অবশেষে জেঁকে বসেছে শীত৷ যুক্তরাষ্ট্রের ‘ইস্ট কোস্টে' এত বরফ পড়েছে যে, ঢেকে গেছে রাজধানীসহ ১৫টি প্রদেশ৷ তুষার ঝড়ে বেহাল জনজীবন, বিপর্যস্ত পরিবহণ ব্যবস্থা৷ বরফ সরাতে নাকি সপ্তাহখানেক লাগবে৷ তাই শুরু হয়ে গেছে বরফ-সাঁতার!
বিজ্ঞাপন
হ্যাঁ, কনকনে শীতে বরফের মধ্যে সাঁতার কাটার এক অভিনব প্রতিযোগিতা৷ তাও আবার সাধারণ ‘সুইমস্যুট' গায়ে দিয়ে৷
নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকায় আজ রেকর্ড সমান বরফ, প্রায় ২৭ ইঞ্চি৷ রাজধানী ওয়াশিংটন ডিসিতেও কম নয়, ২২ ইঞ্চি৷ তারপরও শহরের রাস্তায় রাস্তায় মানুষজনের ঢল৷ কাউকে দেখা যাচ্ছে গরম পোশাক পরে স্কিইং করতে আর বাচ্চারা তৈরি করছে ‘স্নোম্যান', খেলছে নিজের মনে৷ আর এতেও যাদের মন ভরছে না, তারা ‘সুইমিং কসটিউম' পরে ‘ডাইভ' দিচ্ছে একেবারে বরফের অতলে৷
লাফানোর পর কেউ কেউ পৌঁছাতে পেরেছে ও-পারে, কেউ কেউ আবার কয়েক সেকেন্ডেই হাল ছেড়ে দিয়েছেন৷ বাব্বা, বরফে সাঁতার – সে কি চাট্টিখানি কথা!
ডিজি/এসি
কি বন্ধুরা, এমন সাঁতার আগে কখনও দেকেছেন কি? ভিডিও-টা কেমন লাগলো জানান নীচের ঘরে৷
আলো আর বরফ মিলিয়ে এক আশ্চর্য উৎসব
প্রতিবছর শীতে হাজার হাজার পর্যটক আসেন উত্তর চীনের হার্বিনে, বরফ কেটে গড়া শিল্পকলা দেখতে৷ এ বছর ছিল ৩২তম ‘আইস ফেস্টিভাল’৷
ছবি: picture alliance/Kyodo
বরফে তৈরি ক্রেমলিনের ওপর আতসবাজি
আইস ফেস্টিভালে প্রতিবছরই নানা বিশ্বখ্যাত ভবন, স্থাপত্য বা ভাস্কর্যের ‘তুষার সংস্করণ’ দেখতে পাওয়া যায়৷ এ বছরের উদ্বোধনী অনুষ্ঠানে হাউই উড়েছে এক বরফের ক্রেমলিনের চূড়ার ওপর৷
ছবি: Reuters/A. Song
সবে মিলে করি কাজ
সুবিশাল ‘তুষার স্থাপত্য’-গুলির জন্য একা নয়, অনেক শিল্পীকে একসঙ্গে কাজ করতে হয়৷ কে কোন খুঁটিনাটি নিয়ে কাজ করবেন, তা আগে থেকেই ঠিক করা থাকে৷ যা-তে সব কিছু ঠিকঠাক চলে, সেজন্য ‘তুষার ভাস্কর’-দের অনেকে এক বছর ধরে অনুশীলন করেছেন৷
ছবি: Reuters/China Daily
লম্বা লাইন
হার্বিনের আইস ফেস্টিভাল শুধু চীনেই নয়, বিশ্ববিখ্যাত৷ কাজেই অতিথি-দর্শকদের লাইন পড়ে দিগন্ত অবধি৷ তাপমাত্রা যে শূন্যের কতটা নীচে, তা কেউ তোয়াক্কা করেন না৷
ছবি: Getty Images/AFP/W. Zhao
ওলাফ
ওয়াল্ট ডিজনি-র কার্টুনচিত্র ‘ফ্রোজেন’-এর চরিত্র ওলাফ শুধু চীন নয়, হার্বিনেও পৌঁছে গেছে৷
ছবি: picture-alliance/epa/W. Hong
শিল্পকলা তো শুধু নয়, খেলাধুলোও আছে
আইস ফেস্টিভালের গোটা নাম হলো ‘আইস অ্যান্ড স্নো ফেস্টিভাল’ – অকারণে নয়৷ তুষার ভাস্কর্যের সাথে সাথে ছোটদের বা বড়দের সময় কাটানোর জন্য নানারকম ব্যবস্থা আছে: যেমন স্লেজে চড়া৷ বরফ আছে কি করতে!
ছবি: Getty Images/AFP/W. Zhao
আর খিদে পেলে?
আছে নানা ধরনের খাবারদাবার৷ খেয়াল করবেন, ঠেলাগাড়িটা চলেছে কিন্তু স্লেজের ওপর, ঠেলে নিয়ে যাচ্ছে ট্র্যাক্টর৷
ছবি: Getty Images/AFP/W. Zhao
রাতের বেলা
হার্বিনের চেহারা মায়াময়, কেননা বরফের প্রাসাদ আর ভাস্কর্যগুলো সাজানো হয় মোমবাতি আর রঙিন বাতি দিয়ে৷