1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিমশিতল বরফে সাঁতার

২৬ জানুয়ারি ২০১৬

অবশেষে জেঁকে বসেছে শীত৷ যুক্তরাষ্ট্রের ‘ইস্ট কোস্টে' এত বরফ পড়েছে যে, ঢেকে গেছে রাজধানীসহ ১৫টি প্রদেশ৷ তুষার ঝড়ে বেহাল জনজীবন, বিপর্যস্ত পরিবহণ ব্যবস্থা৷ বরফ সরাতে নাকি সপ্তাহখানেক লাগবে৷ তাই শুরু হয়ে গেছে বরফ-সাঁতার!

Jahreszeiten Winter Blues Russland
ছবি: Reuters/I. Naymushin

হ্যাঁ, কনকনে শীতে বরফের মধ্যে সাঁতার কাটার এক অভিনব প্রতিযোগিতা৷ তাও আবার সাধারণ ‘সুইমস্যুট' গায়ে দিয়ে৷

নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকায় আজ রেকর্ড সমান বরফ, প্রায় ২৭ ইঞ্চি৷ রাজধানী ওয়াশিংটন ডিসিতেও কম নয়, ২২ ইঞ্চি৷ তারপরও শহরের রাস্তায় রাস্তায় মানুষজনের ঢল৷ কাউকে দেখা যাচ্ছে গরম পোশাক পরে স্কিইং করতে আর বাচ্চারা তৈরি করছে ‘স্নোম্যান', খেলছে নিজের মনে৷ আর এতেও যাদের মন ভরছে না, তারা ‘সুইমিং কসটিউম' পরে ‘ডাইভ' দিচ্ছে একেবারে বরফের অতলে৷

লাফানোর পর কেউ কেউ পৌঁছাতে পেরেছে ও-পারে, কেউ কেউ আবার কয়েক সেকেন্ডেই হাল ছেড়ে দিয়েছেন৷ বাব্বা, বরফে সাঁতার – সে কি চাট্টিখানি কথা!

ডিজি/এসি

কি বন্ধুরা, এমন সাঁতার আগে কখনও দেকেছেন কি? ভিডিও-টা কেমন লাগলো জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ