1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজাব নিষেধের বিরুদ্ধে প্রতিবাদ

৮ ফেব্রুয়ারি ২০১৬

বসনিয়ার জনসংখ্যা ৩৮ লক্ষ৷ এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মুসলমান৷ সম্প্রতি সে দেশের আইন-আদালতের বিচারক ও কর্মীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

Bosnien Herzegowina Protest
ছবি: picture alliance/AA/A. Zornic

এর প্রতিবাদে রবিবার রাজধানী সারায়েভোতে বিক্ষোভ হয়েছে৷ প্রায় দুই হাজার মানুষ এতে অংশ নেন, যার বেশিরভাগই নারী৷

প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভে অংশগ্রহণকারীরা যে সব ব্যানার নিয়ে গিয়েছিলেন, তাতে লেখা ছিল ‘হিজাব আমার প্রতিদিনের পছন্দ', ‘হিজাব আমার অধিকার', ‘হিজাব আমার জীবন'৷

বিক্ষোভে অংশ নেয়া হালকা নীল রঙের হিজাব পরা ৩৩ বছরের এক মা এলিসা হামোভাচ বলেন, ‘‘আমরা এখানে আমাদের অধিকার রক্ষা করতে এসেছি৷ এটা আমাদের মুকুট, আমাদের অধিকার, আমাদের সম্মান৷''

বসনিয়ার মুসলিম রাজনীতিবিদ সহ ধর্মীয় নেতা ও বিভিন্ন মুসলিম সংগঠনও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে৷

মুসলিম অধ্যুষিত বসনিয়ার মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে দেখা গেছে৷ ১৯৯২ সালে স্বাধীন হওয়ার আগে বসনিয়া যখন কমিউনিস্ট যুগোস্লাভিয়ার অংশ ছিল তখন সেখানে হিজাব নিষিদ্ধ ছিল৷ তবে স্বাধীনতা পাওয়ার পর অনেক নারী হিজাব পরা শুরু করেন৷

জেডএইচ/ডিজি (এএফপি)

বন্ধু, আপনি কি মেয়েদের হিজাব পরার পক্ষে? জানান আপনার মতামত, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ