1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টেডিয়ামে নিষিদ্ধ ফুটবল ভক্ত

১৬ নভেম্বর ২০১৩

জার্মান ফুটবল ক্লাব বোরুসিয়া ডর্টমুন্ড তাদের এক ভক্তের উপর স্টেডিয়াম নিষেধাজ্ঞা জারি করেছে৷ এই নিষেধাজ্ঞার কারণে ২০১৭ সাল অবধি জার্মানির কোনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবে না সেই ভক্ত৷

Borussia Dortmund fans cheer before a public viewing in downtown Dortmund May 25, 2013, of the Champions League soccer final between Bayern Munich and Borussia Dortmund at Wembley in London. REUTERS/Ina Fassbender (GERMANY - Tags: SPORT SOCCER)
ফাইল ফটোছবি: Reuters

গত সপ্তাহে এক বিবৃতিতে ডর্টমুন্ড জানিয়েছে, গত পহেলা নভেম্বর ভিএফবি স্টুটগার্টের সঙ্গে বোরুসিয়া ডর্টমুন্ডের খেলার সময় স্টেডিয়ামের বেড়ার উপর দাঁড়িয়ে এক ব্যক্তি জার্মানিতে নিষিদ্ধ ‘হিটলার স্যালুট' দিয়েছে৷ সেই খেলায় ৬-১ গোলে জয় পায় ডর্টমুন্ড৷ চতুর্থ গোলের পর ডর্টমুন্ডের ফুটবল ভক্তটি এ কাজ করে৷

জার্মান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে একজন ফুটবল ভক্তকে চার বছর পর্যন্ত স্টেডিয়ামে নিষিদ্ধ করা যায়৷ ডর্টমুন্ড তাদের ভক্তকে সর্বোচ্চ শাস্তিই দিয়েছে৷ ফলে ২০১৭ সালের ৩০ জুন অবধি জার্মানির কোন স্টেডিয়ামে খেলা দেখতে পারবেনা সে৷

প্রসঙ্গত, জার্মানির ডর্টমুন্ড শহরের শত বছরের পুরনো ফুটবল দল বোরুসিয়া ডর্টমুন্ড৷ নব্বইয়ের দশকে ক্লাবটি বেশ সাড়া জাগিয়েছিল একাধিকবার বুন্ডেসলিগার শিরোপা ও জার্মান সুপার কাপ জয় করে৷ বর্তমানে ক্লাবটি আবারো ভালো অবস্থানে ফিরে এসেছে৷

বোরুসিয়ার অন্যান্য টপ ক্লাবদের মতো টাকা না থাকতে পারে, কিন্তু তাদের আছে এক ফুটবল-পাগল ট্রেনার, যার নাম ইয়ুর্গেন ক্লপ৷ এই কোচকে ট্রেনিং-পাগলও বলা চলতে পারে: প্লেয়ারদের জিভ বেরিয়ে গেছে প্রাক-মরশুম ট্রেনিং-এর ধকল সামলাতে৷ কেননা ক্লপ চান গতিবেগ এবং আবেগ, হৃদয় এবং মস্তিষ্ক, এক কথায় সব কিছু৷

এআই / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ