেজ’ আন্দোলন চালু করেন৷ নিজের হিজাব খুলে লাঠির গোড়ায় বেঁধে সেটি উড়িয়েছিলেন তিনি৷ গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দিয়েছিলেন তিনি৷ কয়েকদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ এখনো তিনি জেলে৷ কিন্তু মিসাহ-র সেই আন্দোলন ভাইরালের মতো ছড়িয়ে পড়ে ইরান জুড়ে৷ বহু মহিলা এরপর একই কাজ করতে থাকেন এবং গ্রেফতার হন৷ এমনটি সর্বশেষ ঘটনা ঘটেছে কয়েকদিন আগে৷ ২৯জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷

এত কাণ্ডের পরও ইরান সরকার এখনো পর্যন্ত মহিলাদের এই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেনি৷ কেবল ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, মানুষের ভালোর জন্যই আইন৷ মানুষের যা পছন্দ নয়, ইরান সরকার সেই আইন বলবৎ করতে চায় না৷ কিন্তু হিজাব প্রসঙ্গে কোনো কথাই তিনি বলেননি৷ বিশেষজ্ঞদের বক্তব্য, এভাবে মহিলাদের গ্রেফতার করলে হিজাব বিদ্রোহ আরো বড় আকার ধারণ করবে৷ তাঁরা মনে করেন, সরকারের উচিত এই মুহূর্তে বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা৷

এসজি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

২০১৬ সালের আগস্টের এই ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ