গতমাসের শেষে পাকিস্তানের উপজাতিক এলাকা থেকে একটি ৩২ পাতার দলিল অ্যামেরিকান মিডিয়া ইনস্টিটিউট-এর হাতে আসে৷ দলিলে আগামী পাঁচ বছরে ইসলামিক স্টেট বা আইএস-এর স্ট্র্যাটেজি বর্ণনা করা হয়েছে৷
বিজ্ঞাপন
দৃশ্যত এক অনামা পাকিস্তানি নাগরিক – যার তালেবানের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ আছে – এএমআই-এর হাতে দলিলটি তুলে দেন৷ এএমআই তাদের এই সূত্রের পরিচয় গোপন রেখেছে, তবে ইউএসএ টুডে পত্রিকাকে তা জানিয়েছে৷ ইতিপূর্বে দলিলটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করা হয় এবং মার্কিন গুপ্তচর বিভাগের তিনজন সাবেক ও কর্মরত কর্মকর্তাকে দেখানো হয়৷ কর্মকর্তারা দলিলটি প্রামাণ্য বলে ঘোষণা করেছেন৷
ইউএসএ টুডে-র প্রতিবেদনের প্রায় দু'সপ্তাহ পরে বিষয়টি একাধিক ব্রিটিশ ট্যাবলয়েড ও পত্রিকায় স্থান পেয়েছে, যেমন ডেইলি মেল, ডেইলি এক্সপ্রেস অথবা ডেইলি মিরর-এর অনলাইন সংস্করণে৷ বিশেষত যখন ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা বিভাগ আগামী শনিবার রানি এলিজাবেথের উপর আক্রমণের সম্ভাবনা নিয়ে ব্যতিব্যস্ত, তখন পাঁচ বছরের মধ্যে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম ইউরোপের একাংশে আইএস-এর আধিপত্য জাহির করার পরিকল্পনা গুরুত্ব পাবে বৈকি – অন্তত খবর হিসেবে৷ যদিও কিছু কিছু বিশ্লেষকের মতে দলিলটি আইএস-এর ওপরমহলের না হয়ে, কোনো আইএস অনুপ্রাণিত সমর্থকের মস্তিষ্কপ্রসূত হতে পারে৷ যেমন পশ্চিমি বিশ্ব কিংবা ইউরোপকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা না করে, ভারতকে ভবিষ্যৎ রণাঙ্গণ বলে ঘোষণা করাটা অপ্রত্যাশিত – যেমন অপ্রত্যাশিত উত্তর আফ্রিকা তথা আরব বিশ্ব জুড়ে সশস্ত্র অভ্যুত্থানের আহ্বান৷
হত্যা, আতঙ্ক আর ঘৃণায় আইএস
শুধু ইরাক আর সিরিয়া নয়, আজকাল বিশ্বের অনেক দেশেই ইসলামিক স্টেট বা আইএস-এর তৎপরতার কথা শোনা যায়৷ খেলাফত কায়েমের কথা বলে মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করা জঙ্গি সংগঠনটিকে নিয়েই আমাদের আজকের ছবিঘর৷
ছবি: picture-alliance/dpa/Jordan News Agency
তাদের কাছে নারী যেন বাজারের পণ্য
অনেক সময় আটক নারী ও শিশুদের আইএস জঙ্গিরা যৌন দাস হিসেবে ব্যবহার করে৷ সম্প্রতি আইএস-এর কবল থেকে পালিয়ে আসা ৪০ জনেরও বেশি ইয়াজিদি নারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ নারী ও শিশুদের সঙ্গে আইএস-এর এমন আচরণে নিন্দা জানিয়েছেন সবাই৷
ছবি: DW/Andreas Stahl
সাংবাদিক, এনজিওকর্মী হত্যা করে হুমকি
তাদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ না করায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রতি ক্ষোভ প্রকাশ করতে নিরপরাধ মানুষ হত্যার বেশ কিছু নজীর গড়েছে আইএস৷ বিমান হামলার প্রতিশোধের কথা বলে যুক্তরাষ্ট্রের দু’জন সাংবাদিক, একজন এনজিও কর্মী এবং ব্রিটেনের দু’জন এনজিও কর্মীর শিরশ্ছেদ করেছে তারা৷ ওপরের ছবিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফলিকে৷ গত আগস্টে তাঁর শিরশ্ছেদ করে ভিডিওচিত্র প্রচার করে আইএস৷
ছবি: dapd
মুসলমান হলেও রক্ষা নেই....
ইসলাম ধর্ম গ্রহণ করে সিরীয় শরণার্থীদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন পিটার কাসিগ৷ মুসলমান হিসেবে তাঁর নাম হয়েছিল আব্দুল রহমান কাসিগ৷ গত নভেম্বরে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তাঁকেও হত্যা করে আইএস৷ হত্যার পর ভিডিও চিত্রও প্রকাশ করা হয়৷ নৃশংস এ ঘটনাকে ‘শয়তানের কাজ' হিসেবে বর্ণনা করেন বারাক ওবামা৷
ছবি: picture-alliance/AP/Kassig Family
জিম্মি করে মুক্তিপণ দাবি, তারপর...
জাপানের দুই নাগরিককে জিম্মি করে প্রথমে ২০০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে আইএস৷ মুক্তিপণ না পাওয়ায় হারুনা ইউকাওয়াকে হত্যা করলেও সাংবাদিক কেনজি গোতোকে আটকে রাখে৷ গোতো এবং জর্ডানের বৈমানিক আইমান মাজ-আল-কাসাবেহকে জিম্মি করে তাঁদের প্রাণের বিনিময়ে জর্ডানে আটক আইএস-এর এক নারী যোদ্ধার মুক্তি দাবি করা হয়৷ তাঁকে মুক্তি না দেয়ায় কেনজি গোতো এবং আইমান মাজ-আল-কাসাবেহকে হত্যা করে আইএস৷
ছবি: Reuters/www.reportr.co via Reuters TV
ইরাকে শুরু....
গত বছরের জুন মাসে ঝটিকা আক্রমণের ইরাকের মোসুল দখল করে নেয় আইএস৷ সুন্দিদের এই জঙ্গি সংঠনটি তারপর ইরাকের বেশ বড় একটা অংশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে৷ সিরিয়াতেও দখল করে নেয় কিছু এলাকা৷
ছবি: picture-alliance/AP Photo
বাংলাদেশেও তৎপর আইএস...
আইএস সরাসরি যুদ্ধ করছে ইরাক আর সিরিয়ায়৷ যোদ্ধা সংগ্রহ করা হচ্ছে বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে৷ জার্মানি, বৃটেন, ফ্রান্স, বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশগুলো থেকে জঙ্গি মনোভাবাপন্নরা গিয়েছে ইরাক, সিরিয়ায়৷ এশিয়ার দেশগুলোতেও তৎপর আইএস৷ বাংলাদেশেও আইএস সমর্থক সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে৷
ছবি: Reuters
জুতার নীচে আইএস!
আইএস-এর প্রতি ঘৃণাও বাড়ছে সারা বিশ্বে৷ ইরাকের স্থপতি আকীল খ্রীফ তো আইএস জঙ্গিদের প্রতি ঘৃণা প্রকাশ করতে বেছে নিয়েছেন অভিনব এক উপায়৷ পুরোনো জুতা সংগ্রহ করে তার নীচে জুতার পরিত্যক্ত ফিতা, বোতাম ইত্যাদি দিয়ে ফুটিয়ে তুলছেন আইএস জঙ্গিদের চেহারার আদল৷ আকীল খ্রীফ মনে করেন, আইএস জঙ্গিদের স্থান জুতার নীচেই হওয়া উচিত৷
ছবি: Armend Nimani/AFP/Getty Images
বৈমানিককে পুড়িয়ে মারা এবং জর্ডানের ‘প্রতিশোধ’
আটক নারী যোদ্ধাকে মুক্তি না দেয়ায় জর্ডানের বৈমানিক আইমান মুয়াত আল-কাসেসবেহ-কে নৃশংসভাবে পুড়িয়ে মারে আইএস৷ ক্ষুব্ধ হয়ে পাল্টা ব্যবস্থা নিতেও দেরি করেনি জর্ডান৷ আইমান মুয়াত আল-কাসেসবেহ-কে (ওপরের ছবি) হত্যা করে আইএস ভিডিও প্রকাশের পরই তাদের নারী যোদ্ধা সাজিদা আল-রিশোয়াই ও আরেক কর্মীকে ফাঁসিতে ঝোলায় জর্ডান সরকার৷
ছবি: picture-alliance/dpa/Jordan News Agency
8 ছবি1 | 8
৩২ পাতার দলিলটিকে নাৎসি নেতা আডল্ফ হিটলারের ‘‘মাইন কাম্ফ''-এর সঙ্গে তুলনা করাটাও সম্ভবত রগরগে সাংবাদিকতার খাতিরে, যদিও ছ'টি পর্যায়ে বিশ্ব দখলের পরিকল্পনা ‘‘ইসলামিক স্টেট খিলাফতের সংক্ষিপ্ত ইতিহাস''-এও বিধৃত করা হয়েছে৷ ষষ্ঠ এবং চূড়ান্ত পর্যায়ের লড়াই শুরু হবে ২০১৭ সালে, চলবে ২০২০ সাল অবধি – এই হলো ভবিষ্যদ্বাণী৷
ভবিষ্যতের পরিকল্পনা যাই হোক, ইসলামিক স্টেট জঙ্গিরা বর্তমানেও নজর কাড়ছে তাদের নৃশংসতা ও নির্মমতা দিয়ে৷ আইএস দু'হাজার বছরের পুরনো রোমক শহর পালমিরা দখল করে গত মে মাসে৷ এবার তারা সিরিয়ার প্রখ্যাততম প্রত্নতত্ত্ববিদ ৮১ বছর বয়সি খালেদ আল-আসাদের শিরশ্ছেদ করেছে – এবং পরে তাঁর দেহ একটি রোমক খিলানের সঙ্গে বেঁধে রেখেছে৷ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ও ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর খবর অনুযায়ী, আল-আসাদকে মঙ্গলবার পালমিরার মিউজিয়ামের সামনে হত্যা করা হয়৷