1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাগ্যের পরিহাস!

৭ এপ্রিল ২০১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যার নির্দেশে লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল, সেই নাৎসি নেতা আডলফ হিটলারের স্ত্রী এভা ব্রাউন-ই হয়তো ইহুদি বংশোদ্ভূত ছিলেন!

হিটলারের সঙ্গে স্ত্রী এভা ব্রাউনছবি: imago/ZUMA/Keystone

একটি প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য ডিএনএ বিশ্লেষণ করতে গিয়ে বেরিয়ে এসেছে এ তথ্য৷

যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৪৫ সালে বার্লিনের এক বাংকারে আত্মহত্যা করেন হিটলার ও তার দীর্ঘদিনের প্রেমিকা এভা৷ তার কিছুদিন আগেই তারা বিয়ে করেছিলেন৷

এভা ব্রাউনের চুলের ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রামাণ্যচিত্রে বলা হচ্ছে, তার পূর্বপুরুষরা সম্ভবত আশকেনাজি ইহুদি বংশধারা থেকে এসেছিলেন৷

বোনদের সঙ্গে এভা ব্রাউন (বামে)ছবি: picture-alliance/Bildarchiv

মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ক্যাপ্টেন পল বেয়ার ১৯৪৫ সালে আলপাইন অঞ্চলে হিটলারের বাড়ি থেকে এভার চিরুনিতে লেগে থাকা চুলের ওই নমুনা সংগ্রহ করেন৷

ওই ভবনে প্রবেশের সুযোগ থাকায় এভার ব্যবহৃত অনেককিছুই সংগ্রহ করেছিলেন পল বেয়ার৷ ১৯৪৫ সালে ব্যার্গহোফ-এ তোলা একটি আলোকচিত্রেও এভার সেই চিরুনি হাতে দেখা যায় এই সেনা কর্মকর্তাকে৷

চুলের ডিএনএ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন, মাতুল বংশ থেকে এভার ডিএনএ-র যে অংশটি এসেছে, তা আশকেনাজি ইহুদিদের সঙ্গে অনেকটাই মিলে যায়৷

মধ্যযুগে যে আশকেনাজিরা মধ্য ও পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়েছিলেন, তাদের অনেকেই ঊনিশ শতকে ক্যাথলিক খ্রিষ্টান হয়ে যান৷

‘ডেড ফেমাস ডিএনএ' শিরোনামের ওই প্রামাণ্যচিত্রটি বুধবার ব্রিটেনের চ্যানেল ফোরে সম্প্রচার করার কথা৷ অনুষ্ঠানটির উপস্থাপক মার্ক ইভানস বলেন, ‘‘এটা আমাদের যথেষ্ট চিন্তার খোরাক যোগাতে পারে৷ এমন অসাধারণ কিছু পেয়ে যাব তা আমি স্বপ্নেও ভাবিনি৷''

জেকে/এসবি (এএফিপ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ