1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারের মতো পোশাক পরায় গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রিয়ার ব্রাউনাউ আম ইন৷ সেখানে অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল৷ জায়গাটা ছিল নাৎসি সমর্থকদের ‘তীর্থক্ষেত্র'৷ সেখানেই এক ব্যক্তি হিটলারের মতো পোশাক পরায় তাকে নাৎসিবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে৷

ছবি: picture-alliance/dpa

গত সোমবার ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ জার্মানির দক্ষিণ সীমান্তে এই শহরটিতে ১৭ হাজার মানুষের বাস৷ সেখানে একটি ফ্ল্যাট থেকে ঐ ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷

বিভিন্ন প্রতিবেদন বলছে, কেবল যে জনসমক্ষে ঐ ব্যক্তি হিটলারের পোশাক পরে ঘুরছিলেন তা-ই নয়, তার গোঁফ এবং চুলের কাটও হিটলারের মতো৷ তাই দেখতে নাৎসি স্বৈরশাসকের মতোই লাগছিল তাকে৷ হিটলারের যে বাড়িতে জন্ম হয়েছিল, তার আশেপাশেই তাকে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়৷ পাশের একটি বইয়ের দোকানেও ঢুঁ মারে সে৷ সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন পত্রিকার খোঁজ করছিল৷

‘ওবারওসটেরাইসে নাখরিসটেন' সংবাদপত্র জানিয়েছে, ঐ ব্যক্তিকে স্থানীয় একটি বারেও দেখা গেছে, যেখানে সে নিজেকে হারাল্ড হিটলার বলে পরিচয় দিয়েছিল৷ ১৯৪৭ সালে অস্ট্রিয়ায় নাৎসি মতাদর্শকে অবৈধ ঘোষণা করে এই আদর্শবিরোধী আইন করা হয়৷ সেই আইনেই আটক করা হয়েছে ঐ ব্যক্তিকে৷

স্থানীয় পুলিশের মুখপাত্র ডাভিড ফুর্টনার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ঐ ব্যক্তি হিটলারকে মহিমান্বিত করতে চেষ্টা করছিলো৷

হিটলারের ঐ বাড়িটি নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলছে৷ নাৎসি সমর্থকরা ঐ বাড়িটিকে যেন তীর্থস্থান মনে না করে এবং সেখানে না আসে সেজন্য অস্ট্রিয়া সরকার এটি ভেঙ্গে ফেলার পরিকল্পনা করছিল৷

কিন্তু বাড়িটির বর্তমান মালিক এ ব্যাপারে আদালতের শরনাপন্ন হন৷ বিষয়টি নিয়ে এখন মামলা চলছে৷ এই শহরে হিটলার জন্মেছিলেন ১৮৮৯ সালে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ