বসনিয়ার জনসংখ্যা ৩৮ লক্ষ৷ এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মুসলমান৷ সম্প্রতি সে দেশের আইন-আদালতের বিচারক ও কর্মীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
বিজ্ঞাপন
এর প্রতিবাদে রবিবার রাজধানী সারায়েভোতে বিক্ষোভ হয়েছে৷ প্রায় দুই হাজার মানুষ এতে অংশ নেন, যার বেশিরভাগই নারী৷
প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভে অংশগ্রহণকারীরা যে সব ব্যানার নিয়ে গিয়েছিলেন, তাতে লেখা ছিল ‘হিজাব আমার প্রতিদিনের পছন্দ', ‘হিজাব আমার অধিকার', ‘হিজাব আমার জীবন'৷
বিক্ষোভে অংশ নেয়া হালকা নীল রঙের হিজাব পরা ৩৩ বছরের এক মা এলিসা হামোভাচ বলেন, ‘‘আমরা এখানে আমাদের অধিকার রক্ষা করতে এসেছি৷ এটা আমাদের মুকুট, আমাদের অধিকার, আমাদের সম্মান৷''
বসনিয়ার মুসলিম রাজনীতিবিদ সহ ধর্মীয় নেতা ও বিভিন্ন মুসলিম সংগঠনও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে৷
মুসলিম অধ্যুষিত বসনিয়ার মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে দেখা গেছে৷ ১৯৯২ সালে স্বাধীন হওয়ার আগে বসনিয়া যখন কমিউনিস্ট যুগোস্লাভিয়ার অংশ ছিল তখন সেখানে হিজাব নিষিদ্ধ ছিল৷ তবে স্বাধীনতা পাওয়ার পর অনেক নারী হিজাব পরা শুরু করেন৷
জেডএইচ/ডিজি (এএফপি)
আফ্রিকার নারীদের হেডস্কার্ফ পরার যত কারণ
আফ্রিকার নারীদের পোশাকের একটি অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে হেডস্কার্ফ৷ মাথায় স্কার্ফ পরার অনেকগুলো কারণ নিয়ে সাজানো ছবিঘর৷
ছবি: DW/I. Kaledzi
অশুভ শক্তি থেকে রক্ষা
আফ্রিকার নারীদের ফ্যাশনের একটি অন্যতম অংশ হেডস্কার্ফ৷ শুধু বৃষ্টির হাত থেতে রক্ষা পেতে নয়, বুর্কিনা ফাসোর মেয়েরা বিশ্বাস করেন হেডস্কার্ফ তাঁদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে!
ছবি: DW/R. Tiene
দিন-রাত সবসময়
কেনিয়ার ২১ বছর বয়সি সাংবাদিক উইনি কেরুবো বলেন, তিনি স্কার্ফ পছন্দ করেন৷ তাই দিনে, রাতে, এমনকি শোবার সময়ও তিনি মাথায় কাপড় পরেন৷ কখনও মাথায় হেডস্কার্ফ না থাকলে কেমন যেন অস্বস্তি বোধ হয় বলে জানান কেরুবো৷
ছবি: DW/E. Ponda
মুসলিম পরিচিতি
ঘানার ২৩ বছরের আদিসা সাকি নিজের মুসলমান পরিচিতিকে তুলে ধরতে হেডস্কার্ফ ব্যবহার করেন৷ বাইরে যাওয়ার সময় তিনি সাধারণত এটি পরে থাকেন৷ মায়ের কাছ থেকে তিনি সহজে এবং তাড়াতাড়ি হেডস্কার্ফ পরা শিখেছেন৷
ছবি: DW/I. Kaledzi
আফ্রিকার ঐতিহ্য
আইসাতা কেন বলেন, শুধু আফ্রিকান নয় পশ্চিমা পোশাকের সঙ্গেও হেডস্কার্ফ দারুণভাবে মানিয়ে যায়৷ তিনি নিজে একজন মুসলমান হলেও বলেন, ‘‘শুধু মুসলিম নারী নয়, মাথায় স্কার্ফ পরা আফ্রিকার একটি ঐতিহ্য৷’’
ছবি: DW/M. Alpha Diallo
ফ্যাশনের অংশ
নাইজেরিয়ায় হেডস্কার্ফ পরার অনেক স্টাইল ও উপায় রয়েছে৷ ৫০ বছরের মাইরো বুবা বলেন, তিনি নিজেকে সুন্দর দেখানোর জন্য মাথায় স্কার্ফ পরেন৷ আর ২১ বছরের শাওবুর মন্তব্য, কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় স্কার্ফ না পরলে তাকে সুন্দর লাগে না৷
ছবি: DW/Abdul-Raheem Hassan
‘ফিলিং লাইক আ লেডি’
মাথায় স্কার্ফ পরার কারণ হিসেবে এই কথাটাই বললেন ঘানার ২৭ বছর বয়সি সাংবাদিক জুনিতা সালাহ৷
ছবি: DW/I. Kaledzi
বিবাহিত পরিচয়
দক্ষিণ আফ্রিকার ডারবানে ৬৫ বছর বয়সি বঙ্গি খুমালো বললেন, মাথায় স্কার্ফ পরার মাধ্যমে তিনি যে জুলু সম্প্রদায়ের একজন বিবাহিত নারী তার প্রমাণ দেন৷
ছবি: DW/S. Govender
বিয়ের পোশাক
ঘানার নানা আমা বিয়ের সময় মাথায় এমন একটি স্কার্ফ পরার পরিকল্পনা করছেন৷ ঘানার আকান সংস্কৃতিতে বিয়ে করতে কিংবা সন্তান জন্ম দিতে ইচ্ছুক নারীদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় হেডস্কার্ফ৷