1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারের কফি কাপ!

ক্রিস্টিনা রাইমান/আরবি২৬ এপ্রিল ২০১৪

একটি আসবাব প্রতিষ্ঠান চীনে কফির কাপ তৈরি করতে দিয়ে পড়েছিল সমস্যায়৷ কারণ তাতে আঁকা ছিল হিটলারের ছবি ও স্বস্তিকা চিহ্ন৷ ইতিমধ্যে কাপগুলিকে বাজার থেকে উঠিয়ে নেওয়া হলেও, বনের ‘ইতিহাস ভবন’ একটি কাপ রাখার ব্যাপারে আগ্রহী৷

Tasse mit Hitlermotiv
ছবি: picture-alliance/dpa

একটি লাল গোলাপ, একটি ইংরেজি পংক্তি ও সিল দেওয়া একটি ডাকটিকিট অলঙ্কৃত করেছে কাপটিকে৷ কাপটি শুধু সস্তা মানেরই নয়, জাতীয় সমাজতান্ত্রিকদের আমলের একটি ঐতিহাসিক ডাকটিকিটও আঁকা রয়েছে এতে৷ যাতে দেখা যায় হিটলারের প্রতিকৃতি ও স্বস্তিকা চিহ্ন

ক্রেতারা ক্ষতিপূরণ পাবেন

যে সব কাপ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে এবার৷ ক্রেতাদের প্রতি কাপের জন্য ২০ ইউরোর একটি কুপন দেওয়া হচ্ছে৷ যদিও একটি কাপের দাম ছিল ১.৯৯ ইউরো৷ বলা হয়েছে আসবাব-পত্রের দোকানটির তরফ থেকে৷

এদিকে বনে অবস্থিত সমসাময়িক ইতিহাসের মিউজিয়াম বা ‘ইতিহাস ভবন' এর একটি নিদর্শনকে তার সংগ্রহে রাখার জন্য বিশেষ আগ্রহ দেখিয়েছে৷ ‘‘আমাদের ইচ্ছা কাপটিকে আমাদের সংগ্রহের জন্য রাখতে৷ এটিকে প্রদর্শন করা হবে না৷'' বলেন মিউজিয়ামের মুখপাত্র পেটার হফমান৷ গণমাধ্যমের প্রচারের ফলে এই কাপের বিষয়টি নজরে আসে তাদের৷ অবশ্য আসবাব-পত্রের প্রতিষ্ঠানটির সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি৷

‘‘এখানে নাৎসি অতীতের সঙ্গে সম্পর্কের বিষয়টি উঠে এসেছে'', বলেন হফমান৷ এক্ষেত্রে দুটি প্রশ্ন দেখা দেয়: আজকের এই বিশ্বায়নের যুগে উৎপাদনের শর্তাবলী কীভাবে বদলে যাচ্ছে? হিটলারের প্রতিকৃতি যে কাপে আঁকা ছিল, তা জার্মানিতে কারো চোখে পড়লো না কেন?

‘ইতিহাস ভবনে' এই বিষয়টি নিয়ে খুব হৈচৈ হয়নি৷ছবি: picture-alliance/dpa

প্রথমে কারো চোখে পড়েনি

‘ইতিহাস ভবনে' এই বিষয়টি নিয়ে খুব হৈচৈ হয়নি৷ ‘‘আমাদের সংগ্রহের জন্য দৈনিক শয়ে শয়ে সামগ্রীর খোঁজখবর পাওয়া যায়৷ বর্তমানে আমাদের ৭০০,০০০ প্রদর্শনী-সামগ্রী রয়েছে৷'' জানান হফমান৷

আসবাব-পত্রের ঐ প্রতিষ্ঠানটি চীনের এক বাণিজ্যমেলায় এই কাপ তৈরির অর্ডারটি দেয়৷ অন্য আঁকাজোখার মধ্যে কাপটিতে হিটলারের প্রতিকৃতি ও স্বস্তিকাচিহ্নের ছবি প্রথমে কারো চোখে পড়েনি৷

এইগুলি প্রথমদিকে দোকানের সেল্ফে বা তাকে সাজিয়ে রাখা হয়েছিল৷ এমনকি ঘটনাটি প্রকাশ হওয়ার আগে বিক্রিও হয়ে যায় ১৭৫টি কাপ৷ বিষয়টির একটি আইনগত দিকও রয়েছে৷ জাতীয় সমাজতান্ত্রিকদের প্রতীক, স্বস্তিকাচিহ্ন জার্মানিতে নিষিদ্ধ৷ মিডিয়ার তথ্যমতে রাষ্ট্রীয় সুরক্ষা দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত করছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ