অস্ট্রিয়ার ব্রাউনাউ আম ইন৷ সেখানে অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল৷ জায়গাটা ছিল নাৎসি সমর্থকদের ‘তীর্থক্ষেত্র'৷ সেখানেই এক ব্যক্তি হিটলারের মতো পোশাক পরায় তাকে নাৎসিবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে৷
বিজ্ঞাপন
গত সোমবার ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ জার্মানির দক্ষিণ সীমান্তে এই শহরটিতে ১৭ হাজার মানুষের বাস৷ সেখানে একটি ফ্ল্যাট থেকে ঐ ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷
বিভিন্ন প্রতিবেদন বলছে, কেবল যে জনসমক্ষে ঐ ব্যক্তি হিটলারের পোশাক পরে ঘুরছিলেন তা-ই নয়, তার গোঁফ এবং চুলের কাটও হিটলারের মতো৷ তাই দেখতে নাৎসি স্বৈরশাসকের মতোই লাগছিল তাকে৷ হিটলারের যে বাড়িতে জন্ম হয়েছিল, তার আশেপাশেই তাকে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়৷ পাশের একটি বইয়ের দোকানেও ঢুঁ মারে সে৷ সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন পত্রিকার খোঁজ করছিল৷
‘ওবারওসটেরাইসে নাখরিসটেন' সংবাদপত্র জানিয়েছে, ঐ ব্যক্তিকে স্থানীয় একটি বারেও দেখা গেছে, যেখানে সে নিজেকে হারাল্ড হিটলার বলে পরিচয় দিয়েছিল৷ ১৯৪৭ সালে অস্ট্রিয়ায় নাৎসি মতাদর্শকে অবৈধ ঘোষণা করে এই আদর্শবিরোধী আইন করা হয়৷ সেই আইনেই আটক করা হয়েছে ঐ ব্যক্তিকে৷
স্থানীয় পুলিশের মুখপাত্র ডাভিড ফুর্টনার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ঐ ব্যক্তি হিটলারকে মহিমান্বিত করতে চেষ্টা করছিলো৷
হিটলারের ঐ বাড়িটি নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলছে৷ নাৎসি সমর্থকরা ঐ বাড়িটিকে যেন তীর্থস্থান মনে না করে এবং সেখানে না আসে সেজন্য অস্ট্রিয়া সরকার এটি ভেঙ্গে ফেলার পরিকল্পনা করছিল৷
কিন্তু বাড়িটির বর্তমান মালিক এ ব্যাপারে আদালতের শরনাপন্ন হন৷ বিষয়টি নিয়ে এখন মামলা চলছে৷ এই শহরে হিটলার জন্মেছিলেন ১৮৮৯ সালে৷
হিটলারের নকল ডায়েরি প্রকাশের ৩০ বছর
১৯৮৩ সালের ২৫ এপ্রিল জার্মানির হামবুর্গে এক সংবাদ সম্মেলনে হিটলারের ডায়েরি পাওয়া যাওয়ার খবর দেয়া হয়৷ পরে যেটা নকল বলে প্রমাণিত হয়৷
ছবি: picture-alliance/dpa
সংবাদ সম্মেলন ডেকে ডায়েরি প্রকাশ
১৯৮৩ সালের ২৫ এপ্রিল জার্মানির হামবুর্গে একটি সংবাদ সম্মেলন ডাকেন সাংবাদিক গের্ড হাইডেমান৷ সেখানে সারা বিশ্ব থেকে যাওয়া সাংবাদিকদের সামনে তিনি হিটলারের হাতে লেখা একটি ডায়েরি উপস্থাপন করেন৷ পরবর্তীতে যেটা নকল বলে প্রমাণিত হয়৷
ছবি: picture-alliance/dpa
‘বড় গল্পের সন্ধান’
গের্ড হাইডেমান ছিলেন একজন অনুসন্ধানী সাংবাদিক৷ যখন তাঁর কাছে নকল ডায়েরিটা নিয়ে যাওয়া হয় তখন তিনি সেটা দিয়ে বড় ব্যবসা করার পরিকল্পনা করেন৷
ছবি: ullstein bild
সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞের উপস্থিতি
হিটলারের ডায়েরিকে আসল প্রমাণ করতে হামবুর্গের সংবাদ সম্মেলনে ব্রিটিশ ইতিহাসবিদ ও হিটলার বিশেষজ্ঞ হিউ ট্রেভর-রোপার ও মার্কিন ইতিহাসবিদ গেরহার্ড লুডভিগ ভাইনবের্গকে হাজির করা হয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
নকল প্রমাণিত
সংবাদ সম্মেলনে উপস্থাপন করার মাত্র ১১ দিনের মাথায় সেটা নকল বলে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম৷ সরকারের দুটো মন্ত্রণালয় প্রমাণ করে দেখায় যে, ঐ ডায়েরি বাঁধাই করতে যে উপাদান ব্যবহার করা হয়েছে সেটা তৈরিই হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর৷
ছবি: picture alliance/AP Photo
যিনি নকল করেছেন
ইনি হলেন কনরাড কুয়াও৷ তাঁকে দিয়েই হিটলারের হাতের লেখা নকল করে ডায়েরিটা বানানো হয়েছিল৷ এ জন্য কুয়াওকে মোটা অংকের টাকা দেয়া হয়৷
ছবি: AP
কারাভোগ
ধরা পড়ার পর বিচার প্রক্রিয়া শেষে হাইডেমানকে চার বছর আট মাস আর কুয়াওকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa
মঞ্চনাটক
এই ঘটনা নিয়ে ১৯৯২ সালে জার্মানিতে একটি হাস্যরসাত্মক মঞ্চনাটক হয়েছে৷ ছবিতে তার একটি দৃশ্য দেখা যাচ্ছে৷
ছবি: imago stock&people
‘জনপ্রিয়তা’ অর্জন
গলায় ক্যান্সারের কারণে কুয়াওকে মাত্র তিন বছর জেল খাটতে হয়েছে৷ হিটলারের ডায়েরি নকলের ঘটনায় পাওয়া ‘জনপ্রিয়তা’-কে কাজে লাগিয়ে পরবর্তীতে তিনি একটি দোকান খোলেন যেখানে তিনি ‘আসল কুয়াও-নকল’ ছবি বিক্রি করতেন৷ ২০০০ সালে তিনি মারা যান৷
ছবি: picture-alliance/dpa
হাইডেমানের করুণ দশা
নকল ডায়েরি ঘটনার কারণে হাইডেমানের সাংবাদিক জীবন শেষ হয়ে যায়৷ বর্তমানে ৮১ বছর বয়সি হাইডেমান হামবুর্গে অনেকটা দরিদ্র জীবনযাপন করছেন৷