পাকিস্তানের হিজড়াদের ধর্ষণ করা হলে পুলিশ সেটাকে ধর্ষণ হিসেবে গ্রহণই করে না – এমনটাই দাবি করেছেন সেদেশের এক হিজড়া অ্যাক্টিভিস্ট৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি৷
বিজ্ঞাপন
পাকিস্তানে সমকামীদের মধ্যে বিয়ে ‘শাস্তিযোগ্য অপরাধ’
02:09
পাকিস্তানে বর্তমানে হিজড়াদের সংখ্যা দু'লাখের মতো৷ দেশটির রক্ষণশীল সমাজের মূলধারায় তাঁদের অধিকাংশক্ষেত্রেই জায়গা হয় না৷ ফলে দেহব্যবসা, ভিখারি, এমনকি স্ট্রিট ড্যান্সারের মতো কাজে করতে বাধ্য হন তাঁরা৷
বৃহন্নলাদের ‘অহংকার যাত্রা’
২০১৩ সালের নভেম্বরে তৃতীয় লিঙ্গে হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের হিজড়ারা এবার ঢাকায় প্রথমবারের মতো ‘প্রাইড মার্চ’ করেছেন৷ এতে অন্তত এক হাজার হিজড়া অংশ নেন৷
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman
প্রাইড মার্চ
বাংলাদেশের হিজড়া সম্প্রদায় ২০১৪ সালের ১০ নভেম্বর ঢাকায় প্রথমবারের মতো ‘হিজড়া প্রাইড ডে’ উদযাপন করেন৷ স্বীকৃতি পাওয়ার পর হিজড়ারা এই প্রথম ‘প্রাইড মার্চ’ করলেন৷ এই সমাবেশে অন্তত এক হাজার হিজড়া অংশ নেন৷
ছবি: picture-alliance/dpa/Monirul Alam
স্বীকৃতির বর্ষপূর্তি
গত বছর ১০ নভেম্বরে বাংলাদেশের হিজড়ারা তৃতীয় লিঙ্গ হিসেবে মন্ত্রিসভার স্বীকৃতি পায়৷ তার এক বছর পূর্তিতে এই সমাবেশের আয়োজন করেন তাঁরা৷
ছবি: picture-alliance/dpa/Monirul Alam
আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন
জাতীয় পতাকা নিয়ে এই হিজড়ার উচ্ছ্বাস প্রমাণ করে বর্ষপূর্তির উৎসব উদযাপনে কতটা খুশি তিনি৷
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman
অধিকার প্রাপ্তি
এই স্বীকৃতির ফলে তাদের অধিকার ফিরে পান হিজড়ারা৷ পান তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয় দেয়ার অধিকার, সেই সাথে সব সরকারি নথিপত্র এবং পাসপোর্টে নিজেদের লিঙ্গ উল্লেখ করার অধিকার৷
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman
মেহেদী উৎসব
বর্ষপূর্তি উপলক্ষ্যে মেহেদী উৎসবের আয়োজন করেছিলেন হিজড়ারা৷ অনেককেই দেখা যায় মেহেদী উৎসবে যোগ দিতে৷
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman
হিজড়াদের সংখ্যা
সাধারণ হিসেবে দেশে প্রায় ১০ হাজার হিজড়া রয়েছে বলে ধারণা করা হয়৷ কিন্তু হিজড়াদের নেতা আবুল হোসেন ডয়চে ভেলেকে গত বছর জানিয়েছিলেন, সারা দেশে তাঁদের সংখ্যা ৪০ হাজারের কম হবে না৷
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman
বঞ্চনার কাহিনি
এর আগে লিঙ্গের স্বীকৃতি না থাকায় হিজড়ারা বেঁচে থাকার তাগিদেই কখনো পুরুষ আবার কখনো নারীর পরিচয় ধারণ করতেন৷ আর তাঁদের শুধু বঞ্চনা নয়, নির্যাতনেরও শিকার হতে হতো৷ এমনকি তাঁরা মারা গেলে তাদের জানাজা বা সত্কার নিয়েও হতো জটিলতা৷
ছবি: picture alliance/AP Photo
7 ছবি1 | 7
আইনি দিক থেকেও দেশটিতে সমকামী এবং হিজড়াদের কোনো অধিকার নেই৷ সমকামীদের মধ্যে বিবাহ এবং যৌনমিলন পাকিস্তানে শাস্তিযোগ্য অপরাধ৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির হিজড়া অ্যাক্টিভিস্ট আলী রাজা, যিনি নিজেকে আলিয়া নামে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন, জানান, পাকিস্তানে হিজড়ারা নানাভাবে বৈষম্যের শিকার হন৷ বিষয়টি জেনে গেলে সবাই তাঁদের নিয়ে ঠাট্ট মশকরা করেন৷
হিজড়াদের বিভিন্নভাবে যৌন নিপীড়ন করা হয় বলেও জানান বর্তমানে জার্মানিতে অবস্থানরত আলিয়া৷ তিনি বলেন, তাঁদের লাঠি দিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ সেসব অভিযোগ গ্রহণ করে না৷ কেননা, আইন অনুযায়ী, এটা ধর্ষণ নয়৷
পাকিস্তানের ধর্মীয় নেতারা অবশ্য সম্প্রতি জানিয়েছেন, হিজড়ারা – যাঁরা তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবেও পরিচিত – বিয়ে করতে পারবেন এবং মুসলমানদের মতোই তাঁদের কবর দেয়া যাবে৷ তবে সেদেশের সমাজে হিজড়াদের সম্পর্কে ইতিবাচক মনোভাব আসতে সময় লাগবে বলে মনে করেন আলিয়া৷
আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷