1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারের পরিকল্পনা ব্যর্থ করেছিলেন যিনি

২৭ অক্টোবর ২০১৮

তাঁকে নিয়ে লেখা হয়েছে বই, হয়েছে টিভি সিরিয়াল, এমনকি চলচ্চিত্রও হয়েছে হলিউডে৷ অসম সাহস নিয়ে হিটলারের বিপক্ষে দাঁড়ানো ইওয়াখিম রনবার্গকে এখন শ্রদ্ধা জানাচ্ছে বিশ্বের অনেক মানবতাবাদী, শান্তিপ্রিয় মানুষ৷

ছবি: Getty Images/AFP/A. Cowie

নাৎসিদের পারমানবিক পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন নরওয়ের অধিবাসী, ইওয়াখিম রনবার্গ৷৯৯ বছর বয়সে মারা গেলেন তিনি৷

১৯৪৩ সালে তরুণ সৈনিক ইওয়াখিম ‘অপারেশন গানারসাইড'-এর নেতৃত্ব দেন৷ এই অপারেশন নরস্ক হাইড্রো প্লান্টের একটি গুরুত্বপূর্ণ অংশকে ধ্বংস করার ফলে নাৎসি জার্মানির পরমাণু অস্ত্র গবেষণা বন্ধ হয়ে যায়৷

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ বলেন, ‘‘নাৎসি আধিপত্যের বিরুদ্ধে লড়া সৈনিক রনবার্গ আমাদের হিরো ছিলেন৷''

১৯১৯ সালে জন্মানো রনবার্গ জার্মান সেনাবাহিনী থেকে পালিয়ে ব্রিটেনে যান৷ সেখানে অন্যান্য নরওয়েজিয়ান নাৎসি-বিরোধী প্রতিরোধ বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেন৷

ততদিনে তাঁর স্বদেশ নরওয়ে নাৎসিদের দখলে চলে গেছে৷ ১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে সেখানে ফেরেন তিনি৷ তাঁর নেতৃত্বে ছয় জনের একটি দল হাইড্রো প্ল্যান্টে হামলা চালায়৷

এই প্ল্যান্টটি নাৎসিদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ৷

তখনকার দিনে বিশাল মাত্রায় ডিটুও বা ভারি জল উৎপাদন করতে পারা বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট ছিল সেটি৷

ডিটুও মূলত ডিউটেরিয়াম-সমৃদ্ধ একটি পদার্থ, যা পারমানবিক অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

প্রথমে আকাশপথে ও পরে পায়ে হেঁটে সেই পাহারায় ঘেরা প্ল্যান্টে পৌঁছান রনবার্গ ও তাঁর দল৷

ডিটুও প্রস্তুতকারী মেশিনগুলি যখন তাঁদের লাগানো বোমায় ছিন্নভিন্ন হচ্ছিল, রনবার্গ তাঁর সাথের সৈনিকদের নিয়ে তখন যাচ্ছিলেন কয়েকশ' কিলোমিটার দূরের সুইডেনের দিকে৷

এই দুঃসাহসী অভিযানের অনুপ্রেরণায় ১৯৬৫ সালের হলিউডে ‘দা হিরোস অফ টেলিমার্ক' ছবিটি তৈরি হয়৷

এছাড়া একই গল্প থেকে তৈরি হয়েছে অসংখ্য বই, তথ্যচিত্র ও টেলিভিশন নাটক৷

যুদ্ধ শেষে রনবার্গ রেডিও সাংবাদিকতায় নামলেও নাৎসি-বিরোধী সৈনিক হিসেবে তাঁর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে চাননি৷

অবশেষে ১৯৭০ সালে নীরবতা ভেঙে জনসমক্ষে যুদ্ধ ও স্বৈরতন্ত্রের বিপদ বিষয়ে সোচ্চার হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক ইওয়াখিম রনবার্গ৷

এসএস/এসিবি (এএফপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ